রূপনারানের কূলে MCQ প্রশ্ন ও উত্তর - Rupnaraner Kule MCQ Question Answer

রূপনারানের কূলে MCQ প্রশ্ন ও উত্তর PDF: প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় Rupnaraner Kule MCQ Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রূপনারানের কূলে MCQ প্রশ্ন ও উত্তর PDF

রূপনারানের কূলে MCQ প্রশ্ন ও উত্তর - Rupnaraner Kule MCQ Question Answer

নিচে রূপনারানের কূলে MCQ প্রশ্ন ও উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Rupnaraner Kule MCQ Question Answer PDF পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।



রূপনারানের কূলে - রবীন্দ্রনাথ ঠাকুর


‘রূপনারানের কূলে’ কবিতাটি প্রখ্যাত সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষলেখা’ কাব্যগ্রন্থ থেকে গৃহিত হয়েছে। আলোচ্য পোস্টে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রূপনারানের কূলে’ কবিতার গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।


রূপনারানের কূলে MCQ প্রশ্ন ও উত্তর - Rupnaraner Kule MCQ Question Answer


1. “ চিনিলাম আপনারে ” – রবীন্দ্রনাথ যেভাবে নিজেকে চিনেছেন -

(ক) আঘাতে ও বেদনায় 

(খ) আঘাতে আঘাতে বেদনায়। 

(গ) আঘাত ও বেদনায়। 

(ঘ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। 

Ans. (ক) আঘাতে ও বেদনায়


2. ‘ এ জীবন ’ হলাে— 

(ক) দুঃখের তপস্যা 

(খ) আমৃত্যু তপস্যা 

(গ) আমৃত্যুর দুঃখের তপস্যা 

(ঘ) তপস্যা। 

Ans. (গ) আমৃত্যুর দুঃখের তপস্যা


3. রূপনারানের কূলে ’ কবিতায় জীবন নিয়ে যে পঙক্তিটি আছে-

(ক) জানিলাম এ জীবন স্বপ্ন নয় 

(খ) আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। 

(গ) কঠিন সত্যকে জানিলাম এ জীবনে 

(ঘ) কোনােটিই নয়। 

Ans. (খ) আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন।


4. “ সে কখনাে করে না ___________ ।” 

(ক) বিভ্রান্ত 

(খ) বঞ্চনা 

(গ) আশাহত 

(ঘ) মােহগ্রস্ত। 

Ans. (খ) বঞ্চনা


5. রক্তের অক্ষরে কবি কী দেখেছিলেন ? 

(ক) আপনার রূপ 

(খ) শহিদের আত্মদান 

(গ) শােষকের অত্যাচার। 

(ঘ) সম্প্রীতির চেহারা। 

Ans. (ক) আপনার রূপ


6. রূপনারানের কূলে ’ কবিতাটি যে কাব্যের অন্তর্গত -

(ক) শেষ সপ্তক 

(খ) শেষলেখা 

(গ) মানসী 

(ঘ) মহুয়া।

Ans. (খ) শেষলেখা


7. রক্তের অক্ষরে কবি কী দেখেছিলেন?

(ক) আপনার রূপ

(খ) শহিদের আত্মদান 

(গ) শোষকের অত্যাচার 

(ঘ) সম্প্রীতির চেহারা

Ans. (ক) আপনার রূপ


8. ‘রূপনারানের কূলে’ কবিতাটি যে কাব্যের অন্তর্গত

(ক) শেষ সপ্তক 

(খ) শেষলেখা

(গ) মানসী 

(ঘ) মহুয়া

Ans. (খ) শেষলেখা


9. ‘এ জীবন’ হলো—

(ক) দুঃখের তপস্যা 

(খ) আমৃত্যুর দুঃখের তপস্যা 

(গ) আমৃত্যু তপস্যা 

(ঘ) তপস্যা

Ans. (খ) আমৃত্যুর দুঃখের তপস্যা


10. ‘রূপনারানের কূলে’ কবিতায় জীবন নিয়ে যে পঙক্তিটি আছে—

(ক) জানিলাম এ জীবন স্বপ্ন নয় 

(খ) আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন 

(গ) কঠিন সত্যকে জানিলাম এ জীবনে 

(ঘ) কোনোটিই নয়


Ans. (খ) আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন


11. “চিনিলাম আপনারে” – রবীন্দ্রনাথ যেভাবে নিজেকে চিনেছেন—

(ক) আঘাতে ও বেদনায় 

(খ) আঘাতে আঘাতে বেদনায় 

(গ) আঘাত ও বেদনায় 

(ঘ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়

Ans. (ঘ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়


12. “সে কখনো করে না _________।”

(ক) বিভ্রান্ত 

(খ) বঞ্চনা 

(গ) আশাহত 

(ঘ) মোহগ্রস্ত

Ans. (খ) বঞ্চনা


13. “সে কখনো করে না বঞ্চনা” –‘সে’ হলো—

(ক) মৃত্যু 

(খ) সত্য 

(গ) কঠিন সত্য 

(ঘ) কঠিন মিথ্যা

Ans. (গ) কঠিন সত্য


14. ‘রূপনারানের কূলে’ কবিতায় কবি ভালোবেসেছেন—

(ক) কঠিনকে 

(খ) সত্যকে 

(গ) নিজেকে 

(ঘ) কঠিন সত্যকে

Ans. (ঘ) কঠিন সত্যকে


15. “সত্যের দারুণ মূল্য লাভ করিবারে…” তারপর কবি যা করবেন—

(ক) সকল দেনা শোধ করে দেবেন 

(খ) মৃত্যুবরণ করবেন 

(গ) মৃত্যুর মাধ্যমে সকল দেনা বা সত্যের দারুণ মূল্য শোধ করে দেবেন 

(ঘ) নতুন করে জন্মাবেন

Ans. (গ) মৃত্যুর মাধ্যমে সকল দেনা বা সত্যের দারুণ মূল্য শোধ করে দেবেন


16. “কঠিনেরে ভালোবাসিলাম” – যিনি ভালোবাসেন

(ক) নীরেন্দ্রনাথ 

(খ) জগদীশচন্দ্র 

(গ) দ্বিজেন্দ্রনাথ 

(ঘ) রবীন্দ্রনাথ

Ans. (ঘ) রবীন্দ্রনাথ


17. “জানিলাম এ জগৎ স্বপ্ন নয়” – যিনি জানলেন—

(ক) রানি চন্দ 

(খ) রবীন্দ্রনাথ 

(গ) অবনীন্দ্রনাথ 

(ঘ) রথীন্দ্রনাথ

Ans. (খ) রবীন্দ্রনাথ


Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুকWhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area