দশম শ্রেনীর অভিষেক কবিতার MCQ প্রশ্নোত্তর PDF: প্রতিবছর মাধ্যমিক পরীক্ষায় Abhishek MCQ Questions and Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেনীর অভিষেক MCQ প্রশ্নোত্তর PDF. নিচে দশম শ্রেনীর অভিষেক কবিতার প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। অভিষেক কবিতার MCQ প্রশ্নোত্তর PDF পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।
অভিষেক - মাইকেল মধুসূদন দত্ত
‘অভিষেক’ কবিতাটি প্রখ্যাত সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ’ মহাকাব্য থেকে গৃহিত হয়েছে। আলোচ্য পোস্টে মাইকেল মধুসূদন দত্তের ‘অভিষেক’ কবিতার গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।
অভিষেক কবিতার MCQ প্রশ্নোত্তর (বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) - Abhishek MCQ Questions and Answers
1. মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল –
(A) 1801-1891 খ্রিস্টাব্দ
(B) 1861-1841 খ্রিস্টাব্দ
(C) 1824-1873 খ্রিস্টাব্দ
(D) 1800-1861 খ্রিস্টাব্দ
উত্তরঃ (C) 1824-1873 খ্রিস্টাব্দ
2. ‘মেঘনাদবধ কাব্য’ প্রকাশিত হয় –
(A) 1847 খ্রিস্টাব্দে
(B) 1857 খ্রিস্টাব্দে
(C) 1851 খ্রিস্টাব্দে
(D) 1861 খ্রিস্টাব্দে
উত্তরঃ (D) 1861 খ্রিস্টাব্দে
3. ‘মেঘনাদবধ কাব্য’-এর সর্গসংখ্যা—
(A) চারটি
(B) পাঁচটি
(C) আটটি
(D) নয়টি
উত্তরঃ (D) নয়টি
4. ‘অভিষেক’ শীর্ষক কাব্যাংশটি ‘মেঘনাদবধ কাব্য’-এর –
(A) প্রথম সর্গের অন্তর্গত
(B) দ্বিতীয় সর্গের অন্তর্গত
(C) তৃতীয় সর্গের অন্তর্গত
(D) ষষ্ঠ সর্গের অন্তর্গত
উত্তরঃ (A) প্রথম সর্গের অন্তর্গত
5. ‘অভিষেক’ শীর্ষক কাব্যাংশটি ‘মেঘনাদবধ কাব্য’-এর যে সর্গ থেকে গৃহীত, তার নাম –
(A) অভিষেক
(B) বধ
(C) সমাগম
(D) প্রেতপুরী
উত্তরঃ (A) অভিষেক
6. “কনক-আসন ত্যজি, বীরেন্দ্রকেশরী…”-বীরেন্দ্রকেশরী’ হলেন—
(A) রাবণ
(B) বিভীষণ
(C) ইন্দ্রজিৎ
(D) কুম্ভকর্ণ
উত্তরঃ (C) ইন্দ্রজিৎ
7. “কনক-আসন ত্যজি, বীরেন্দ্রকেশরী ইন্দ্রজিৎ, প্রণমিয়া…” ইন্দ্রজিৎ কাকে প্রণাম করেছিল?
