দশম শ্রেনীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার MCQ প্রশ্নোত্তর PDF: প্রতিবছর মাধ্যমিক পরীক্ষায় Astrer Biruddhe Gaan MCQ Questions and Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেনীর অস্ত্রের বিরুদ্ধে গান MCQ প্রশ্নোত্তর PDF. নিচে দশম শ্রেনীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার MCQ প্রশ্নোত্তর PDF পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।
অস্ত্রের বিরুদ্ধে গান - জয় গোস্বামী
‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটি প্রখ্যাত সাহিত্যিক জয় গোস্বামীর ‘পাতার পোশাক’ কবিতা সংকলন থেকে গৃহিত হয়েছে। আলোচ্য পোস্টে জয় গোস্বামীর ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতার গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।
অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার MCQ প্রশ্নোত্তর (বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) - Astrer Biruddhe Gaan MCQ Questions and Answers
১. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটি কার লেখা?
(ক) জয় গোস্বামী
(খ) শঙ্খ ঘোষ
(গ) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
(ঘ) পাবলো নেরুদা
উত্তরঃ (ক) জয় গোস্বামী
২. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় কথক বা কবি হাত নাড়িয়ে কী তাড়াতে চান?
(ক) বর্শা
(খ) মশা
(গ) মাছি
(ঘ) বুলেট
উত্তরঃ (ঘ) বুলেট
৩. একটি কোকিল গান বাঁধবে-
(ক) শত উপায়ে
(খ) লক্ষ উপায়ে
(গ) অসংখ্য উপায়ে
(ঘ) সহস্র উপায়ে
উত্তরঃ (ঘ) সহস্র উপায়ে
৪. “গান তোমায় নিয়ে বেড়াবে”
(ক) নদীতে
(খ) গ্রামে
(গ) শহরে
(ঘ) বনে-বাদাড়ে
উত্তরঃ (ক) নদীতে
৫. “গান দাঁড়াল”—কে?
(ক) ঋষিকুমার
(খ) ঋষিতনয়
(গ) ঋষিসুন্দর
(ঘ) ঋষিবালক
উত্তরঃ (ঘ) ঋষিবালক
৬. “বর্ম খুলে দ্যাখো আদুড় গায়ে”—কী দেখতে বলা হয়েছে?
(ক) গান ধরেছে ঋষিবালক
(খ) গান দাঁড়াল ঋষিবালক
(গ) গান ভরাল ঋষিবালক
(ঘ) গান করালো ঋষিবালক
উত্তরঃ (খ) গান দাঁড়াল ঋষিবালক
৭. “মাথায় গোঁজা ময়ূরপালক”—কার মাথায় ময়ূরপালক গোঁজা?
(ক) ঋষিবালকের
(খ) ঋষিতনয়ের
(গ) ঋষি সন্তানের
(ঘ) ঋষি তনয়ের
উত্তরঃ (ক) ঋষিবালকের
৮. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতার শেষ পঙক্তিতে কবি অস্ত্র রাখার কথা বলেছেন?
(ক) ঋষিবালকের পায়ে
(খ) গানের’বর্ম-মাঝে
(গ) গানের দুটি পায়ে
(ঘ) প্রাণের সুরের মাঝে
উত্তরঃ (গ) গানের দুটি পায়ে
৯. “মাথায় কত শকুন বা চিল”—পঙক্তিটি যে-কবিতার তার নাম?
(ক) অভিষেক
(খ) আফ্রিকা
(গ) প্রলয়োল্লাস
(ঘ) অস্ত্রের বিরুদ্ধে গান
উত্তরঃ (ঘ) অস্ত্রের বিরুদ্ধে গান
১০. গানের বর্ম রক্ষা করেছে—
(ক) প্রতিবেশীকে
(খ) শত্রুকে
(গ) কবিকে
(ঘ) রাখাল বালককে।
উত্তরঃ (গ) কবিকে
১১. কবি কটা গান জানেন?
(ক) হাজার-হাজার
(খ) শত-শত
(গ) বেশ কয়েকটি
(ঘ) একটা-দুটো।
উত্তরঃ (ঘ) একটা-দুটো।
Google News এ আমাদের ফলো করুন
ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুক, WhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।
Please do not share any spam link in the comment box