উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2022 - WB HS Result 2022 @wbresults.nic.in

উচ্চমাধ্যমিক রেজাল্ট 2022: প্রতিটা ছাত্রছাত্রীর কাছে উচ্চমাধ্যমিক রেজাল্ট 2022 (WB Higher Secondary Result 2022) একটি গুরুত্বপূর্ণ  বিষয়। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পর্ষদ আয়োজিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2022 রেজাল্ট - WB HS Result 2022 প্রকাশ হবে আগামী 22 জুলাই, 2022।

WB HS Result 2022 @wbresults.nic.in

Table of Content (toc)

প্রতি বছরের মতো এবছরও উচ্চ মাধ্যমিকের ফলাফল 2022 (WB HS Result 2022) দেখা যাবে অনলাইনে। প্রতি বছরের ন্যায় পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে আগামী 22 জুলাই, 2022 তারিখ উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে। 22 জুলাই বিকাল 3 টায় সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের ফলাফল (WB HS Result 2022) প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সকল ছাত্র-ছাত্রী বিকাল 4 টার পর থেকে বিভিন্ন ওয়েবসাইটে নিজেদের ফলাফল জেনে নিতে পারবে। সূত্রের খবর, 23 জুলাই, 2022 তারিখ সকাল 11 টায় প্রতিটি স্কুল থেকে উচ্চ মাধ্যমিকের মার্কশীট বিতরণ করা হবে।


WB Higher Secondary Result 2022
Board Name West Bengal Council of Higher Secondary Education (WBCHSE)
WB Higher Secondary Exam Date Cancel
Result Date 02/04/2022
Official Website wbchse.nic.in
Result Website wbresults.nic.in



উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2022 - WB HS Result 2022 @wbresults.nic.in


পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ - West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে থাকে । সেই WBCHSE- এর সদস্যরা পশ্চিমবঙ্গের দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ করেন। করোনা আবহ কাটিয়ে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে নিজস্ব হোম সেন্টারে। 2022 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে ছাত্রছাত্রীদের মনে ভীতি কাজ করছে। আশাকরি সকল পরীক্ষার্থী খুব ভালো পরীক্ষা দিয়েছে, ফলাফল যেটাই আসুক সকলের উচিত ঠান্ডা মাথায় উচ্চমাধ্যমিকের ফলাফল মেনে নেওয়া।


আরও দেখুন:



পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করে West Bengal Council of Higher Secondary Education (WBCHSE)পর্ষদ। প্রতিবছর লক্ষাধিক পরীক্ষার্থী পরীক্ষায় বসে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক রেজাল্ট প্রকাশ করে থাকে মেধার বিচারে।


West Bengal Higher Secondary Result Date 2022 - পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক ফলাফল তারিখ 2022



পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত উচ্চমাধ্যমিক পরীক্ষা 2022 রেজাল্ট (WB Higher Secondary Result 2022) প্রকাশ হবে আগামী 22 জুলাই, 2022, করোনা আবহ কাটিয়ে এ বছর মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে নিজস্ব হোম সেন্টারে, কিছুদিনের মধ্যেই উচ্চমাধ্যমিক রেজাল্ট 2022 প্রকাশিত হবে।।


উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2022 - WB HS Result 2022 @wbresults.nic.in


উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2022 দেখবেন কীভাবে - How To See WB Higher Secondary Result 2022


  • সবার প্রথমে রেজাল্ট দেখার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে wbresults.nic.in প্রবেশ করতে হবে।
  • ওয়েবসাইটে প্রবেশ করলে "Latest Announcement" অংশে দেখা যাবে "Higher Secondary (HS) Results-Year 2022" লেখা অংশে ক্লিক করতে হবে।
  • লিংকে ক্লিক করার পরে নতুন একটি পেজ খুলে যাবে সেখানে আপনার রোল নম্বর, জন্মতারিখ (“Enter Your Roll” এবং “No.”/“Enter Date of Birth”) এবং অন্যান্য তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে।
  • সঠিক তথ্য় দিয়ে “Submit” বাটনে ক্লিক করলেই উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2022 দেখা যাবে।
  • এর পরই স্ক্রিনশট অথবা প্রিন্ট করতে পারবেন আপনার উচ্চ মাধ্যমিক 2022 ফলাফলের।



SMS-এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2022 কীভাবে দেখবেন - How To See Secondary Result 2022 Via SMS


এখনো এমনও অনেক ছাত্র ছাত্রী আছে যারা ইন্টারনেটের ব্যবহার জানে না বা খুব কম জানে অথবা অনেক ছাত্র-ছাত্রী প্রত্যন্ত গ্রামে থাকার জন্য ইন্টারনেট পরিষেবা ভাল থাকে না তারা বিনা ইন্টারনেটেই SMS-এর মাধ্যমে উচ্চমাধ্যমিক রেজাল্ট 2022 দেখতে পারবেন-

SMS লিখতে হবে "WB12 <Space> Roll No" এবং এটি 54242/56263/58888 এর মধ্যে যে কোনো একটি নম্বরে পাঠিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণের মধ্যেই আপনার রেজাল্ট আপনার Inbox এ চলে আসবে।  

তবে আমরা বলব ইন্টারনেটের মাধ্যমেই রেজাল্ট দেখা বেশি ভালো কারণ SMS মাধ্যমে রেজাল্ট দেখার পদ্ধতি জটিল ও ধীর গতি সম্পন্ন। 



Sikkharpragati এর পক্ষ থেকে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা রইলো। আগামী দিনে তোমাদের উজ্জল ভবিষ্যতের কামনা করি।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area