বৈদিক যুগের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - Vedic Age Important Questions Answers

বৈদিক যুগের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Vedic Age Important Questions Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বৈদিক যুগের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF. নিচে Vedic Age Important Questions Answers PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। বৈদিক যুগের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।


বৈদিক যুগের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - Vedic Age Important Questions Answers



প্রশ্ন: বেদের শেষ ভাগের নাম কী ?


উত্তরঃ- বেদের শেষ ভাগের নাম অথর্ব।


প্রশ্ন: বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয় ?


উত্তরঃ- উপনিষদকে বৈদিক সাহিত্যের বেদান্ত বলা হয়।


প্রশ্ন: বেদ কবে রচিত হয় ?


উত্তরঃ- খ্রিষ্টপূর্ব ১,৫০০ – ১০০০ অব্দেরমধ্যে বেদ রচনা করা হয় বলে অনুমান করা হয়ে থাকে।


প্রশ্ন: বেদের কয়টি ভাগ আছে ও কী কী ?


উত্তরঃ- বেদের চারটি ভাগ আছে – যথা: ঋক,সাম,যজু, ও অথর্ব।


প্রশ্ন: প্রত্যেক বেদের কয়টি অংশ ও কী কী ?


উত্তরঃ- প্রত্যেক বেদের চারটি অংশ, যথা – সংহিতা, ব্রাহ্মণ, আরন্যক এবং উপনিষদ বা বেদান্ত।


প্রশ্ন: কী ভাবে বেদ কথাটির উৎপত্তি হয় ?


উত্তরঃ- বিদ শব্দ থেকে বেদ কথাটির উৎপত্তি হয়, বিদ শব্দের অর্থ হল জ্ঞান।


প্রশ্ন: গৃহপতি বা কুলপা কাকে বলা হত ?


উত্তরঃ- বৈদিক যুগের কোনো পরিবারের কর্তাকে গৃহপতি বা কুলপা বলা হত।


প্রশ্ন: বৈদিক যুগের কয়েক জন বিদুষী নারীর নাম করো ?


উত্তরঃ- বৈদিক যুগের কয়েক জন বিদুষী নারীর নাম হল অন্ডালা, ঘোষ, মমতা, লোপামুদ্রা প্রভৃতি।


প্রশ্ন: আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কী ?


উত্তরঃ- আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম ব্রহ্মচর্য।


প্রশ্ন: আর্যদের চতুরাশ্রমের সর্বশেষ আশ্রমের নাম কী ?


উত্তরঃ- আর্যদের চতুরাশ্রমের সর্বশেষ আশ্রমের নাম সন্ন্যাসাশ্রম।


প্রশ্ন: বৈদিক যুগের প্রচলিত মুদ্রার নাম কী ?


উত্তরঃ- বৈদিক যুগের প্রচলিত মুদ্রার নাম ‘নিষ্ক’ ও ‘মনা’।


প্রশ্ন: ঋকবৈদিক যুগের সমাজে কৃষক ছাড়াও অপর কয়েকটি বৃত্তিজীবি মানুষের নাম করো ?


উত্তরঃ- ঋকবৈদিক যুগের সমাজে কৃষক ছাড়াও অপর কয়েকটি বৃত্তিজীবি মানুষের নাম হল সূত্রধর, চর্মকার, ছুতোর, তাঁতি, কুমোর, প্রভৃতি।


প্রশ্ন: বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম কী ছিল ?


উত্তরঃ- বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম ছিল গোরু।


প্রশ্ন: আর্যদের বিনিময় প্রথার প্রধান মাধ্যম কী ছিল ?


উত্তরঃ- আর্যদের বিনিময় প্রথার প্রধান মাধ্যম ছিল গোরু।


প্রশ্ন: বৈদিক সভ্যতা কী ?


উত্তরঃ- বেদকে ভিত্তি করে যে সভ্যতা গড়ে ওঠেছে তাই বৈদিক সভ্যতা।


প্রশ্ন: বৈদিক সভ্যতার স্রষ্টা কারা ?


উত্তরঃ- বৈদিক সভ্যতার স্রষ্টা হল আর্যরা।


প্রশ্ন: ঋকবেদে বলি শব্দটি কী অর্থে ব্যবহৃত হত ?


