তাপ ও তাপমাত্রা প্রশ্নোত্তর ভৌতবিজ্ঞান - Heat And Temperature Question Answer Physics GK

তাপ ও তাপমাত্রা প্রশ্নোত্তর ভৌতবিজ্ঞান PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Heat And Temperature Question Answer Physics GK PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তাপ ও তাপমাত্রা প্রশ্নোত্তর ভৌতবিজ্ঞান PDF. নিচে Heat And Temperature Question Answer Physics GK PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। তাপ ও তাপমাত্রা প্রশ্নোত্তর ভৌতবিজ্ঞান PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।


তাপ ও তাপমাত্রা প্রশ্নোত্তর ভৌতবিজ্ঞান - Heat And Temperature Question Answer Physics GK



১. তাপ কী ?


উত্তর: তাপ হলো একপ্রকার শক্তি।


২. CGS পদ্ধতিতে তাপের একক কী ?


উত্তর: ক্যালোরি।


৩. SI পদ্ধতিতে তাপের একক কী ?


উত্তর: জুল।


৪. ১ ক্যালোরি = কত জুল ?


উত্তর: ১ ক্যালোরি = ৪.২ জুল।


৫. কোন পদ্ধতিতে বস্তুর গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা যায় ?


উত্তর: ক্যালোরিমিতি।


৬. তাপের গতীয় মতবাদটির সত্যতা প্রমান করেন কে ?


উত্তর: জুল।


৭. CGS পদ্ধতিতে লীন তাপের একক কী ?


উত্তর: ক্যালোরি/গ্রাম।


৮. SI পদ্ধতিতে লীন তাপের একক কী ?


উত্তর: জুল/কিলোগ্রাম।


৯. CGS পদ্ধতিতে বরফ গলনের লীন তাপ কত ?


উত্তর: ৮০ ক্যালোরি/গ্রাম।


১০. SI পদ্ধতিতে বরফ গলনের লীন তাপ কত ?


উত্তর: ৩.৩৬×১০৫ জুল/কেজি।


১১. লীন তাপের ক্ষেত্রে কি কি অবস্থা লক্ষ্য করা যায় ?


উত্তর: কঠিন, তরল ও গ্যাসীয়।


১২. CGS পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লীন তাপ কত ?


উত্তর: ৫৩৭ ক্যালোরি/গ্রাম।


১৩. SI পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লীন তাপ কত ?


উত্তর: ২২.৬৮ ×১০৫ জুল/কেজি।


১৪. আপেক্ষিক তাপের মাত্রা কী ?


উত্তর: [L2T-2K-1 ] 


১৫. CGS পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী ?


উত্তর: ক্যালোরি/গ্রাম- ডিগ্রি সেলসিয়াস।


১৬. SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী ?


উত্তর: জুল/কেজি-কেলভিন।


১৭. কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি ?


উত্তর: ৪ ডিগ্রি সেলসিয়াস।


১৮. SI পদ্ধতিতে জুলের মান কত ?


উত্তর: ৪.২ জুল/ক্যালোরি।


১৯. অসম্পৃক্ত বাষ্প কার সূত্র মেনে চলে ?


উত্তর: বয়েলের ও চার্লসের।


২০. এ.পি.এস. পদ্ধতিতে তাপের একক কী ?


উত্তর: ব্রিটিশ থার্মাল ইউনিট।


২১. ১ ব্রিটিশ থার্মাল ইউনিট = কত ক্যালোরি ?


উত্তর: ২৫২ ক্যালোরি।


২২. তাপ পরিমাপের বড়ো এককের নাম কী?


উত্তর: থার্ম।


২৩. ১ থার্ম = কত ক্যালোরি ?


উত্তর: ২৫২ ×১০৭ ক্যালোরি।


২৪. ১ থার্ম = কত ব্রিটিশ থার্মাল ইউনিট ?


উত্তর: ১ লক্ষ ব্রিটিশ থার্মাল ইউনিট।


২৫. তাপমাত্রা কী ?


উত্তর: তাপমাত্রা হলো একপ্রকার তাপীয় অবস্থা।


২৬. তাপমাত্রা কি ধরনের রাশি ?


উত্তর: স্কেলার রাশি।


২৭. CGS পদ্ধতিতে তাপমাত্রার একক কী ?


উত্তর: ডিগ্রি সেলসিয়াস।


২৮. SI পদ্ধতিতে তাপমাত্রার একক কী ?


উত্তর: কেলভিন।


২৯. ১ জুল = কত ক্যালোরি ?


উত্তর: ০.২৪ ক্যালোরি।


৩০. কোন যন্ত্রের সাহায্যে সূর্যের তাপমাত্রা মাপা হয় ?


উত্তর: পাইরোমিটার।


৩১. থার্মোমিটারের সাহায্যে খুব নিম্ন তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটারের মধ্যে কি ব্যবহার করা হয় ?


উত্তর: অ্যালকোহল।


৩২. কেলভিন স্কেলে পরম শূন্য তাপমাত্রা মান কত ?


উত্তর: ০ কেলভিন বা -২৭৩ ডিগ্রি সেলসিয়াস।


৩৩. যদি কোনো বস্তুতে তাপ দেওয়া হয় তাহলে কি ঘটবে ?


উত্তর: পদার্থের অনুগুলো দ্রুত ছোটাছুটি করবে।


৩৪. খাদ্যের তাপন মূল্য কিসের সাহায্যে মাপা হয় ?


উত্তর: ক্যালোরি।


৩৫. কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি ?


উত্তর: জল।


৩৬. কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে কম ?


উত্তর: পারদ।


৩৭. ফারেনহাইট স্কেলে পরমশূন্য উষ্ণতার মান কত ?


উত্তর: -৪৫৯.৫ ডিগ্রি সেলসিয়াস।


৩৮. ৩০ ডিগ্রি সেলসিয়াস ও ৩০০ কেলভিন এর মধ্যে বৃহত্তম কোনটি ?


উত্তর: ৩০ ডিগ্রি সেলসিয়াস।


৩৯. মহাবিশ্বের সর্বনিম্ন উষ্ণতার মান কত ?


উত্তর: -২৭৩ ডিগ্রি সেলসিয়াস।


৪০. ডিম সিদ্ধ করার সময় জলের মধ্যে কিছুটা লবন ফেলে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়, এর কারন কী ?


উত্তর: জলের আপেক্ষিক তাপ কমে যাওয়ায় তাড়াতাড়ি জল ফুটতে শুরু করে।


Also Read:



তাপ ও তাপমাত্রা প্রশ্নোত্তর ভৌতবিজ্ঞান - Heat And Temperature Question Answer Physics GK



Download তাপ ও তাপমাত্রা প্রশ্নোত্তর ভৌতবিজ্ঞান - Heat And Temperature Question Answer Physics GK PDF


File Details:-

File Name:- তাপ ও তাপমাত্রা প্রশ্নোত্তর ভৌতবিজ্ঞান [www.sikkharpragati.com]
File Format:- PDF
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive

Download: Click Here to Download




Also Read:

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.