অদল বদল গল্পের MCQ প্রশ্নোত্তর (বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) - Adal Badal MCQ Questions and Answers

দশম শ্রেনীর অদল বদল গল্পের MCQ প্রশ্নোত্তর PDF: প্রতিবছর মাধ্যমিক পরীক্ষায় Adal Badal MCQ Questions and Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেনীর অদল বদল MCQ প্রশ্নোত্তর PDF. নিচে দশম শ্রেনীর অদল বদল গল্পের প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। অদল বদল গল্পের MCQ প্রশ্নোত্তর PDF পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।


অদল বদল গল্পের MCQ প্রশ্নোত্তর (বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) - Adal Badal MCQ Questions and Answers




অদল বদল - পান্নালাল প্যাটেল


গুজরাতি ভাষার বিখ্যাত লেখক পান্নালাল প্যাটেলের লেখা ছোটোগল্প হল ‘অদল বদল’। গল্পটি বাংলায় অনুবাদ করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। আলোচ্য পোস্টে পান্নালাল প্যাটেলের ‘অদল বদল’ গল্পের গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।



অদল বদল গল্পের MCQ প্রশ্নোত্তর (বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) - Adal Badal MCQ Questions and Answers

১. যে-দিনের পড়ন্ত বিকেলের কাহিনি গল্পে তুলে ধরা হয়েছে, সেদিন ছিল

(ক) দুর্গাপূজা 

(খ) হোলি 

(গ) বড়োদিন

(ঘ) বুদ্ধপূর্ণিমা

উত্তরঃ (খ) হোলি


২. গ্রামের একদল ছেলে কোন গাছের নীচে জড়ো হয়েছিল?

(ক) নিমগাছ 

(খ) আমগাছ 

(গ) জামগাছ 

(ঘ) বটগাছ

উত্তরঃ (ক) নিমগাছ


৩. অমৃতের বয়স কত বছর?

(ক) দশ বছর 

(খ) ন-বছর 

(গ) এগারো বছর 

(ঘ) বারো বছর

উত্তরঃ (ক) দশ বছর


৪. অমৃত ও ইসাবের কোন জিনিসটি একই রকম?

(ক) প্যান্ট 

(খ) জামা 

(গ) টুপি 

(ঘ) হাতঘড়ি

উত্তরঃ (খ) জামা


৫. অমৃত কুস্তি করলে কে তাকে ঠ্যাঙাবে?

(ক) তার বাবা 

(খ) তার কাকা 

(গ) তার মা 

(ঘ) তার জ্যাঠা

উত্তরঃ (গ) তার মা


৬. “এদের বাড়ি দুটোও মুখোমুখি।”—বাড়ি দুটি কোথায় ?

(ক) গতির মোড়ে 

(খ) শহরের মাঝখানে 

(গ) রাস্তার মোড়ে 

(ঘ) মাঠের ধারে

উত্তরঃ (গ) রাস্তার মোড়ে


৭. “দুই বন্ধুতে মিলে শান-বাঁধানো ফুটপাথে এসে বসতে…।”—দুই বন্ধু।

(ক) কৃষাণ ও ইসাব

 (খ) কৃশানু ও ইসাব 

(গ) অমৃত ও ইসাব 

(ঘ) অমৃত ও বিমল

উত্তরঃ (গ) অমৃত ও ইসাব


৮. ইসাবের মতো জামা না-পেলে অমৃত কোথায় যাবে না?

(ক) মামার বাড়ি 

(খ) মাসির বাড়ি 

(গ) পিসির বাড়ি 

(ঘ) স্কুলে

উত্তরঃ (ঘ) স্কুলে


৯. “এসো, আমরা কুস্তি লড়ি।”—এই কথাটি কার গলা জড়িয়ে ধরে বলা হয়েছিল?

(ক) অমৃতের 

(খ) ইসাবের 

(গ) কালিয়ার 

(ঘ) পাঠানের

উত্তরঃ (ক) অমৃতের


১০. “মেজাজ চড়ে গেল।”—কার?

(ক) ইসাবের 

(খ) ইসাবের বাবার 

(গ) অমৃতের 

(ঘ) কালিয়ার

উত্তরঃ (ক) ইসাবের


১১. “আয়, আমি তোর সঙ্গে লড়ব।”—এই কথাটি কে বলেছে?

(ক) অমৃত 

(খ) ইসাব 

(গ) কালিয়া 

(ঘ) পাঠান

উত্তরঃ (খ) ইসাব


১২. কার জামার পকেট ও ছ ইঞ্চি পরিমাণ কাপড় ছিড়ে গেছে?

(ক) অমৃতের 

(খ) কালিয়ার 

(গ) ইসাবের 

(ঘ) পাঠানের

উত্তরঃ (গ) ইসাবের


১৩. “কিছুটা যেতেই অমৃতের নজরে এল…।”—কী নজরে পড়েছিল ?

(ক) তার বাবা আসছে

(খ) তার মা আসছে 

(গ) ইসাবের জামার পকেটের ছ-ইঞ্চি পরিমাণ কাপড় ছিড়ে গেছে 

(ঘ) কালিয়া তার দলবল নিয়ে তাদের দিকে আসছে

উত্তরঃ (গ) ইসাবের জামার পকেটের ছ-ইঞ্চি পরিমাণ কাপড় ছিড়ে গেছে


১৪. “এমন সময় শুনতে পেল…।”—কী শুনতে পেল?

(ক) ইসাবের বাবা কালিয়াকে ডাকছে 

(খ) ইসাবের বাবা ইসাবকে ডাকছে 

(গ) ইসাবের বাবা অমৃতকে ডাকছে 

(ঘ) ইসাবের মা ইসাবকে ডাকছে

উত্তরঃ (খ) ইসাবের বাবা ইসাবকে ডাকছে


১৫. “তোর কী হবে, তুই কী করবি?”—কথাটি কে বলেছে?

(ক) অমৃত 

(খ) পাঠান 

(গ) কালিয়া 

(ঘ) ইসাব

উত্তরঃ (ঘ) ইসাব


১৬. “একটা সুচসুতো নিয়ে হেঁড়া জামাটা রিফু করে দিলেন।”—কে দিলেন ?

(ক) ইসাবের বাবা 

(খ) অমৃতের মা 

(গ) ইসাবের মা 

(ঘ) ইসাবের দিদি

উত্তরঃ (ঘ) ইসাবের দিদি


১৭. অদল বদল’ গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে কার কানে গেল?

(ক) অমৃতের 

(খ) গ্রামপ্রধানের 

(গ) ইসাবের 

(ঘ) কালিয়ার

উত্তরঃ (খ) গ্রামপ্রধানের


১৮. “ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে।”—‘ও’ কে?

(ক) অমৃতের মা 

(খ) অমৃত 

(গ) ইসাব 

(ঘ) কালিয়া

উত্তরঃ (খ) অমৃত



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News

ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুকWhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area