উত্তরঃ- ঋকবেদে বলি শব্দটি কর নেওয়া অর্থে ব্যবহৃত হত।


প্রশ্ন: উপনিষদ কী ?


উত্তরঃ- উপনিষদ হল বেদের একটি অন্যতম দার্শনিক বিভাগ।


প্রশ্ন: চতুর্বেদ ছাড়াও অপর একটি বৈদিক সাহিত্যের নাম করো ?


উত্তরঃ- চতুর্বেদ ছাড়াও অপর একটি বৈদিক সাহিত্যের নাম বেদাঙ্গ।


প্রশ্ন: বৈদিক যুগের দুটি জনসভার নাম করো যারা রাজশক্তিকে নিয়ন্ত্রণ করতে পারত ?


উত্তরঃ- সভা ও সমিতি-নামে দুটি জনসভা রাজশক্তিকে নিয়ন্ত্রণ করতে পারত।


প্রশ্ন: বৈদিক আর্যদের প্রধান ভাষা কী ছিল ?


উত্তরঃ- বৈদিক আর্যদের প্রধান ভাষা ছিল সংস্কৃত।


প্রশ্ন: দশরাজার যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে ?


উত্তরঃ- দশরাজার যুদ্ধকাহিনী ঋকবেদে লিপিবদ্ধ আছে।


প্রশ্ন: বৈদিক যুগের প্রধান উপাস্য দেবতা কারা ছিলেন ?


উত্তরঃ- বৈদিক যুগের প্রধান উপাস্য দেবতা ছিলেন পৃথিবী, মরুৎ, রুদ্র, অগ্নি, উষা, ইন্দ্র, সূর্য প্রভৃতি।


প্রশ্ন: পরবর্তী বৈদিক যুগের দু-জন বিদুষী নারীর নাম করো ?


উত্তরঃ- পরবর্তী বৈদিকযুগের দু-জন বিদুষী নারীর নাম হল মৈত্রেয়ী ও গার্গী।


প্রশ্ন: পরবর্তী বৈদিকযুগে উদ্ভুত দুটি নগরের নাম করো ?


উত্তরঃ- পরবর্তী বৈদিকযুগে উদ্ভুত দুটি নগরের নাম হস্তিনাপুর ও কৌশাম্বী।


প্রশ্ন: প্রাচীন ভারতের কোন যুগে প্রথম গিল্ড বা ব্যবসায়ী সংঘ গড়ে ওঠে ?


উত্তরঃ- প্রাচীন ভারতের পরবর্তী বৈদিক যুগে প্রথম গিল্ড বা ব্যবসায়ী সংঘ গড়ে ওঠে।


প্রশ্ন: বৈদিক যুগের শেষের দিকে ধনশালী বণিক শ্রেণীকে কী বলা হত ?


উত্তরঃ- বৈদিক যুগের শেষের দিকে ধনশালী বণিক শ্রেণীকে শ্রেষ্ঠী বা সেটঠি বলা হত।


প্রশ্ন: গৃহপতি বলতে কী বোঝো ?


উত্তরঃ- বৈদিক পরবর্তী যুগে গ্রামাঞ্চলে গৃহপতি নামে একটি অত্যন্ত বিত্তশালী কৃষক সম্প্রদায়ের উৎপত্তি হয়েছিল এবং এরা সাধারণত বৈশ্য শ্রেণীভুক্ত ছিল।


প্রশ্ন: শ্রেষ্ঠী বা সেটঠি বলতে কী বোঝো ?


উত্তরঃ- বৈদিক পরবর্তী যুগে বৈশ্য সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত বিত্তশালী বণিক শ্রেণীর উৎপত্তি হয়ে এবং এরা শ্রেষ্ঠী বা সেটঠি নামে পরিচিত।


Also Read:



বৈদিক যুগের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - Vedic Age Important Questions Answers



Download বৈদিক যুগের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - Vedic Age Important Questions Answers PDF


File Details:-

File Name:- বৈদিক যুগের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর [www.sikkharpragati.com]
File Format:- PDF
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive

Download: Click Here to Download




Also Read:

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area