বহুরূপী গল্পের MCQ প্রশ্নোত্তর (বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) - Bahurupi MCQ Questions and Answers

দশম শ্রেনীর বহুরূপী গল্পের MCQ প্রশ্নোত্তর PDF: প্রতিবছর মাধ্যমিক পরীক্ষায় Bahurupi MCQ Questions and Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেনীর বহুরূপী গল্পের প্রশ্ন উত্তর PDF. নিচে দশম শ্রেনীর বহুরূপী MCQ প্রশ্নোত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। বহুরূপী গল্পের MCQ প্রশ্নোত্তর PDF পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।


বহুরূপী গল্পের MCQ প্রশ্নোত্তর (বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) - Bahurupi MCQ Questions and Answers




বহুরূপী - সুবোধ ঘোষ

‘বহুরূপী’ গল্পটি প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষের ‘গল্পসমগ্র’ গল্প সংকলন থেকে গৃহিত হয়েছে। আলোচ্য পোস্টে সুবোধ ঘোষের ‘বহুরূপী’ গল্পের গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।



বহুরূপী গল্পের MCQ প্রশ্নোত্তর (বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) - Bahurupi MCQ Questions and Answers

১. ‘বহুরূপী’ গল্পটি কে লিখেছেন?

(ক) সুবোধ ঘোষ 

(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

(গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 

(ঘ) বনফুল মুখোপাধ্যায়

উত্তরঃ (ক) সুবোধ ঘোষ


২. গল্পকথক ও তার সঙ্গীরা কার কাছে গল্প করেছিল?

(ক) হরিদার কাছে 

(খ) নবদার কাছে 

(গ) দেবুদার কাছে 

(ঘ) বুড়োদার কাছে

উত্তরঃ (ক) হরিদার কাছে


৩. জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন ?

(ক) সাতদিন 

(খ) পাঁচদিন 

(গ) আটদিন 

(ঘ) চারদিন

উত্তরঃ (ক) সাতদিন


৪. সারা বছরে সন্ন্যাসী শুধু একটি কী খান?

(ক) সুপারি 

(খ) হরীতকী 

(গ) নারকেল 

(ঘ) আপেল

উত্তরঃ (খ) হরীতকী


৫. সন্ন্যাসীর পায়ের ধুলো কে পেয়েছিলেন?

(ক) রামবাবু 

(খ) শ্যামবাবু 

(গ) জগদীশবাবু 

(ঘ) শ্যামলবাবু

উত্তরঃ (গ) জগদীশবাবু


৬. জগদীশবাবু সন্ন্যাসীকে কী দিয়েছিলেন?

(ক) একটি আসন 

(খ) একটি চামর 

(গ) একটি কমণ্ডলু 

(ঘ) একজোড়া কাঠের খড়ম

উত্তরঃ (ঘ) একজোড়া কাঠের খড়ম


৭. সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু তাঁর ঝোলার মধ্যে কত টাকা ফেলে দিলেন?

(ক) একশো টাকা 

(খ) দুশো টাকা 

(গ) তিনশো টাকা 

(ঘ) চারশো টাকা

উত্তরঃ (ক) একশো টাকা


৮. হরিদার পেশা কী ছিল?

(ক) পট খেলানো 

(খ) বহুরূপী সাজা 

(গ) যাত্রা করা 

(ঘ) গান করা

উত্তরঃ (খ) বহুরূপী সাজা


৯. হরিদা চকের বাসস্ট্যান্ডে কোন্ সময়ে পাগল সেজেছিল?

(ক) সকালবেলায়

(খ) বিকালবেলায় 

(গ) দুপুরবেলায় 

(ঘ) সন্ধ্যাবেলায়

উত্তরঃ (গ) দুপুরবেলায়


১০. হরিদা যিনি পাগল সেজেছিলেন, তার গলায় কীসের মালা ছিল?

(ক) ফুলের মালা 

(খ) কাগজের মালা 

(গ) হাড়ের মালা 

(ঘ) টিনের কৌটোর মালা

উত্তরঃ (ঘ) টিনের কৌটোর মালা


১১. হরিদা কী সাজ দেখিয়ে সবচেয়ে বেশি পয়সা পেয়েছিলেন ?

(ক) রূপসি বাইজি 

(খ) হনুমান 

(গ) রাক্ষস 

(ঘ) দেবী কালী

উত্তরঃ (ক) রূপসি বাইজি


১২. স্কুলের মাস্টারমশাই হরিদাকে কত ঘুষ দিয়েছিলেন?

(ক) পাচ আনা 

(খ) আট আনা 

(গ) সাত আনা 

(ঘ) চার আনা

উত্তরঃ (খ) আট আনা


১৩. সপ্তাহে কত দিন হরিদা বহুরূপী সেজে পথে বের হন?

(ক) দু-দিন 

(খ) তিনদিন

 (গ) একদিন 

(ঘ) চারদিন

উত্তরঃ (গ) একদিন


১৪. হরিদা জগদীশবাবুর বাড়ি গিয়ে ঝোলা থেকে কী বের করেছিলেন?

(ক) রামায়ণ 

(খ) মহাভারত 

(গ) উপনিষদ 

(ঘ) গীতা

উত্তরঃ (ঘ) গীতা


১৫. জগদীশবাবু হরিদাকে তীর্থ ভ্রমণের প্রণামী হিসেবে কত টাকা দিয়ে চেয়েছিলেন?

(ক) একশো এক টাকা 

(খ) দুশো টাকা 

(গ) পঞ্চাশ টাকা 

(ঘ) আড়াইশো টাকা

উত্তরঃ (ক) একশো এক টাকা



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News

ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুকWhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area