দশম শ্রেনীর প্রলয়োল্লাস কবিতার MCQ প্রশ্নোত্তর PDF: প্রতিবছর মাধ্যমিক পরীক্ষায় Praloyollas MCQ Questions and Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেনীর প্রলয়োল্লাস MCQ প্রশ্নোত্তর PDF. নিচে দশম শ্রেনীর প্রলয়োল্লাস কবিতার প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। প্রলয়োল্লাস কবিতার MCQ প্রশ্নোত্তর PDF পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।
প্রলয়োল্লাস - কাজী নজরুল ইসলাম
‘প্রলয়োল্লাস’ কবিতাটি প্রখ্যাত সাহিত্যিক কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্য থেকে গৃহিত হয়েছে। আলোচ্য পোস্টে কাজী নজরুল ইসলামের ‘প্রলয়োল্লাস’ কবিতার গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।
প্রলয়োল্লাস কবিতার MCQ প্রশ্নোত্তর (বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) - Praloyollas MCQ Questions and Answers
১. ‘প্রলয়োল্লাস’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? –
(ক) ভাঙার গান
(খ) প্রলয়শিখা
(গ) অগ্নিবীণা
(ঘ) ছায়ানট
উত্তরঃ (গ) অগ্নিবীণা
২. “আসছে এবার অনাগত প্রলয়-নেশার নৃত্য –
(ক) রত
(খ) দূত
(গ) পাগল
(ঘ) মাতন
উত্তরঃ (গ) পাগল
৩. “বজ্ৰশিখার মশাল জ্বেলে আসছে –
(ক) নতুন
(খ) দুর্নিবার
(গ) শকট’
(ঘ) ভয়ংকর
উত্তরঃ (ঘ) ভয়ংকর
৪. “ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন –
(ক) মাতায়
(খ) জ্বালায়
(গ) দুলায়
(ঘ) নাচায়
উত্তরঃ (গ) দুলায়
৫. “সর্বনাশী জ্বালামুখী ধুমকেতু তার চামর –
(ক) দোলায়
(খ) বুলায়
(গ) ঢুলায়
(ঘ) নাচায়
উত্তরঃ (গ) ঢুলায়
৬. “অট্টরোলের হট্টগোলে স্তন্ধ –
(ক) বরাকর
(খ) চরাচর
(গ) গগন
(ঘ) অনন্তর
উত্তরঃ (খ) চরাচর
৭. “জগৎ জুড়ে কী ঘনিয়ে আসে? –
(ক) ঝঞা
(খ) প্রলয়
(গ) মেঘ
(ঘ) বৃষ্টি
উত্তরঃ (খ) প্রলয়
৮. “আসবে ঊষা অরুণ হেসে –
(ক) দারুণ বেশে
(খ) মোহন বেশে
(গ) করুণ বেশে
(ঘ) নবীন বেশে
উত্তরঃ (গ) করুণ বেশে
৯. দিগম্বরের জটায় কে হাসে?
(ক) শিশু চাঁদের কর
(খ) পূর্ণ চাঁদের কর
(গ) অর্ধ চাদের কর।
(ঘ) ক্ষয়িত চাঁদের কর
উত্তরঃ (ক) শিশু চাঁদের কর
১০. কবি সবাইকে কী করতে আহ্বান জানিয়েছেন?
(ক) বিপ্লব করতে
(খ) বিদ্রোহ করতে
(গ) প্রতিবাদ করতে
(ঘ) জয়ধ্বনি করতে
উত্তরঃ (ঘ) জয়ধ্বনি করতে
১১. কবিতায় ব্যবহৃত ‘কেতন’ শব্দের অর্থ কী?
(ক) পতাকা
(খ) ঘর
(গ) নিবাস
(ঘ) ব্যজন
উত্তরঃ (ক) পতাকা
১২. প্রলয়োল্লাস’ কবিতায় কোন্ ঝড়ের কথা বলা হয়েছে? _
(ক) টর্নেডো
(খ) ঘূর্ণি
(গ) কালবৈশাখী
(ঘ) ফাপি
উত্তরঃ (গ) কালবৈশাখী
১৩. কীসের দোলায় ঝামর ঝাপটা মেরে গগন দুলায়?
(ক) হাওয়ার
(খ) কেশের
(গ) মেঘের
(ঘ) জটার
উত্তরঃ (খ) কেশের
১৪. চামর চুলায় কে?
(ক) চন্দ্র
(খ) সূর্য
(গ) নক্ষত্র
(ঘ) ধূমকেতু
উত্তরঃ (খ) সূর্য
১৫. বিশ্বপাতার বক্ষ-কোলে কী ঝোলে? –
(ক) ফল
(খ) ফুল
(গ) মুণ্ডু
(ঘ) কৃপাণ
উত্তরঃ (ঘ) কৃপাণ
১৬. পিল এস্ত জটায় কী লুটায়? –
(ক) হাসি
(খ) আনন্দ
(গ) কাঁদন
(ঘ) বেদন
উত্তরঃ (গ) কাঁদন
১৭. কপোল’ শব্দের অর্থ কী? –
(ক) কপাল
(খ) গণ্ডদেশ
(গ) কাঠের পোল
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) গণ্ডদেশ
১৮. জীবনহারা অ-সুন্দরকে ছেদন করতে আসছে –
(ক) নবীন
(খ) প্রবীণ
(গ) যুবা
(ঘ) শিশু
উত্তরঃ (ক) নবীন
১৯. প্রলয় কোথায় উদ্ধা ছুটায়? –
(ক) নীল খিলানে
(খ) জগৎজুড়ে
(গ) লাল খিলানে
(ঘ) দিগন্তে
উত্তরঃ (ক) নীল খিলানে
Google News এ আমাদের ফলো করুন
ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুক, WhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।
Please do not share any spam link in the comment box