মৌর্য সাম্রাজ্য আমলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF - Important Questions And Answers Of The Maurya Empire Period

মৌর্য সাম্রাজ্য আমলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় মৌর্য সাম্রাজ্য আমলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মৌর্য সাম্রাজ্য আমলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF. নিচে মৌর্য সাম্রাজ্য আমলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। মৌর্য সাম্রাজ্য আমলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।


মৌর্য সাম্রাজ্য আমলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF - Important Questions And Answers Of The Maurya Empire Period



1. নন্দ বংশ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: মহাপদ্ম নন্দ


2. প্রাচীন কালের কলিঙ্গ রাজ্যের সবথেকে বড় শাসক কে ছিলেন ?

উত্তর: কারাবেলা


3. শিশু নাগবংশ কোন মহাজনপদ ধ্বংসের পর শুরু হয়েছিল ?

উত্তর: অবন্তী


4. কোন মহাজনপদে বুদ্ধ দেহত্যাগ করেছিলেন ?

উত্তর: মল


5. আলেকজান্ডার কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ?

উত্তর: ব্যবিলন


6. কোন সাম্রাজ্য প্রাচীন ভারতের অন্তর্ভুক্ত ছিল না ?

উত্তর: হাম্পি ।


7. বিম্বিসারের কোন রাজ্যের সাথে শত্রুতা ছিল ?

উত্তর: অঙ্গ


9. চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য উত্তর – পশ্চিম ভারতে কতদূর বিস্তার লাভ করেছিল ?

উত্তর: হিন্দকুশ


10. অশোকের সাম্রাজ্য কোন শতাব্দীতে বিস্তার লাভ করেছিল ?

উত্তর: খ্রীঃ পূঃ তৃতীয় শতকে


11. প্রাচীন কোন মহাজনপদ যমুনা নদীর তীরে বিস্তার লাভ করেছিল ?

উত্তর: বাৎস ।


12. শত্রু নিধনকারী বা অমিত্রগাথা হিসেবে কোন শাসক পরিচিত ছিলেন ?

উত্তর: বিন্দুসার


13. কোন শাসক আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন ?

উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য


14. অর্থশাস্ত্রে কোন বিষয়ের উল্লেখ আছে ?

উত্তর: রাষ্ট্রনীতি


15. কৌটিল্য কোন ভারতীয় শাসকের প্রধানমন্ত্রী ছিলেন ?

উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য ১৫.খ্ৰীঃ পূঃ ৩২২ শতকে কে মগধের সিংহাসন দখল করেন ?


16. ভারতবর্ষে প্রথম বৈদেশিক অভিযান কারা করেছিল ?

উত্তর: প্রথম দরিয়াস


17. প্রাচীন ভারতে মগধের রাজধানী কোথায় ছিল ?

উত্তর: রাজগীর


18. পুরু কোন যুদ্ধে আলেকজান্ডারের কাছে হেরে যান ?

উত্তর: হাইডাসপাস


19. প্রাচীন ভারতবর্ষের বৃহত্তম নগর কি ছিল ?

উত্তর: পাটলিপুত্র


20. সমস্ত ক্ষত্রিয় কুলে কাকে দ্বিতীয় পরশুরাম বলে অভিহিত করা হত ?

উত্তর: মহাপদ্ম


21. কোন শাসক তার রাজধানী রাজগীর থেকে পাটালিপুত্রে স্থানান্তরিত করেন ?

উত্তর: উদ্যয়িন


22. খ্ৰীঃ পূঃ ষষ্ঠ শতকে মগধের প্রথম শাসক কে ছিলেন ?

উত্তর: বিম্বিসার


23. কোন শাসক তার রাজধানী পাটালিপুত্র থেকে বৈশালীতে স্থানান্তরিত করেন ?

উত্তর: শিশুনাগ


24. আলেকজান্ডারের ভারত অভিযানকালে নন্দ বংশের রাজা কে ছিলেন ?

উত্তর: ধননন্দ


25. ষষ্ঠ খ্রীঃ পূর্বাব্দের পর বৃহৎ রাজ্যগুলির উত্থানের কারণ কি ?

