আফ্রিকা কবিতার MCQ প্রশ্নোত্তর (বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) - Africa MCQ Questions and Answers

দশম শ্রেনীর আফ্রিকা কবিতার MCQ প্রশ্নোত্তর PDF: প্রতিবছর মাধ্যমিক পরীক্ষায় Africa MCQ Questions and Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেনীর আফ্রিকা MCQ প্রশ্নোত্তর PDF. নিচে দশম শ্রেনীর আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। আফ্রিকা কবিতার MCQ প্রশ্নোত্তর PDF পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।


আফ্রিকা কবিতার MCQ প্রশ্নোত্তর (বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) - Africa MCQ Questions and Answers




আফ্রিকা - রবীন্দ্রনাথ ঠাকুর

‘আফ্রিকা’ কবিতাটি প্রখ্যাত সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পত্রপুট’ কাব্য থেকে গৃহিত হয়েছে। আলোচ্য পোস্টে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ কবিতার গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।



আফ্রিকা কবিতার MCQ প্রশ্নোত্তর (বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) - Africa MCQ Questions and Answers

1. কবি আদিম যুগের যে বিশেষণ ব্যবহার করেছেন তা হল-

[A] অপমানিত

[B] দৃষ্টি অতীত

[C] চেতনাতীত

[D]উদ্ভ্রান্ত

উত্তরঃ [D]উদ্ভ্রান্ত


2. স্রষ্টা নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন, কারণ—

[A] আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাত

[B] নিজের প্রতি অসন্তোষ 

[C] বিভীষিকার প্রচণ্ড মহিমা

[D] সত্যের বর্বর লােভ

উত্তরঃ [B] নিজের প্রতি অসন্তোষ


3. “ছিনিয়ে নিয়ে গেল তােমাকে”-কে ছিনিয়ে নিয়ে গেল?

[A] প্রাচী ধরিত্রী

[B] ছায়াবৃত্ত 

[C] কৃপণ আলাে

[D] রুদ্র সমুদ্রের বাহু

উত্তরঃ [D] রুদ্র সমুদ্রের বাহু


4. আফ্রিকা বিদ্রুপ করছিল—

[A] ভীষণকে

[B] ভয়ংকরকে

[C] নতুন সৃষ্টিকে

[D] শঙ্কাকে

উত্তরঃ [A] ভীষণকে


5. ‘রুদ্র সমুদ্রের বাহু’ আফ্রিকাকে ছিনিয়ে গিয়েছিল যেখান থেকে-

[A] পশ্চিম দিগন্ত থেকে

[B] দেবস্থান থেকে 

[C]প্রাচী ধরিত্রীর বুকের থেকে

[D] সূর্যহারা বনানী থেকে

উত্তরঃ [C]প্রাচী ধরিত্রীর বুকের থেকে


6. ‘নিনাদ’ শব্দটির অর্থ কী?

[A] গর্জন

[B] চিৎকার 

[C] ভয়ংকর শব্দ

[D] শব্দ

উত্তরঃ [D] শব্দ


7. “তােমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পকুল অরণ্যপথে পঙ্কিল হল ধূলি তােমার – মিশে।” (শূন্যস্থান পূরণ করাে)

[A] আফ্রিকার দুর্গম জঙ্গলে

[B] রক্তে অশ্রুতে 

[C] অপমানিত ইতিহাসে

[D] অবরুদ্ধ ইতিহাসে

উত্তরঃ [B] রক্তে অশ্রুতে


8. “শিশুরা খেলছিল —”। (শূন্যস্থান পূরণ করাে)

[A] মাঠে মাঠে

[B] বাষ্পকুল অরণ্যপথে

[C] গুপ্ত গহ্বরে 

[D] মায়ের কোলে

উত্তরঃ [D] মায়ের কোলে


9. মানুষ ধরার দলের নখ ছিল—

[A] শেয়ালের চেয়ে তীক্ষ্ণ

[B] নেকড়ের চেয়ে তীক্ষ্ণ 

[C] হায়নার চেয়ে তীক্ষ্ণ 

[D] সিংহের চেয়ে ধারালাে    

উত্তরঃ [B] নেকড়ের চেয়ে তীক্ষ্ণ


10. প্রদোষকাল’ রুদ্ধশ্বাস কেন?

[A] দ্বার রুদ্ধ থাকায়  

[B] অত্যাচারের আবহাওয়ায়  

[C] ঝঞ্ঝাবাতাসে 

[D] শৌর্যের।

উত্তরঃ [C] ঝঞ্ঝাবাতাসে


11. গুপ্ত গহ্বর থেকে কারা বেরিয়ে এল?

[A] দস্যুরা  

[B] দুষ্কৃতীরা 

[C] পশুরা 

[D]আদিম মানুষেরা 

উত্তরঃ [C] পশুরা


12. পশুরা কী ঘোষণা করল ?

[A] রাত্রির আগমন বার্তা  

[B]দিনের অন্তিমকাল  

[C] অশুভ সময় 

[D]অশনি সংকেত 

উত্তরঃ [B]দিনের অন্তিমকাল


13. কাকে আহ্বান করা হল?

[A] সাহিত্যিককে 

[B] যুগাস্তের কবিকে 

[C] শুভ দিনকে 

[D] শুভ সময়কে

উত্তরঃ [B]  যুগাস্তের কবিকে


14. আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ কবিকে কোথায় দাঁড়াতে অনুরোধ করা হয়েছে ?

[A] আফ্রিকার মাটিতে  

[B] মানহারা মানবীর দ্বারে 

[C] দিনের অস্তিম সময়ের সামনে 

[D] ঝঞ্ঝাবাতাসে।

উত্তরঃ [B] মানহারা মানবীর দ্বারে 


15. দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে;’—উদ্ধৃতাংশে মানহারা মানবী’ বলতে বোঝানো হয়েছে—

[A] আফ্রিকা মহাদেশকে 

[B] বসুধাকে 

[C] ভারতবর্ষকে 

[D] পশ্চিম দুনিয়াকে

উত্তরঃ [A] আফ্রিকা মহাদেশকে


16. যুগান্তের কবিকে কী বলতে বলেছেন কবি?

[A] ক্ষমা করো 

[B] সুন্দরের আরাধনা করো 

[C] অত্যাচার থামাও 

[D] ক্ষমাই শেষ কথা।

উত্তরঃ [A] ক্ষমা করো


17. কীসের মধ্যে সভ্যতার শেষ পুণ্যবাণী ঘোষিত হবে?

[A] মানহারা মানবীর মধ্যে 

[B] যুগাত্তের প্রাস্তে 

[C] হিংস্র প্রলাপের মধ্যে 

[D] দিনের অস্তিমে।

উত্তরঃ [C] হিংস্র প্রলাপের মধ্যে


18. সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী’—সভ্যতার শেষ পুণ্যবাণী-

[A] বিদ্বেষ ত্যাগ করো 

[B] ক্ষমা করো 

[C] ভালোবাসো 

[D] মঙ্গল করো।

উত্তরঃ [B] ক্ষমা করো 



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News

ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুকWhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area