ভারতীয় রেল প্রশ্নোত্তর - Indian Railways Question Answer Gk

ভারতীয় রেল প্রশ্নোত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Indian Railways Question Answer Gk PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতীয় রেল প্রশ্নোত্তর PDF. নিচে Indian Railways Question Answer Gk PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ভারতীয় রেল প্রশ্নোত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।


ভারতীয় রেল প্রশ্নোত্তর - Indian Railways Question Answer Gk



1. ভারতীয় রেল নীচের কোন রাজ্যে দেশের ‘দীর্ঘতম রেলওয়ে টানেল’ নির্মাণ করছে?

[A] উত্তরপ্রদেশ  

[B] গুজরাট  

[C] জম্মু ও কাশ্মীর  

[D] মনিপুর 


Answer: [D] মনিপুর 


2. ‘মুঘলসরাই জংশনটি’ সম্প্রতি ‘দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন’ নামকরণ হয়েছে। এটি কোন রাজ্যে অবস্থিত?

[A] মহারাষ্ট্র 

[B] উত্তরপ্রদেশ  

[C] মধ্যপ্রদেশ  

[D] কেরালা 


Answer: [B] উত্তরপ্রদেশ 


3. নব নির্মিত রেলওয়ে জোন ‘East Coast Railways’ এর সদর দফতর নীচের মধ্যে কোনটি?


[A] ভুবনেশ্বর 

[B] কোলকাতা  

[C] বিশাখাপত্তম  

[D] হায়দরাবাদ


Answer: [A] ভুবনেশ্বর


4. ভারতের কোন ট্রেনের রুটের দৈর্ঘ্য দীর্ঘতম?

[A] কন্যাকুমারী – ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস 

[B] কন্যাকুমারী – জম্মু তাবি হিমসাগর এক্সপ্রেস 

[C] গুয়াহাটি-তিরুবন্তপুরম এক্সপ্রেস 

[D] হাওড়া – জম্মু তাভি হিমগিরি এক্সপ্রেস


Answer: [A] কন্যাকুমারী – ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস


5. রেলওয়ে স্টাফ কলেজটি কোথায় অবস্থিত?

[A] Vadodara 

[B] Pune 

[C] Delhi 

[D] Allahabad


Answer: [A] Vadodara


6. নীচের কোনটির উপরে ভারতের দীর্ঘতম রেলওয়ে ব্রিজ অবস্থিত?

[A] ভেম্বনাদ হ্রদ 

[B] গঙ্গা নদী 

[C] চিল্কা হ্রদ  

[D] ব্রহ্মপুত্র নদ


Answer: [A] ভেম্বনাদ হ্রদ


7. নিম্নলিখিত কোন শহরটিতে ভারতীয় রেলের 3 টি আঞ্চলিক সদর দফতর অবস্থিত?

[A] গোহাটি  

[B] মুম্বাই  

[C] কানপুর  

[D] কোলকাতা 


Answer: [D] কোলকাতা 


8. রেল টাইম টেবিলগুলি ডিজাইন করার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কে পরিচিত?

[A] George Bradshaw 

[B] George Bernard Shaw 

[C] জর্জ ব্র্যাডম্যান 

[D] জর্জ ব্রুমেল


Answer: [A] George Bradshaw


9. ভারতীয় রেল ব্যবস্থা বিশ্বের মধ্যে___

[A] প্রথম  

[B] দ্বিতীয়  

[C] তৃতীয়  

[D] চতুর্থ 


Answer: [D] চতুর্থ 


10. ভারতে প্রথম রেল চলে ___

[A] 1853 সালের 16 এপ্রিল  

[B] 1854 সালের 18 এপ্রিল  

[C] 1851 সালের 16 এপ্রিল  

[D] 1855 সালের 17 এপ্রিল 


Answer: [A] 1853 সালের 16 এপ্রিল 


11. রেলওয়ে ভারতে প্রথম চালু হওয়ার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

[A] লর্ড ডালহৌসি  

[B] লর্ড বেন্টিক  

[C] লর্ড উইলিয়াম  

[D] লর্ড রিপন 


Answer: [A] লর্ড ডালহৌসি 


12. বাংলায় প্রথম ট্রেন চলাচল করে___

[A] 1854 সালে  

[B] 1864 সালে  

[C] 1860 সালে  

[D] 1856 সালে 


Answer: [A] 1854 সালে 


13. ভারতে ইলেকট্রিক ট্রেন শুরু হয়___

[A] 1975 সালে  

[B] 1976 সালে  

[C] 1977 সালে  

[D] 1979 সালে 


Answer: [A] 1975 সালে 


14. ভারতে দীর্ঘতম রেলওয়ে স্টেশন____

[A] Kharagpur railway station 

[B] Gorakhpur railway station 

[C] Kollam Junction 

[D] Kanpur Central


Answer: [B] Gorakhpur railway station


15. নীচে কোন ব্যক্তির শততম বার্ষিকী উপলক্ষে 1989 সালে শতাব্দী এক্সপ্রেস ট্রেন চালু হয়েছিল?

[A] স্বামী বিবেকানন্দ 

[B] মহাত্মা গান্ধী 

[C] জওহরলাল নেহেরু 

[D] রবীন্দ্রনাথ ঠাকুর


Answer: [C] জওহরলাল নেহেরু


16. নিচের মধ্যে কে স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন?

[A] John Mathai 

[B] Lal Bahadur Shastri 

[C] Jawaharlal Nehru 

[D] Shanmugham Shetty


Answer: John Mathai


17. মৈত্রী এক্সপ্রেস নিম্নলিখিত দেশগুলির সাথে ভারতকে সংযুক্ত করে?

[A] নেপাল  

[B] বাংলাদেশ  

[C] পাকিস্তান 

[D] মায়ানমার 


Answer: [B] বাংলাদেশ 


18. নিচের কোনটি পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে টানেল?

[A] Seikan Tunnel 

[B] Gotthard Base Tunnel 

[C] Channel Tunnel 

[D] Yulhyeon Tunnel


Answer: [B] Gotthard Base Tunnel


19. ভারতের, ভারতীয় রেলের প্রথম মহিলা লোকোপাইলট (ট্রেন চালক) নিম্নলিখিতগুলির মধ্যে কে?

[A] Surekha Shankar Yadav

 [B] Rajashree Sachdev 

[C] Ritu Chauhan 

[D] Rajashree Sachdev


Answer: [A] Surekha Shankar Yadav


20. নিচের কোন রেল স্টেশনে ভারত তথা বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম রয়েছে?

[A] Gorakhpur Railway Station 

[B] Kollam Junction 

[C] Bilaspur Railway Station 

[D] Kharagpur Railway Station


Answer: [A] Gorakhpur Railway Station


Also Read:



ভারতীয় রেল প্রশ্নোত্তর - Indian Railways Question Answer Gk



Download ভারতীয় রেল প্রশ্নোত্তর - Indian Railways Question Answer Gk


File Details:-

File Name:- ভারতীয় রেল প্রশ্নোত্তর [www.sikkharpragati.com]
File Format:- PDF
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive

Download: Click Here to Download




Also Read:

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area