মহুয়ার দেশ SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর - Mohuar Desh SAQ Question Answer

মহুয়ার দেশ SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF: প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় Mohuar Desh SAQ Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মহুয়ার দেশ SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF

মহুয়ার দেশ SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর - Mohuar Desh SAQ Question Answer

নিচে মহুয়ার দেশ SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Mohuar Desh SAQ Question Answer PDF পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।



মহুয়ার দেশ - সমর সেন


‘মহুয়ার দেশ’ কবিতাটি প্রখ্যাত সাহিত্যিক সমর সেনের ‘কয়েকটি কবিতা’ কাব্যগ্রন্থ থেকে গৃহিত হয়েছে। আলোচ্য পোস্টে সমর সেনের ‘মহুয়ার দেশ’ কবিতার গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।


মহুয়ার দেশ SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর - Mohuar Desh SAQ Question Answer


1. 'ধোঁয়ায় বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে'-কিসের মতো ?

Ans: শীতের দুঃস্বপ্নের মতো। 


2.অবসন্ন মানুষের শরীরে কবি কী দেখেছিলেন ?

Ans: ধূলোর কলঙ্ক 


3. মহুয়ার দেশের মানুষের চোখ কীরূপ ছিল?

Ans: ঘুমহীন 


4. 'মহুয়ার দেশ' কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে কে আলোড়িত করেছিলেন ?

Ans: সমুদ্রের দীর্ঘশ্বাস 


5. 'অবসন্ন মানুষের শরীরে দেখি ধূলোর কলঙ্ক'- কবি কোন  সময়ে দেখেছিলেন?

Ans: সকালে 


6.'মহুয়ার দেশ' কবিতায় কয়লা খনি কোথায় অবস্থিত ?

Ans: মহুয়া বনের ধারে 


7.মাঝে মাঝে সন্ধ্যায় জলস্রোতে উজ্জ্বল আলোর স্তম্ভ কে এঁকে দেয় ?

Ans: অলস সূর্য 


8. 'আমার ক্লান্তির উপরে ঝরুক '- কবি কী ঝরে পড়ার প্রার্থনা করেছেন?

Ans: মহুয়া ফুল


9. সমস্তক্ষণ পথের দুধারে করা ছায়া ফেলে ?

Ans: দেবদারুর দীর্ঘ রহস্য 


10. 'মহুয়ার দেশ ' কবিতায় কবি কোথাকার নিস্বর্গ প্রকৃতির বর্ণনা করেছেন ?

Ans: সাঁওতাল পরগনার 


11. 'আর আগুন লাগে '- কোথায় আগুন লাগে ? 

Ans: জলের অন্ধকারে ধূসর ফেনায় 


12. উজ্জ্বল আলোর স্তম্ভ কীসের মতো?

Ans: গলিত সোনার মতো 


13. 'মেঘ-মদির মহুয়ার দেশ ' -  মদির শব্দের অর্থ কী ?

Ans: মত্ত বা আচ্ছন্ন 


14. মহুয়ার দেশের অন্ধকার কেমন ছিল ?

Ans: নিবিড় 


15. 'ঘুমহীন তাদের চোখে হানা দেয় '- কী ?

Ans: ক্লান্ত দুঃস্বপ্ন 


16. অলস সূর্য ছবি আঁকে কোথায় ?

Ans: সন্ধ্যার জলস্রোতে 


17. সমর সেনের প্রথম কবিতা কোনটি ?

Ans: 'তুমি ও আমি '


18. কয়েকটি কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত 'মহুয়ার দেশ' কবে রচয়িত হয় ?

Ans: ১৯৩৭ সালে 


19. 'মহুয়ার দেশ ' কবিতাটি কয়টি স্তবকে বিভক্ত ?

Ans: দুটি স্তবকে 


20. সমর সেনের জন্ম হয় কত খ্রিস্টাব্দে ?

Ans: ১৯১৬ খ্রিস্টাব্দে 


21. সমর সেন কার দৌহিত্র ছিলেন ?

Ans: দীনেশচন্দ্র সেন 


22. 'মহুয়ার দেশ' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া ?

Ans: কয়েকটি কবিতা 


23. 'ঘুরে ফিরে ঘরে আসে'- কী ঘুরে ফিরে ঘরে আসে ?

Ans: ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস 


24. 'ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে '- কীসের মতো?

Ans: শীতের দুঃস্বপ্নের মতো 


25. দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে কী করে ?

Ans: আলোড়িত 


26. মহুয়া বনের ধারে কী আছে ?

Ans: কয়লা খনি 


27. শিশিরে ভেজা সবুজ কী?

Ans: সকল 


28. 'অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক '- কবি কখন অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন ?

Ans: শিশির-ভেজা সকালে 


Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুকWhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area