পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর | পশ্চিমবঙ্গের জেনারেল নলেজ PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর | পশ্চিমবঙ্গের জেনারেল নলেজ PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর | পশ্চিমবঙ্গের জেনারেল নলেজ PDF. নিচে পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর | পশ্চিমবঙ্গের জেনারেল নলেজ PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর | পশ্চিমবঙ্গের জেনারেল নলেজ PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর | পশ্চিমবঙ্গের জেনারেল নলেজ | West Bengal GK Questions And Answers
1. পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি ?
উত্তর- মাছরাঙ্গা ।
2. পশ্চিমবঙ্গের মোট কতগুলি জেলা রয়েছে ?
উত্তর- ২৩ টি ।
3. দামোদর নদকে আগে কি বলা হত ?
উত্তর- বাংলার দুঃখ ।
4. পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি ?
উত্তর- ভুটান ।
5. পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের বৃহত্তম বিভাগ কোনটি ?
উত্তর- গঙ্গা বদ্বীপ সমভূমি ।
6. পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প কোনটি ?
উত্তর- তাঁত শিল্প ।
7. কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় ?
উত্তর- আমেদাবাদ ।
8. দিয়ারা সমভূমি কোন জেলায় অবস্থিত ?
উত্তর- মালদা জেলায় ।
9. ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় ?
উত্তর- পশ্চিমবঙ্গের বিষড়ায় ।
10. পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায় ?
উত্তর- রানীগঞ্জে ।
11. পশ্চিমবঙ্গের কোন জেলায় রাবার চাষ হয় ?
উত্তর- জলপাইগুডি ।
12. ভারতের প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার পান ?
উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুর ।
13. 'Indian Tiger project' –কবে চালু হয় ?
উত্তর- ১৯৭৩ সালে ।
14. বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় ?
উত্তর- ২১ শে মার্চ ।
15. বসুন্ধরা দিবস কবে পালিত হয় ?
উত্তর- ২১ শে এপ্রিল
16. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ?
উত্তর- ৫ জুন ।
17. বর্তমানে ভারতের মোট অভয়ারণ্য সংখ্যা কয়টি ?
উত্তর- ৫৩৭ টি ।
18. সিঙ্গালিলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তর- পশ্চিমবঙ্গে ।
19. গোরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তর- পশ্চিমবঙ্গে ।
20. কত সালে সুন্দরবনের জন্য প্রথম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণীত হয় ?
উত্তর- ১৮৯২ সালে ।
21. বর্তমানে ভারতে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে ?
উত্তর- ৯৭ টি ।
22. কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর- অসমে ।
23. পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে ?
উত্তর- ৬ টি ।
24. পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে ?
উত্তর- ১৫ টি ।
25. সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তর- পশ্চিমবঙ্গে ।
26. বারবার অরণ্য সংরক্ষণ আইন কত সালে পাশ হয় ?
উত্তর- ১৯৮০ সালে ।
27. কত সালে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয় ?
উত্তর- ১৮৭৫ সালে ।
28. পশ্চিমবঙ্গের খনিজ ভান্ডার কোনটি ?
উত্তর- পশ্চিমবঙ্গের মালভূমি ।
29. কত সালে বাংলাদেশের জাতীয় বননীতি প্রণীত হয় ?
উত্তর- ১৯৭৯ সালে ।
30. বল্লভপুর বন্যপ্রাণ অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তর- পশ্চিমবঙ্গে ।
31. দ্বারকেশ্বর নদীর উপনদী কোনটি ?
উত্তর- গন্ধেশ্বরী নদী ।
32. ‘ফরেস্ট প্রোডাক্ট ল্যাবরেটরিজ’- কবে প্রতিষ্ঠিত করা হয় ?
উত্তর- ১৯৫৫ সালে ।
33. পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি ?
উত্তর- বাংলা ।
34. পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কি ?
উত্তর- ছাতিম ।
35. পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি ?
উত্তর- মেছো বিড়াল ।
36. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি ?
উত্তর- কলকাতা ৷
37. পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত ?
উত্তর- বঙ্গোপসাগর ।
38. সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায় ?
উত্তর- ১৯৮৭ সালে ।
39. আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয় ?
উত্তর- ১৫ মে ।
40. ভারতের জীব বৈচিত্র আইন প্রণীত হয় কত সালে ?
উত্তর- ২০০২ সালে ।
41. বক্সা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর- পশ্চিমবঙ্গ ।
42. 'Valley of Flowers'- কোথায় অবস্থিত ?
উত্তর- উত্তরাখান্ড ।
43. ভারতবর্ষের 'Wild life Protection Society of India'- কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর- ১৯৯৪ সালে ।
44. নকরেক জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর- মেঘালয় ।
45. পশ্চিমবঙ্গ রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর- ১৯৪৭ সালে ।
46. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় অবস্থিত ?
উত্তর- সুন্দরবনে ।
47. কাহনা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তর- মধ্যপ্রদেশ ।
48. পশ্চিমবঙ্গের বেশিরভাগ কি দ্বারা বেষ্টিত ?
উত্তর- স্থল ভাগ ৷
49. পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি ?
উত্তর- দক্ষিণ 24 পরগনা ।
50. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি ?
উত্তর- বাংলাদেশ।
Also Read:
Download পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর | পশ্চিমবঙ্গের জেনারেল নলেজ PDF
File Details:-
File Format:- PDF
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
Download: Click Here to Download
Also Read:
Please do not share any spam link in the comment box