দশম শ্রেনীর আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF: প্রতিবছর মাধ্যমিক পরীক্ষায় Ay Aro Bendhe Bendhe Thaki SAQ Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেনীর আয় আরও বেঁধে বেঁধে থাকি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF. নিচে দশম শ্রেনীর আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। আয় আরও বেঁধে বেঁধে থাকি SAQ প্রশ্নোত্তর PDF পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।
আয় আরও বেঁধে বেঁধে থাকি - শঙ্খ ঘোষ
‘আয় আরও বেঁধে বেঁধে থাকি’ কবিতাটি প্রখ্যাত সাহিত্যিক শঙ্খ ঘোষের ‘‘জলই পাষাণ হয়ে আছে’ কাব্য সংকলন থেকে গৃহিত হয়েছে। আলোচ্য পোস্টে শঙ্খ ঘোষের ‘আয় আরও বেঁধে বেঁধে থাকি’ কবিতার গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।
আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর - Ay Aro Bendhe Bendhe Thaki SAQ Question Answer
১. আমাদের ডানে ও বাঁয়ে কী রয়েছে?
উত্তরঃ আমাদের ডানে ধ্বস ও বাঁয়ে গিরিখাদ রয়েছে।
২. ‘আমাদের পথ নেই’ কেন?
উত্তরঃ চারিদিক থেকে মৃত্যুর বিভীষিকা পথ রোধ করে দাঁড়িয়েছিল, তাই কবি বলেছেন যে আমাদের পথ নেই।
৩. ‘আমাদের ঘর উড়ে গেছে’ কীভাবে?
উত্তরঃ সর্বনাশা যুদ্ধের তাণ্ডবে আমাদের ঘর উড়ে গেছে।
৪. আমাদের কাছে-দূরে কী ছড়ানাে রয়েছে?
উত্তরঃ আমাদের কাছে-দূরে ছড়ানাে রয়েছে শিশুদের শব।
৫. ‘আয় আরাে বেঁধে বেঁধে থাকি’- কেন এই আহ্বান?
উত্তরঃ মানবতা যখন বিপন্ন, তখন যৌথভাবে প্রতিকুলতার মোকাবিলা করাই ভালো। তাই কবির আহ্বান- ‘আয় আরাে বেঁধে বেঁধে থাকি’।
৬. ‘আমাদের ইতিহাস নেই’ – কেন?
উত্তরঃ আমরা এতই সাধারণ যে কবির মনে হয়েছে যে আমাদের ইতিহাস নেই। আসলে, ইতিহাস সাধারণ মানুষের কথা লিখে রাখে না; আমাদের মতো সাধারণ মানুষের ‘চোখ-মুখ ঢাকা’ থাকে ইতিহাসে।
৭. আমরা কেন ‘বারােমাস ভিখারি’?
উত্তরঃ আমাদের অবস্থা ভিখারির মতোই করুণ এবং কখনই এই অবস্থার কোনো পরিবর্তন হয় না। তাই কবি বলেছেন, ‘আমরা ভিখারি বারোমাস’।
৮. ‘আমাদের কথা কে-বা জানে’ – এমন বলার কারণ কী?
উত্তরঃ সাধারণ মানুষ সব অর্থেই সাধারণ বা বিশেষ-পরিচয়হীন হয়। তাই কবি বলেছেন যে আমাদের কথা কেউ জানে না।
৯. আমরা দোরে দোরে ফিরছি কেন?
উত্তরঃ আমরা ‘ভিখারি বারোমাস’ এবং সেইজন্য আমরা দোরে দোরে ফিরছি।
১০. ‘পৃথিবী হয়তাে গেছে মরে’- কেন এমন বলা হয়েছে?
উত্তরঃ চারিদিকে মৃত্যুমিছিল এবং যারা বেঁচে আছে তাদের কাছেও সেই বিভীষিকা থেকে মুক্তি পাওয়ার কোনো পথ ছিল না। তাই কবির এমন মনে হয়েছে।
Google News এ আমাদের ফলো করুন
ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুক, WhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।
Please do not share any spam link in the comment box