উত্তর: বিহার ও উত্তরপ্রদেশে লোহার ব্যাপক ব্যবহার ।


26. অজাতশণু কার প্ররোচনায় পিতাকে হত্যা করেছিলেন ?

উত্তর: দেবদত্ত


27. কোন ভারতীয় রাজা প্রাচীন ভারতবর্ষে নিজেকে সার্বভৌম ক্ষমতা সম্পন্ন বলে দাবী করেন ?

উত্তর: উদ্যয়িন


28. কোন নদীর তীরে আলেকজান্ডার ও পুরুর যুদ্ধ হয়েছিল ?

উত্তর: ঝিলম


29. গান্ধার স্থাপত্যকার্যে কাদের প্রভাব লক্ষ করা যায় ?

উত্তর: গ্রীক


30. খ্ৰীঃ পূঃ ষষ্ঠ শতকে কোন নগর রাজ্য সবথেকে বেশী শক্তিশালী ছিল ?

উত্তর: মগধ


31. বুদ্ধের সমসাময়িক কোন রাজবংশ অবন্তীতে শাসন করত ?

উত্তর: প্রদ্যোৎ


32. কোন দুটি নদীর মধ্যবর্তী স্থানে প্রাচীন তক্ষশিলা শহর অবস্থিত ছিল ?

উত্তর: সিন্ধু এবং ঝিলম


33. শাসকদের মধ্যে কে সিংহাসন ত্যাগ করে জৈনধর্ম গ্রহণ করে দক্ষিন ভারতে চলে গিয়েছিলেন ?

উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য


34. মৌর্য সিংহাসনে আরোহণের পূর্বে অশোক কোথাকার শাসক ছিলেন ?

উত্তর: তক্ষশিলা


35. মেগাস্থিনিস কোথাকার দূত ছিলেন ?

উত্তর: সেলুকাস নিকেতর


36. মেগাস্থিনিসের লেখা গ্রন্থের নাম কি ?

উত্তর: ইন্ডিকা


37. অশোক কথাটির আক্ষরিক অর্থ কি ?

উত্তর: শোকহীন


38. চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রীকদূত ভারতে এসেছিলেন ?

উত্তর: মেগাস্থিনিস


39. অশোক কোন সময়ে কলিঙ্গ জয় করেন ?

উত্তর: খ্রীঃ পূঃ ২৬১


40. প্রাচীনতম ঐতিহাসিক লিখিত উপাদান কোন সময়কার ?

উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য


41. “দেবনাম প্রিয়” উপাধিটি কাকে দেওয়া হয়েছিল ?

উত্তর: অশোক


42. নিম্নলিখিত কোন নামে অশোক পরিচিত ?

উত্তর: প্রিয়দর্শী ।


43. নিম্নলিখিত কোন অঞ্চলটি অশোকের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না ?

উত্তর: মাদ্রাজ


44. সঙ্গম যুগে কোন বংশ শক্তিশালী ছিল না ?

উত্তর: পল্লব বংশ


45. তামিল উৎকীর্ণ লিপিতে কোন লিপি ব্যবহার হত ?

উত্তর: ব্রাহ্মী


46. তামিল মহাকাব্য ‘ শিলাপ্পাদিকরম ‘ কার রচিত ?

উত্তর: ইলংগো


47. কোন শিলালিপি থেকে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা এবং তার ফলাফল জানা যায় ?

উত্তর: মাইনর রক এডিস্ট XIII


48. সারনাথ স্তম্ভে কোন প্রাণীর প্রতিকৃতি খোদাই করা নেই ?

উত্তর: হরিণ


49. সারনাথের সিংহ রাজধানী কার অবদান ?

উত্তর: অশোক


50. “ ধর্ম ” কথাটি একটি

উত্তর: প্রাকৃত শব্দ


51. অশোকের শাসন কালে রাজুকাসরা কোন বিষয়ের দেখাশোনা করত ?

উত্তর: বিচার ব্যবস্থা


52. মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী ছিল ?

