দশম শ্রেনীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF: প্রতিবছর মাধ্যমিক পরীক্ষায় Astrer Biruddhe Gaan SAQ Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেনীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার প্রশ্ন উত্তর PDF. নিচে দশম শ্রেনীর অস্ত্রের বিরুদ্ধে গান SAQ প্রশ্নোত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। অস্ত্রের বিরুদ্ধে গান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।
অস্ত্রের বিরুদ্ধে গান - জয় গোস্বামী
‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটি প্রখ্যাত সাহিত্যিক জয় গোস্বামীর ‘পাতার পোশাক’ কবিতা সংকলন থেকে গৃহিত হয়েছে। আলোচ্য পোস্টে জয় গোস্বামীর ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতার গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।
অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর - Astrer Biruddhe Gaan SAQ Question Answer
১. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
উত্তরঃ কবিতাটি কবি জয় গোস্বামীর লেখা ‘পাতার পোশাক’ (১৯৯৭) কাব্যগ্রন্থের অন্তর্গত।
২. ‘অস্ত্র রাখাে পায়ে’ – কেন কবির এই আহ্বান?
উত্তরঃ আধুনিককালের অন্যতম শ্রেষ্ঠ কবি জয় গোস্বামীর এই আহ্বান।
৩. ‘গানের বর্ম আজ পরেছি গায়ে’- কেন?
উত্তরঃ বুলেটের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে কবি গানের বর্ম গায়ে পরেছেন।
৪. ‘মাথায় কত শকুন বা চিল’ – এর দ্বারা কবি কী বুঝিয়েছেন?
উত্তরঃ শকুন ও চিল বলতে কবি যুদ্ধবাজ অশুভ শক্তিকে বুঝিয়েছেন।
৫. কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন?
উত্তরঃ কবি গানের পায়ে অস্ত্র রাখতে বলেছেন।
৬. ‘তােমায় নিয়ে বেড়াবে গান’ – কোথায় কোথায় বেড়াবে?
উত্তরঃ গান মানুষকে নির্মল প্রকৃতির শীতল ছায়ায় ঘেরা দেশ-গাঁয়ে নিয়ে বেড়াবে।
৭. ‘গান দাঁড়াল ঋষিবালক’- এই ঋষিবালক কীসের প্রতীক?
উত্তরঃ আলোচ্য কবিতায় ‘ঋষিবালক’ হল পবিত্রতার প্রতীক।
৮. আলোচ্য কবিতায় কে সহস্র উপায়ে গান বাঁধবে বলে কবি উল্লেখ করেছেন?
উত্তরঃ একটি কোকিল সহস্র উপায়ে গান বাঁধবে বলে কবি উল্লেখ করেছেন।
৯. ‘আমি এখন হাজার হাতে পায়ে’- কথাটির অর্থ কী?
উত্তরঃ ‘হাজার হাতে পায়ে’ বলতে কবি হাজার হাজার মানুষের সমবেত প্রয়াসের কথা বলেছেন। সকলকে নিয়ে কবি যুদ্ধের মোকাবিলা করতে এগিয়ে যাবেন।
১০. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় উল্লেখিত যেকোনো তিনটি পাখির উল্লেখ করো।
উত্তরঃ শকুন, চিল, কোকিল পাখির উল্লেখ রয়েছে।
Google News এ আমাদের ফলো করুন
ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুক, WhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।
Please do not share any spam link in the comment box