রূপনারানের কূলে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - Rupnaraner Kule Short Type Question and Answer

রূপনারানের কূলে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর PDF: প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় Rupnaraner Kule Short Type Question and Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রূপনারানের কূলে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর PDF

রূপনারানের কূলে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - Rupnaraner Kule Short Type Question and Answer

নিচে রূপনারানের কূলে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Rupnaraner Kule Short Type Question and Answer PDF পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।



রূপনারানের কূলে - রবীন্দ্রনাথ ঠাকুর


‘রূপনারানের কূলে’ কবিতাটি প্রখ্যাত সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষলেখা’ কাব্যগ্রন্থ থেকে গৃহিত হয়েছে। আলোচ্য পোস্টে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রূপনারানের কূলে’ কবিতার গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।


রূপনারানের কূলে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - Rupnaraner Kule Short Type Question and Answer



প্রশ্ন ১। রুপনাৱানের কুলে’ কবিতাটি কোন্ কবির জীবনের কোন পর্বেৱ ৱচনা?

উ: ‘রূপনারানের কূলে’ কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের অন্তিম পর্বে মৃত্যুর কিছুদিন আগের রচনা।


প্রশ্ন ২। রূপনাৱানেৱ কূলে’ কবিতাটি কোথায়, কোন সময়ে রচিত হয়?

উ: ‘রূপনারানের কূলে’ কবিতাটি শান্তিনিকেতনের উদয়নে ৩০ বৈশাখ ১৩৪৮ বঙ্গাব্দে (১৩ মে ১৯৪১ খ্রিস্টাব্দে) রাত্রি

৩টে ১৫ মিনিটে রচিত হয়।


প্রশ্ন ৩। রূপনাৱানেৱ কূলে’ কবিতাটি কার লেখা, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উ: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘শেষলেখা’ কাব্যগ্রন্থ থেকে ‘রূপনারানের কূলে’ কবিতাটি নেওয়া হয়েছে।


প্রশ্ন ৪। পনাৱানের কূলে জেগে উঠে কবি কী জানলেন?

উ: রূপনারানের কূলে জেগে উঠে কবি জানলেন, এ জগৎ স্বপ্ন নয়।


প্রশ্ন ৫। কবি রক্তের অক্ষৱে কী দেখলেন?

উ: কবি রক্তের অক্ষরে দেখলেন আপনার রূপ।


প্রশ্ন ৬। কবি নিজেকে কীভাবে চিনলেন?

উ: কবি নিজেকে চিনলেন আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়।


প্রশ্ন ৭। কবিৱ কী উপলা হল এবং তাৱ ফলই বা কী হল?

উ: কবির উপলব্ধি হল যে, সত্য কঠিন এবং তার ফল হল যে, কবি কঠিন সত্যকে ভালােবাসলেন।


প্রশ্ন ৮। কবি উপলব্ধিজাত কঠিন সত্যকে ভালােবাসলেন, কেন?

উ: কবি উপলব্ধিজাত কঠিন সত্যকে ভালােবাসলেন, কারণ সে কখনও বঞ্চনা করে না।


প্রশ্ন ৯। কবিৱ এ জীবন কী বলে মনে হল?

উ: কবির এ জীবন আমৃত্যু দুঃখের তপস্যার সিদ্ধি বলে মনে হল।


প্রশ্ন ১০। কবির মৃত্যুতে সকল দেনা শােধ করে দেওয়ার অভিপ্রায় কেন?

উ: কবির মৃত্যুতে সকল দেনা শােধ করে দেওয়ার অভিপ্রায় এজন্য যে, তাতে তিনি সত্যের দারুণ মূল্য লাভ করবেন।


প্রশ্ন ১১। রূপনাৱানেৱ কূলে কবিতায় মৃত্যুতে সকল দেনা কীভাবে শােধ করা সম্ভব বলে কবি মনে করেছিলেন?

উ: জীবনভর দুঃখের যে তপস্যা চলেছে তাতে সত্যের দারুণ মূল্য দিয়ে জীবনের সকল দেনা চুকিয়ে মৃত্যুতে নিজেকে সমর্পণে প্রয়াসী হয়েছেন কবি রবীন্দ্রনাথ।


প্রশ্ন ১২। “কঠিনেরে ভালােবাসিলাম’—কবি কেন ‘কঠিন’কে ভালােবাসলেন? (নমুনা প্রশ্ন, ১৪] [দ্বাদশ, ১৫]

উ: অনেক দুঃখ, আঘাত ও বেদনাময় তপস্যায় উত্তীর্ণ উপলদ্ধিজাত সত্য হল ভয়ানক কঠিন। কবি সেই কঠিনকে ভালােবাসলেন কঠিনকে ভালােবাসার কারণ এই।


Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুকWhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area