অসুখী একজন কবিতার MCQ প্রশ্নোত্তর (বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) - Asukhi Ekjon MCQ Questions and Answers

দশম শ্রেনীর অসুখী একজন কবিতার MCQ প্রশ্নোত্তর PDF: প্রতিবছর মাধ্যমিক পরীক্ষায় Asukhi Ekjon MCQ Questions and Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেনীর অসুখী একজন MCQ প্রশ্নোত্তর PDF. নিচে দশম শ্রেনীর অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। অসুখী একজন কবিতার MCQ প্রশ্নোত্তর PDF পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।


অসুখী একজন কবিতার MCQ প্রশ্নোত্তর (বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) - Asukhi Ekjon MCQ Questions and Answers




অসুখী একজন - পাবলো নেরুদা

‘অসুখী একজন’ কবিতাটি আসলে পাবলো নেরুদার লেখা স্প্যানিশ কাব্যগ্রন্থ ‘Estravagario’-এর La Desdichada শীর্ষক কবিতাটি যেটি বাংলায় অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। মূল কাব্যগ্রন্থের নাম ‘বিদেশি ফুলে রক্তের ছিটে’। আলোচ্য পোস্টে পাবলো নেরুদার ‘অসুখী একজন’ কবিতার গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।



অসুখী একজন কবিতার MCQ প্রশ্নোত্তর (বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) - Asukhi Ekjon MCQ Questions and Answers


প্রশ্নঃ ‘অসুখী একজন’ কবিতাটি তর্জমা করেছেন— 

(A) সুকান্ত ভট্টাচার্য 

(B) রবীন্দ্রনাথ ঠাকুর 

(C) কাজী নজরুল ইসলাম 

(D) নবারুণ ভট্টাচার্য 

Ans: (D) নবারুণ ভট্টাচার্য


প্রশ্নঃ “ নেমে এল তার মাথার উপর ” — কী নেমে এল ? 

(A) মেঘ 

(B) বছর 

(C) দিন 

(D) মাস 

Ans: (B) বছর


প্রশ্নঃ ‘ আমি ’ কোথায় ঘুমিয়েছিলাম ? 

(A) ঝুলন্ত বিছানায় 

(B) নাটমন্দিরে 

(C) গাছের ছায়ায়

(D) রাস্তায়

Ans: (A) ঝুলন্ত বিছানায়


প্রশ্নঃ “ তারপর যুদ্ধ এল ” –এখানে কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত করেছেন কবি ? 

(A) প্রথম বিশ্বযুদ্ধ

(B) ভারত – চিন যুদ্ধ 

(C) দ্বিতীয় বিশ্বযুদ্ধ

(D) স্পেনের গৃহযুদ্ধ

Ans: (D) স্পেনের গৃহযুদ্ধ


প্রশ্নঃ “ হেঁটে গেল গির্জার এক – । ” ( শূন্যস্থান পূরণ ) 

(A) মৌলবি 

(B) নান 

(C) সন্ন্যাসী 

(D) পুরোহিত 

Ans: (B) নান 


প্রশ্নঃ “ অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে ” – কোথায় দাঁড় করিয়ে রাখে ? 

(A) দরজায় 

(B) রাস্তায় 

(C) বাড়িতে 

(D) লাইব্রেরিতে

Ans: (A) দরজায় 


প্রশ্নঃ ‘ অসুখী একজন ’ কবিতায় কবি কোথায় চলে গেছেন ? 

(A) কাছে 

(B) বাইরে

(C) বারান্দায় 

(D) দূরে 

Ans: (D) দূরে



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News

ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুকWhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area