ইতিহাস প্রশ্ন উত্তর - Top History Questions Answers Pdf

ইতিহাস প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Top History Questions Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস প্রশ্ন উত্তর PDF. নিচে Top History Questions Answers PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ইতিহাস প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।


ইতিহাস প্রশ্ন উত্তর Pdf - Top History Questions Answers Pdf



1. ”ভারতীয় বিপ্লবীদের জননী” নামে কে খ্যাত? 


Ans: মাদাম কামা


2. স্থানীয় স্বায়ত্তশাসন আইন কে পাশ করেন? 


Ans: লর্ড রিপন


3. ‘বিধবা বিবাহ আইন’ পাশের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 


Ans: লর্ড বেন্টিঙ্ক


4. ‘আমার কথা দিয়ে নয়, কাজ নিয়ে আমাকে বিচার করুন।‘ –এ কথা কে বলেছিলেন? 


Ans: লর্ড রিপন


5. ‘নাদওয়াৎ-অল-উলেমা’ কে প্রতিষ্ঠা করেন? 


Ans: গোলাম আহমেদ


6. মুঘল ভারতে কে “জিন্দাপীর” নামে পরিচিত? 


Ans: ঔরঙ্গজেব


7. ”অন্ধ কবিতার পিতামহ” কাকে বলা হয়? 


Ans: পেদ্দান


8. ‘টাইমস অব ইন্ডিয়া’ প্রথম প্রকাশিত হয়? 


Ans: 1858


9. 1857 সালের মহাবিদ্রোহকে “একটি পরিকল্পিত স্বাধীনতার যুদ্ধ ” এই বলে কে অভিহিত করেন? 


Ans: বিনায়ক দামোদর সাভারকর


10. আদি কংগ্রেসের সম্মেলনকে “তিন দিনের তামাসা ” বলে কে উক্তি করেন? 


Ans: অশ্বিনী কুমার দত্ত


11. পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের নির্ধারিত আসন সংখ্যা? 


Ans: 50 শতাংশ


12. ‘মহাযাত্রা’ রচনা করেন? 


Ans: ফকিরমোহন সেনাপতি


13. বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয় কোন্‌ সালে? 


Ans: 1885


14. মাজুলী দ্বীপ কোথায় অবস্থিত? 


Ans: বহ্মপুত্র নদীতে,আসামে


15. ল্যাম্পস (LAMPS) কাকে বলে? 


Ans: বৃহৎ বহুমুখী সমবায় সমিতি


16. ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের নাম কী? 


Ans: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া


17. সারা ভারতের আপৎকালীন অবস্থা কে জারি করতে পারেন? 


Ans: রাষ্ট্রপতি


18. সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি কোন রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন? 


Ans: ধারা 356


19. বর্গাদার প্রথা প্রথমে প্রয়োগ করা হয়? 


Ans: পশ্চিমবঙ্গে


20. ট্রাইসেম (TRYSEM) প্রকল্পের উদ্দেশ্য? 


Ans: গ্রামীণ যুবকদের স্বনিযুক্তির প্রশিক্ষণ দেওয়া


21. ”Let a hundred flowers bloom” উক্তিটি কার? 


Ans: মাও সে তুং


22. ”হিন্দুস্থানের তোতাপাখী “কোন সুলতানি কবিকে বলা হয়? 


Ans: আমির খসরু


23. সুলতানি যুগে” প্রকৃত রাজা ” কে ছিলেন? 


Ans: ইলতুৎমিস


24. ”আধুনিক ভারতের প্রবক্তা ” কাকে বলা হয়? 


Ans: রাজা রামমোহন রায়


25. গুপ্ত বংশের কোন রাজা “লিচ্ছবিদৌহিত্র ” নামে পরিচিত? 


Ans: সমুদ্রগুপ্ত


26. কাকে বলা হয় ” ভারতীয় রেনেশাঁসের ভোরের শুকতারা”? 


Ans: রাজা রামমোহন রায়


27. কে ‘অমিত্রঘাত’ নামে পরিচিত? 


Ans: বিন্দুসার


28. ”সনাতনপন্থী সংস্কারক ” কাকে বলা হয়? 


Ans: বিদ্যাসাগর


29. ”সীমান্ত গান্ধী “নামে কে পরিচিত? 


Ans: আব্দুল গফফর খাঁন


Also Read:



ইতিহাস প্রশ্ন উত্তর Pdf - Top History Questions Answers Pdf



Download ইতিহাস প্রশ্ন উত্তর Pdf - Top History Questions Answers Pdf


File Details:-

File Name:- ইতিহাস প্রশ্ন উত্তর [www.sikkharpragati.com]
File Format:- PDF
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive

Download: Click Here to Download




Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area