জৈন ধর্ম এবং মহাবীর প্রশ্নোত্তর ইতিহাস GK PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Jainism and Mahavira Question Answer History GK PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জৈন ধর্ম এবং মহাবীর প্রশ্নোত্তর ইতিহাস GK PDF. নিচে Jainism and Mahavira Question Answer History GK PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। জৈন ধর্ম এবং মহাবীর প্রশ্নোত্তর ইতিহাস GK PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
জৈন ধর্ম এবং মহাবীর প্রশ্নোত্তর ইতিহাস GK - Jainism and Mahavira Question Answer History GK
১. জৈন ধর্মের প্রধান বৈশিষ্ট্য কি?
উত্তরঃ অহিংসা
২. জৈনদের প্রধান ধর্মগুরুরা কি নামে পরিচিত?
উত্তরঃ তীর্থঙ্কর
৩. জৈন ধর্মের প্রচারকগণ কি নামে পরিচিত?
উত্তরঃ তীর্থঙ্কর
৪. জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করের নাম কি?
উত্তরঃ ঋসভদেব
৫. ঋসভদেব-এর প্রতীক কি ছিল?
উত্তরঃ ষাড়
৬. জৈনদের শেষ তীর্থঙ্করের নাম কি?
উত্তরঃ মহাবীর
৭. জৈন ধর্মের ২৪ (চব্বিশ) তম তীর্থঙ্করের নাম কি?
উত্তরঃ মহাবীর
৮. মহাবীর-এর প্রতীক কি ছিল?
উত্তরঃ সিংহ
৯. জৈনদের ২৩ তম তীর্থঙ্করের নাম কি?
উত্তরঃ পার্শ্বনাথ বা পরেশনাথ
১০. পার্শ্বনাথ বা পরেশনাথ–এর প্রতীক কি ছিল?
উত্তরঃ সাপ
১১. জৈন ধর্মে চতুর্যাম কোন তীর্থঙ্কর প্রবর্তন করেছিলেন?
উত্তরঃ পার্শ্বনাথ বা পরেশনাথ
১২. চতুর্যামের কয়টি নীতি ও কি কি?
উত্তরঃ চারটি- অহিংসা, সত্য, অচৌর্য্য এবং অপরিগ্রহ।
১৩. পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্যামের সঙ্গে মহাবীর কোন আদর্শটি যুক্ত করেছিলেন?
উত্তরঃ সূচীতা বা ব্রহ্মচর্য
১৪. মহাপঞ্চব্রত কি?
উত্তরঃ অহিংসা, সত্য, অচৌর্য্য, অপরিগ্রহ এবং সূচীতা বা ব্রহ্মচর্য-কে একত্রে মহাপঞ্চব্রত বলা হয়।
১৫. মহাবীর এর পিতৃদত্ত নাম কি?
উত্তরঃ বর্ধমান
১৬. মহাবীর এর পিতা ও মাতার নাম কি?
উত্তরঃ পিতার নাম- সিদ্ধার্থ, মাতার নাম- ত্রিশলা
১৭. মহাবীর এর স্ত্রীর নাম কি?
উত্তরঃ যশোদা
১৮. মহাবীর কবে এবং কোথায় জন্মেছিলেন?
উত্তরঃ আনুমানিক 540 খ্রীঃ পূর্বাব্দে বিহারের বৈশালীর কুন্দপুরে।
- বর্তমানে বিহারের মুজাফফরপুর
১৯. জৈনরা কয়টি সম্প্রদায়ে বিভক্ত ছিল?
উত্তরঃ দুইটি সম্প্রদায়ে- শ্বেতাম্বর এবং দিগম্বর
- শ্বেতাম্বর- সাদা বস্ত্র পরিহিত ব্যাক্তি।
- দিগম্বর- বস্ত্রহীন, এরা কোনো পোশাক পরিধান করত না।
২০. কল্পসূত্র গ্রন্থটি কে রচনা করেছেন?
উত্তরঃ ভদ্রবাহূ।
- এটি জীবনীমূলক গ্রন্থ। এতে জৈন তীর্থঙ্করদের বিশেষ করে পার্শ্বনাথ এবং মহাবীর-এর জীবনী বর্নিত রয়েছে।
২১. জৈন দের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?
উত্তরঃ দ্বাদশ অঙ্গ
২২. জৈন দের প্রধান ধর্মগ্রন্থ দ্বাদশ অঙ্গ কোন ভাষায় রচিত?
উত্তরঃ প্রাকৃত ভাষায়
২৩. দক্ষিন ভারতে কার নেতৃত্বে জৈন ধর্মের প্রচার ঘটেছিল?
উত্তরঃ ভদ্রবাহূ
২৪. উত্তর ভারতে কার নেতৃত্বে জৈন ধর্মের প্রচার ঘটেছিল?
উত্তরঃ স্থুলভদ্র
Also Read:
Download জৈন ধর্ম এবং মহাবীর প্রশ্নোত্তর ইতিহাস GK - Jainism and Mahavira Question Answer History GK PDF
File Details:-
File Format:- PDF
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
Also Read:
Please do not share any spam link in the comment box