পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পর তালিকা PDF - List Of New Projects Of West Bengal Government

পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পর তালিকা PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পর তালিকা PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পর তালিকা PDF. নিচে পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পর তালিকা PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পর তালিকা PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।


পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পর তালিকা PDF - List Of New Projects Of West Bengal Government



পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পর তালিকা
প্রকল্প সাল উদ্দেশ্য
কন্যাশ্রী 2013 বাল্য বিবাহ রোধ ও পড়াশোনায় আর্থিক সাহায্য করা হল এই প্রকল্পের উদ্দেশ্য।  13-18 বছর বয়স পর্যন্ত বার্ষিক 1 হাজার টাকা এবং 18 বছর বয়সের পর এককালীন 25 হাজার টাকা দেওয়া হবে। এই প্রকল্পটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন অধিদফতর এবং ইউনিসেফ দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
যুবশ্রী 2013 রাজ্যের শ্রম দপ্তরের অধীন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্তদের মাসে 1500 টাকা করে ভাতা প্রদান।
সামাজিক সুরক্ষা যোজনা 2014 দুর্ঘটনায় দরিদ্র পরিবারের মারা যাওয়া ব্যক্তির পরিবারকে 2 লক্ষ টাকা ও আহতদের 1 লক্ষ টাকা প্রদান।
সবুজ সাথী 2015 নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সাইকাল প্রদান।
খাদ্যসাথী 2016 প্রকল্প আওতাভুক্তদের বিনামূল্যে চাল ও গম প্রদান।
স্বাস্থ্য সাথী 2016 10 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান।
রুপশ্রী 2018 18 বছর পেরোলেই মেয়েদের বিয়ের জন্য এককালীন 25 হাজার টাকা প্রদান।
কর্মসাথী 2020 বেকার যুবক-যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে আর্থিক ঋণ প্রদান।
পথসাথী - পথচারীদের সুবিধার্থে একই ছাদের তলায় শৌচাগার, আহার ও রাতে থাকার ব্যবস্থা।
শিক্ষাশ্রী 2014 পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সাহায্য প্রদান।
ঐক্যশ্রী 2014 সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান।
সবুজশ্রী 2016 এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মের পরপরই একটি মূল্যবান চারা গাছ দেওয়া হচ্ছে।
পথশ্রী 2020 পুরানো সড়কের মেরামত।
বাংলাশ্রী 2020 ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ প্রদান।
উৎসশ্রী - যে সকল শিক্ষক শিক্ষিকারা বাড়ি থেকে দূরে সরকারী বিদ্যালয়ে কর্মরত আছেন, তারা বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে শুন্যপদ থাকলে আবেদন করতে পারবেন।
শিশুসাথী 2013 দরিদ্র পরিবারের ১২ বছরের কমবয়সী শিশুদের হার্টের অস্ত্রোপ্রচার বিনামূল্যে করার ব্যবস্থা।
সেফ ড্রাইভ সেভ লাইফ 2016 পথ দুর্ঘটনা আটকানো।
কৃষক বন্ধু 2019 কৃষকদের আর্থিক অনুদান এবং 2 লক্ষ টাকার জীবন বীমা।
মানবিক পেনশন প্রকল্প 2018 প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক 1 হাজার টাকা প্রদান।
উৎকর্ষ বাংলা 2016 শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া।
মাতৃযান প্রকল্প 2011 প্রসবতী মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা।
মধুর স্নেহ প্রকল্প 2013 মিউম্যান মিল্ক ব্যাঙ্ক।
নিজ গৃহ নিজ ভূমি - রাজ্যের ভূমিহীন মানুষদের স্থায়ী আশ্রয় এবং আশ্রয়কে কেন্দ্র করে জীবন জীবিকার মান উন্নয়ন।
গীতাঞ্জলী - প্রতিটি মানুষের জন্য সুনিশ্চিত আশ্রয়ের ব্যবস্থা করা।
সবলা - কিশোরীদের স্বাস্থ্য ও কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা।
মা প্রকল্প 2021 দরিদ্র মানুষদের জন্য 5 টাকায় ডিম ও ভাত প্রদান।
লক্ষ্মীর ভাণ্ডার 2021 মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য প্রদান।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2021 পড়াশোনার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান।
গতিধারা 2014 কর্মহীন যুবক-যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান।
কর্মতীর্থ 2014 স্ব-নির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষদের কাছে বিক্রি।
সুফল বাংলা 2014 চাষীদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য সংগ্রহ করে যুক্তিযুক্ত দামে মানুষের কাছে পৌঁছে দেওয়া।
মুক্তির আলো 2015 আর্থিক অনুদান দিয়ে যৌনকর্মীদের, নির্যাতিত নারী ও বালিকাদের পুনরুদ্ধার করে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলা।
সমব্যথী 2016 দরিদ্র মানুষের পরিজনের অন্ত্যেষ্টিক্রিয়ায় 2 হাজার টাকা প্রদান।
জাগো প্রকল্প 2019 স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক 5 হাজার টাকা প্রদান।
দুয়ারে সরকার 2020 রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া।
স্নেহালয় 2020 অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরির জন্য 1 লক্ষ 20 হাজার টাকা প্রদান।
স্নেহের পরশ 2020 পরিযায়ী শ্রমিকদের জন্য 1 হাজার টাকা প্রদান।
বন্ধু প্রকল্প 2020 60 বছরের বেশি বয়সের তফশিলি জাতির মানুষদের প্রতি মাসে 1 হাজার টাকা করে বার্ধক্য ভাতা প্রদান।
চা সুন্দরী 2020 চা বাগানের গৃহহীন শ্রমিকদের আবাসন দেওয়া।
হাসির আলো 2020 গ্রামীণ ও শহরাঞ্চলের অত্যন্ত গরিব যারা ত্রৈমাসিক 75 ইউনিট অবধি বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা।


Also Read:



পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পর তালিকা PDF - List Of New Projects Of West Bengal Government



Download পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পর তালিকা PDF


File Details:-

File Name:- পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পর তালিকা [www.sikkharpragati.com]
File Format:- PDF
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive

Download: Click Here to Download




Also Read:




Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area