উত্তর: পূশ্যমিত্র শৃঙ্গ


53. পাণিনির ‘অষ্ট্যাধ্যায়ী পতঞ্জলির মহাভাষ্য এবং জয়াদিত্যর কষিকাবৃত্তি’র আলোচ্য বিষয় হল

উত্তর: ব্যাকরণ


54. ধর্মাশোকের নাম কোন গ্রন্থে পাওয়া যায় ?

উত্তর: সারনাথ লিপি


55. সঙ্গম যুগে মুরাইয়োর কোন রাজ্যের রাজধানী ছিল ?

উত্তর: চোল


56. অশোক কোন প্রস্তরলিপিতে কলিঙ্গযুদ্ধের ভয়াবহতার বর্ণনা দিয়েছেন ?

উত্তর: ১৩ তম প্রস্তর লিপি


57. কে আজিবিকাসদের নার্গাজুন পর্বত অপর্ণ করেছিল ?

উত্তর: দশরথ


58. মৌর্য সাম্রাজ্যের কোন প্রদেশে একজন বিদেশী প্রশাসক ছিলেন ?

উত্তর: সৌরাষ্ট্র


59. মৌর্য সাম্রাজ্য ধ্বংসের পর কারা ভারতবর্ষ অভিযান করেছিল ?

উত্তর: ব্যাকট্রিয়ান গ্রীকরা


60.রুদ্রামনের জুনাগর প্রস্তরলিপি অনুসারে, সুদর্শন লেকের ওপর একটি বাঁধ নির্মিত হয়েছিল কোন রাজার আমলে ?

উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য


61. মৌর্য যুগে গুরুত্বের ক্রমানুসারে প্রথম তিনটি বর্ণ কি ছিল ?

উত্তর: ব্রাম্মন, ক্ষত্রিয়, বৈশ্য


62. মেগাস্থিনিসের বিবরণ অনুযায়ী কোন নীতির ওপর ভিত্তি করে ভারতীয় সমাজ সাতটি ভাগে বিভক্ত ছিল ?

উত্তর: অর্থনৈতিক


63. কোন দ্রব্য নিয়ে চৈনিক ব্যবসায়ীরা ভারতে এসেছিলেন ?

উত্তর: সিন্দুর ও বাঁশ


64. কে নিউটনের তত্ত্বের পূর্বানুমান করে বলেছিলেন যে সব বস্তু পৃথিবীর প্রতি আকৃষ্ট হয় ?

উত্তর: ব্রম্মগুপ্ত


65. কিসে সম্রাট অশোকের ব্যক্তিগত নামের উল্লেখ আছে ?

উত্তর: মাসকি


66. অশোক স্তম্ভ কোন ধাতুর তৈরী ?

উত্তর: বালিপাথর


67. অশোক সম্বন্ধীয় সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য কোথায় পাওয়া যায় ?

উত্তর: উৎকীর্ণলিপি


68. কোন গ্রন্থে প্রথম দেবকীর পুত্র কৃষ্ণের উল্লেখ করা হয়েছে ?

উত্তর: ছান্দোগ্য উপনিষদ


69. ‘জিরো’ কে আবিষ্কার করেন ?

উত্তর: একজন অচেনা ভারতীয়


70. আলেকজান্ডারের পরিভ্রমনকালে উত্তর ভারতে কোন বংশ শাসন করেছিল ?

উত্তর: নন্দ


71. ‘সত্যসাই’ কার রচনা ?

উত্তর: হালা, একজন সাতবাহন শাসক


72. সাতবাহন শাসক হালার লেখক গাথাসগুসতী কোন ভাষায় রচিত ?

উত্তর: প্রাকৃত


73. রোমান সাম্রাজ্যে সবথেকে বেশী কোন জিনিস ভারত থেকে রপ্তানী হত ?

উত্তর: ভারতীয় মসলিন, ব্যবহারযোগ্য ছুরি-কাঁচি ও চামড়া


74. হস্তিগুম্ফা লিপি কোন শাসকের শাসনকালের ওপর আলোকপাত করে ?