(A) রাবণ
(B) চিত্রাঙ্গদা
(C) মন্দোদরী
(D) ধাত্রী
উত্তরঃ (D) ধাত্রী
8. “কি হেতু, মাতঃ, গতি তব আজি/এ ভবনে…?”—ইন্দ্রজিৎ এ কথা জিজ্ঞাসা করেছেন –
(A) মন্দোদরী দেবীকে
(B) প্রমীলাকে
(C) সীতাদেবীকে
(D) প্রভাষাবেশী লক্ষ্মীকে
উত্তরঃ (D) প্রভাষাবেশী লক্ষ্মীকে
9. “কি হেতু, মাতঃ, গতি তব আজি/এ ভবনে? কহ দাসে..”—ইন্দ্রজিৎ ধাত্রীর কাছে কী জানতে চেয়েছিলেন? –
(A) বীরবাহুর কথা
(B) রাবণের নির্দেশ
(C) লঙ্কার কুশলসংবাদ
(D) প্রমীলার কুশলসংবাদ
উত্তরঃ (C) লঙ্কার কুশলসংবাদ
10. “ছদ্মবেশী অম্বুরাশি সুতা/উত্তরিলা”—‘অম্বরাশি সুতা’ যাঁর সম্পর্কে বলা হয়েছে, তিনি হলেন—
(A) মায়াদেবী
(B) চিত্রাঙ্গদা
(C) লক্ষ্মী
(D) সীতা
উত্তরঃ (C) লক্ষ্মী
11. “কহ দাসে…”—ইন্দ্রজিৎ জানতে চেয়েছেন—
(A) রাবণের চিন্তার কারণ
(B) বিভীষণের অবস্থান
(C) রাবণের শারীরিক অবস্থা
(D) লঙ্কাপুরীর কুশলবার্তা
উত্তরঃ (D) লঙ্কাপুরীর কুশলবার্তা
12. “হায়! পুত্ৰ, কি আর কহিব।কনক-লঙ্কার দশা!” বক্তা লঙ্কার কথা বলার ক্ষেত্রে হতাশা প্রকাশ করেছেন, কারণ—
(A) ঘোরতর যুদ্ধে কুম্ভকর্ণের মৃত্যু হয়েছে
(B) ঘোরতর যুদ্ধে বীরবাহুর মৃত্যু হয়েছে
(C) ঘোরতর যুদ্ধে রাবণরাজার মৃত্যু হয়েছে
(D) ঘোরতর যুদ্ধে সারণের মৃত্যু হয়েছে
উত্তরঃ (B) ঘোরতর যুদ্ধে বীরবাহুর মৃত্যু হয়েছে
13. “ঘোরতর রণে, হত প্রিয় ভাই তব…”এই ‘প্রিয় ভাই’ হল—
(A) বীরবাহু
(B) লক্ষ্মণ
(C) কুম্ভকর্ণ
(D) নিশুম্ভ
উত্তরঃ (A) বীরবাহু
14. “তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি”–রাক্ষসাধিপতি রাবণ যার শোকে কাতর, তিনি হলেন –
(A) প্রমীলা
(B) চিত্রাঙ্গদা
(C) মন্দোদরী
(D) বীরবাহু
উত্তরঃ (D) বীরবাহু
15. “সসৈন্যে সাজেন আজি ঝঝিতে আপনি।”—কার কথা বলা হয়েছে? –
(A) দেবরাজ ইন্দ্র
(B) ইন্দ্রজিৎ
(C) রাক্ষসরাজ রাবণ
(D) রাঘব
উত্তরঃ (C) রাক্ষসরাজ রাবণ
16. “জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া; — ‘এই মহাবাহু’ হলেন—
(A) রাবণ
(B) ইন্দ্রজিৎ
(C) রামচন্দ্র
(D) বীরবাহ
উত্তরঃ (B) ইন্দ্রজিৎ
17. “জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া” “মহাবাহু’র বিস্ময়ের কারণ—
(A) তিনি তার অনুজ বীরবাহুর মৃত্যুসংবাদ শুনেছেন
(B) তিনি ধাত্রীর কাছে লঙ্কার পরাজয়ের কথা শুনেছেন
(C) তিনি ধাত্রীর কাছে তার অভিষেকের কথা শুনেছেন
(D) তিনি ধাত্রীর কাছে রাবণের যুদ্ধে অবতীর্ণ হওয়ার কথা শুনেছেন
উত্তরঃ (A) তিনি তার অনুজ বীরবাহুর মৃত্যুসংবাদ শুনেছেন
18. “কি কহিলা, ভগবতি?” ভগবতী বলেছেন –
(A) ঘোরতরে যুদ্ধে কুম্ভকর্ণ প্রয়াত হয়েছেন
(B) ঘোরতর যুদ্ধে বীরবাঙ্কুর মৃত্যু ঘটেছে
(C) রাবণ ইন্দ্রজিৎকে সেনাপতি হিসেবে বরণ করতে চলেছেন
(D) ইন্দ্রজিৎ যেন নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ শেষ করে যুদ্ধে যান
উত্তরঃ (B) ঘোরতর যুদ্ধে বীরবাঙ্কুর মৃত্যু ঘটেছে
Google News এ আমাদের ফলো করুন
ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুক, WhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।
Please do not share any spam link in the comment box