দশম শ্রেনীর নদীর বিদ্রোহ গল্পের MCQ প্রশ্নোত্তর PDF: প্রতিবছর মাধ্যমিক পরীক্ষায় Nadir Bidroha MCQ Questions and Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নদীর বিদ্রোহ MCQ প্রশ্নোত্তর PDF. নিচে দশম শ্রেনীর নদীর বিদ্রোহ গল্পের প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। দশম শ্রেনীর নদীর বিদ্রোহ গল্পের MCQ প্রশ্নোত্তর PDF পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।
নদীর বিদ্রোহ - মানিক বন্দ্যোপাধ্যায়
‘নদীর বিদ্রোহ’ গল্পটি প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘সরীসৃপ’ গল্প সংকলন থেকে গৃহিত হয়েছে। আলোচ্য পোস্টে মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘নদীর বিদ্রোহ’ গল্পের গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।
নদীর বিদ্রোহ গল্পের MCQ প্রশ্নোত্তর (বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) - Nadir Bidroha MCQ Questions and Answers
1. স্ত্রীকে লেখা নদের চাঁদের চিঠির পৃষ্ঠা সংখ্যা ছিল-
[A] দু পৃষ্ঠা
[B] তিন পৃষ্ঠা
[D] পাঁচ পৃষ্ঠা
Answer: [D] পাঁচ পৃষ্ঠা
2. নদের চাঁদ প্রতিদিন কোথায় বসে নদীকে দেখে?
[A] নৌকোতে বসে
[B] ব্রিজের ওপর বসে
[C] ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসে
[D] নদীর তীরে বসে।
Answer: [C] ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসে
3. নদের চাঁদের মৃত্যু হয়েছিল—
[A] বাসের ধাক্কায়
[B] লরির ধাক্কায়
[C] ট্রামের ধাক্কায়
[D] ট্রেনের ধাক্কায়
Answer: [D] ট্রেনের ধাক্কায়
4. নদের চাঁদ স্টেশন মাস্টারি করেছিল—
[A] চার বছর
[B] তিন বছর
[C] দশ বছর
[D] পাঁচ বছর
Answer: [B] তিন বছর
5. কোন্ আকস্মিক আঘাত নদের চাঁদের চেতনাকে দিশাহারা করে দিয়েছিল?
[A] প্রবল বৃষ্টির ঝাপটা
[B] ব্রিজ ভাঙার শব্দ
[C] ট্রেন চলে যাওয়ার শব্দ
[D] বাতাসের প্রবল শব্দ
Answer: [B] ব্রিজ ভাঙার শব্দ
6. “কিন্তু শৈশবে, কৈশােরে আর প্রথম যৌবনে বড়াে ছােটোর হিসেব আর কে করে?”—উক্তিটি যার সম্বন্ধে করা হয়েছে
[A] নদের চাঁদের দেশের নদীটির সম্বন্ধে
[B] নদের চাঁদ সম্বন্ধে
[C] নদের চাঁদের সহকারীর সম্বন্ধে
[D] যেখানে নদের চাঁদ কাজ করত সেখানকার নদীটির সম্বন্ধে
Answer: [C] নদের চাঁদের সহকারীর সম্বন্ধে
7. নদের চাঁদের বয়স-
[A] ত্রিশ বছর
[B] পঁচিশ বছর
[C] পঁয়ত্রিশ বছর
[D] কুড়ি বছর
Answer: [A] ত্রিশ বছর
8. “…এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে”—কীসের জন্য এই গর্ব অনুভব?
[A] নতুন রং করা ব্রিজটির জন্য
[B] নিজের পেশার জন্য
[C] শৈশবের ক্ষীণস্রোতা নদীটির জন্য
[D] নদীর প্রতি তার ভালােবাসার জন্য
Answer: [A] নতুন রং করা ব্রিজটির জন্য
9, “নদের চাঁদ – ডাকিয়া বলিল।” (শূন্যস্থান পূরণ করাে)
[A] বন্ধুকে
[B] নতুন সহকারীকে
[C] পুরাতন ভৃত্যকে
[D] পুরাতন সহকারীকে
Answer:[B] নতুন সহকারীকে
10. দেশের সেই ক্ষীণ স্রোতা নির্জীব নদীটি—
[A] আত্মীয়ার মতােই তার মমতা পেয়েছিল
[B] অনাত্মীয়ার মতােই তার দুর্ব্যবহার পেয়েছিল
[C] সকলের আদর পেয়েছিল
[D] সকলের অনাদর পেয়েছিল
Answer: [A] আত্মীয়ার মতােই তার মমতা পেয়েছিল
Google News এ আমাদের ফলো করুন
ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুক, WhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।
Please do not share any spam link in the comment box