ভারতের সংবিধানের ১২টি তফসিল PDF - Schedule Of The Constitution Of India PDF

ভারতের সংবিধানের ১২টি তফসিল PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Schedule Of The Constitution Of India PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের সংবিধানের ১২টি তফসিল PDF. নিচে Schedule Of The Constitution Of India PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ভারতের সংবিধানের ১২টি তফসিল PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।


ভারতের সংবিধানের ১২টি তফসিল PDF - Schedule Of The Constitution Of India PDF



ভারতের সংবিধানের ১২টি তফসিল
তফসিল বিষয়
1st তফসিল রাজ্য সমূহ ও কেন্দ্রশাসিত অঞ্চল সমূহের নাম, এক্তিয়ার, এলাকা সম্পর্কিত
2nd তফসিল রাষ্ট্রপতি, রাজ্যপালগন, সুপ্রিমকোর্টের ও হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য ন্যায় বিচারপতিগন, কম্পট্রোলার এবং অডিটর জেনারেল প্রমুখদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা
3rd তফসিল কেন্দ্রীয় মন্ত্রী, সংসদ, সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতিগণ, বিধানসভার সদস্যগণ রাজ্যমন্ত্রীগন, কম্পট্রোলার এবং অডিটর জেনারেল প্রমুখের শপথ গ্রহণ এবং প্রতিজ্ঞাপূর্বক কথন
4th তফসিল বিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যসভার আসন বন্টন
5th তফসিল বিভিন্ন তালিকাভুক্ত এলাকা গুলির শাসনব্যবস্থার বিধান ও নিয়ন্ত্রণ
6th তফসিল অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং অরুনাচলপ্রদেশ রাজ্যের বিভিন্ন উপজাতিভুক্ত এলাকার শাসনব্যবস্থার নিয়মাবলী
7th তফসিল তিনটি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন ব্যবস্থা
8th তফসিল সংবিধান স্বীকৃত ২২টি ভারতীয় ভাষার নামের তালিকা
9th তফসিল প্রথম সংবিধান সংশোধনী আইন, (১৯৫১) বলে এই তালিকার সৃষ্ট। ভূমি সংস্কার, জমিদারী প্রথার বিলোপ, রেলওয়ে, শিল্প সম্পর্কিত বিভিন্ন আইন ও নির্দেশ অন্তর্ভুক্ত
10th তফসিল ৫২-তম সংবিধান সংশোধনী আইন (১৯৮৫) বলে এই তালিকার সৃষ্ট। দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত ধারার ব্যবস্থা
11th তফসিল ৭৩-তম সংবিধান সংশোধনী আইন (১৯৯২) বলে এই তালিকার সৃষ্ট। এতে পঞ্চায়েত সম্পর্কিত বিভিন্ন ধারা রয়েছে।
12th তফসিল ১৯৯২ সালের ৭৪তম সংবিধান সংশোধনী আইন দ্বারা এই তালিকার সৃষ্টি। নগরপালিকা বা পৌরসভা সম্পর্কিত বিষয় এতে অন্তর্ভুক্ত হয়েছে।


Also Read:



ভারতের সংবিধানের ১২টি তফসিল PDF - Schedule Of The Constitution Of India PDF



Download ভারতের সংবিধানের ১২টি তফসিল PDF - Schedule Of The Constitution Of India PDF


File Details:-

File Name:- ভারতের সংবিধানের ১২টি তফসিল [www.sikkharpragati.com]
File Format:- PDF
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive

Download: Click Here to Download




Also Read:

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area