আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার MCQ প্রশ্নোত্তর (বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) - Ay Aro Bendhe Bendhe Thaki MCQ Questions and Answers

দশম শ্রেনীর আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার MCQ প্রশ্নোত্তর PDF: প্রতিবছর মাধ্যমিক পরীক্ষায় Ay Aro Bendhe Bendhe Thaki MCQ Questions and Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেনীর আয় আরও বেঁধে বেঁধে থাকি MCQ প্রশ্নোত্তর PDF. নিচে দশম শ্রেনীর আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার MCQ প্রশ্নোত্তর PDF পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।

আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার MCQ প্রশ্নোত্তর (বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) - Ay Aro Bendhe Bendhe Thaki MCQ Questions and Answers




আয় আরও বেঁধে বেঁধে থাকি - শঙ্খ ঘোষ

‘আয় আরও বেঁধে বেঁধে থাকি’ কবিতাটি প্রখ্যাত সাহিত্যিক শঙ্খ ঘোষের ‘জলই পাষাণ হয়ে আছে’ কাব্য সংকলন থেকে গৃহিত হয়েছে। আলোচ্য পোস্টে শঙ্খ ঘোষের ‘আয় আরও বেঁধে বেঁধে থাকি’ কবিতার গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।



আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার MCQ প্রশ্নোত্তর (বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) - Ay Aro Bendhe Bendhe Thaki MCQ Questions and Answers

1. “আমাদের চোখমুখ ঢাকা”—পঙক্তিটির মর্মার্থ হল?

(A) আমাদের পরিচয় কোনোদিনই প্রকাশ পায় না 

(B) আমরা পরিচয় দিতে লজ্জা পাই 

(C) আমরা পরিচয় দিতে ঘৃণা বোধ করি 

(D) আমাদের পরিচয়ের কেউ তোয়াক্কা করে না

উত্তরঃ (A) আমাদের পরিচয় কোনোদিনই প্রকাশ পায় না


2. “আমরা ভিখারি বারোমাস”—কবির এমন মনে হওয়ার কারণ— 

(A) মানুষের দারিদ্র্য দেখে তিনি কুষ্ঠিত 

(B) মানুষের চাহিদা দেখে তিনি লজ্জিত 

(C) মানুষের হতাশা দেখে তিনি ক্ষুব্ধ 

(D) মানুষের দুঃখে তিনি কাতর

উত্তরঃ (B) মানুষের চাহিদা দেখে তিনি লজ্জিত


3. “আমাদের কথা কে-বা জানে”—এ কথা তাদের মনে হয় যারা—

(A) ভিখারি 

(B) সাধারণ মানুষ 

(C) উদ্বাস্তু 

(D) কবি

উত্তরঃ (B) সাধারণ মানুষ


4. ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটি জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের

(A) 1 সংখ্যক কবিতা 

(B) 10 সংখ্যক কবিতা 

(C) 25 সংখ্যক কবিতা 

(D) 31 সংখ্যক কবিতা

উত্তরঃ (D) 31 সংখ্যক কবিতা


5. ‘জলই পাষাণ হয়ে আছে’ কাব্যগ্রন্থটির রচনাকাল—

(A) 1999 খ্রিস্টাব্দ 

(B) 2004-2006 খ্রিস্টাব্দ 

(C) 2007-08 খ্রিস্টাব্দ 

(D) 2000-03 খ্রিস্টাব্দ

উত্তরঃ (D) 2000-03 খ্রিস্টাব্দ


6. ‘জলই পাষাণ হয়ে আছে’ কাব্যগ্রন্থটি কবি শঙ্খ ঘোষ যাঁদের উৎসর্গ করেন, তাঁরা হলেন—

(A) জয়দেব আর সেবন্তী 

(B) অভীক আর মাল 

(C) অরিজিৎ আর রীণা 

(D) শ্রীজাত আর দূর্বা

উত্তরঃ (C) অরিজিৎ আর রীণা


7. “আমাদের ডান পাশে ______”

(A) হিমানীর বাঁধ 

(B) গিরিখাত 

(C) ধস 

(D) বোমারু

উত্তরঃ (C) ধস


8. আমাদের বাঁয়ে রয়েছে

(A) ধস 

(B) গিরিখাত 

(C) বন 

(D) ইতিহাস

উত্তরঃ (B) গিরিখাত


9. আমাদের মাথায় আছে— 

(A) ঘরবাড়ি 

(B) বেঁচে থাকা 

(C) পথ 

(D) বোমারু বিমান

উত্তরঃ (D) বোমারু বিমান


10. আমাদের পায়ে পায়ে রয়েছে— 

(A) ভারী জুতো 

(B) হিমানীর বাঁধ 

(C) কাঁটাতার 

(D) ভিক্ষুকের দল

উত্তরঃ (B) হিমানীর বাঁধ


11. ‘আমাদের পথ’— 

(A) নেই, হারিয়ে গেছে 

(B) ফাঁকা পড়ে আছে 

(C) তৈরি করতে হবে 

(D) জনাকীর্ণ হয়ে আছে

উত্তরঃ (A) নেই, হারিয়ে গেছে


12. “আমাদের ঘর গেছে উড়ে” পঙক্তিটির মর্মার্থ হল, ঘর

(A) আকস্মিক বিপর্যয়ে ধ্বংস হয়ে গেছে 

(B) দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়েছে 

(C) ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি 

(D) আমাদের কোনোদিনই ছিল না

উত্তরঃ (A) আকস্মিক বিপর্যয়ে ধ্বংস হয়ে গেছে


13. “ছড়ানো রয়েছে কাছে দূরে!”কাছে-দূরে ছড়ানো রয়েছে – 

(A) কাটা গাছপালা 

(B) অজস্র বোমারু বিমান 

(C) গিরিখাত 

(D) শিশুদের শব

উত্তরঃ (D) শিশুদের শব



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News

ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুকWhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area