উত্তর: কলিঙ্গর খারবেলা


75. কোন গ্রীক রাজা দ্বিভাষিক মুদ্রার প্রচলন করেন ?

উত্তর: ডিমিট্রিভস


76. ভারতবর্ষে প্রথম সরকারী সেনা শাসন কে চালু করেছিল ?

উত্তর: গ্রীক


77. কোন কুষান শাসক নিজেকে মহেশ্বর বলে অভিহিত করেছিল ?

উত্তর: কুজুল কদফিসেস


78. নাগসেনার মিলিন্দাপানহো গ্রন্থটি কোন ভাষায় লেখা ?

উত্তর: পালি


79. মুন্ডহীন কনিষ্কর মূর্তি কোথা থেকে উদ্ধার করা হয়েছে ?

উত্তর: মথুরা


80. ভারতে কে প্রথম বলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে ?

উত্তর: বানা


81. অশোক কোন বংশের ছিলেন ?

উত্তর: মৌর্য


82. সাকা ইরা কে এবং কখন প্রচলন করেন ?

উত্তর: ৭৮ খ্ৰী কনিস্ত


83. কনিস্কর রাজধানী কি ছিল ?

উত্তর: পুরুষপুর


84. কুষানযুগে সবথেকে বেশী কিসের উন্নতি হয়েছিল ?

উত্তর: স্থাপত্য শিল্প


85. কার আনুকুল্যে মথুরা স্থাপত্য এবং পুরুষপুরে স্তুপ গড়ে উঠেছিল ?

উত্তর: উহমা কদফিসেস


86. মৌর্য শাসনকালে মুদ্রা তৈরীতে কোন ধাতু ব্যবহার করা হত ?

উত্তর: সোনা এবং তামা


87. মৌর্য শাসনে অমিত্রগাথা নামে কে পরিচিত ছিল ?

উত্তর: বিন্দুসার


88. সাঁচী স্তুপ কে নির্মাণ করেছিলেন ?

উত্তর: অশোক


89. কোন উৎকীর্ণ লিপি তে অশোকের নাম খোদিত আছে ?

উত্তর: মক্সকির লিপি


90. চন্দ্রগুপ্ত মৌর্য কার কাছে পরাস্ত হয়েছিলেন ?

উত্তর: সেলুকাস


91. বিক্রম যুগ শুরু হয়েছিল কবে ?

উত্তর: খ্রীঃ পূঃ ৫৭ শতকে


92. কারা প্রথম সোনার মুদ্রা চালু করেন ?

উত্তর: ইন্দো গ্রীক


93. কে প্রথম ব্রাহ্মী লিপির সংকেত উদ্ধার করেছিলেন ?

উত্তর: জেমস প্রিলেপ


94. সাতবাহনের উৎকীর্ণ লিপি কোন ভাষায় লেখা ?

উত্তর: প্রাকৃত


95. ভারতে কারা নাটকে যবনিকা প্রথা চালু করেন ?

উত্তর: শক


96. প্রাচীন ভারতে সাতবাহন সাম্রাজ্যে একটি জেলাকে কি বলা হত ?

উত্তর: কটক


97. কোন চীনা জেনারেল কনিস্ককে পরাজিত করেছিলেন ?

উত্তর: পেন চাও


98. সাতবাহন সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল ?

উত্তর: পৈথান


99. শকরা কার দ্বারা পরাস্ত হয়েছিলেন ?

উত্তর: গৌতমীপুত্র সাতকর্ণী


100. শুঙ্গ বংশের শেষ শাসক কে ছিলেন ?

উত্তর: দেবভূতি


101 শক যুগ কার সময়ে দেখা যায় ?

উত্তর: কনিষ্ক


Also Read:



মৌর্য সাম্রাজ্য আমলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF - Important Questions And Answers Of The Maurya Empire Period



Download মৌর্য সাম্রাজ্য আমলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF


File Details:-

File Name:- মৌর্য সাম্রাজ্য আমলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর [www.sikkharpragati.com]
File Format:- PDF
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive

Download: Click Here to Download




Also Read:



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area