বাস্তুতন্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - Ecosystem Relating Questions And Answers

বাস্তুতন্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Ecosystem Relating Questions And Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাস্তুতন্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF. নিচে Ecosystem Relating Questions And Answers PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। বাস্তুতন্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।


বাস্তুতন্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - Ecosystem Relating Questions And Answers



প্রশ্ন: বাস্তুবিদ্যা বা ইকোলজি কাকে বলে?


উঃ ইকোলজি শব্দটি গ্রীক শব্দ ‘Oikos’ থেকে এসেছে যার অর্থ বাসস্থান, ‘Logos’ শব্দটির অর্থ জ্ঞান। অর্থাৎ জীবের বাসস্থান সম্পর্কে বিশেষ বিদ্যাকেই বাস্তুবিদ্যা বলে।


প্রশ্ন: পপুলেশন বা জীবসংখ্যা কাকে বলে?


উঃ একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একটি নির্দিষ্ট প্রজাতির জীবগোষ্ঠীকে পপুলেশান বলে।


প্রশ্ন: জীবমণ্ডল কাকে বলে?


উঃ প্রকৃতির সমস্ত অঞ্চল যথা – বায়ুমণ্ডল, বারিমণ্ডল, অশ্মমণ্ডল যেখানে জীবের অস্তিত্ব দেখা যায় সেই সমস্ত অঞ্চলকে একত্রে জীবমণ্ডল বলে।


প্রশ্ন: প্ল্যাঙ্কটন কাকে বলে?


উঃ জলের উপর বসবাসকারী ভাসমান আনুবীক্ষণিক জীবকে প্ল্যাঙ্কটন বলে। এই জীব যদি প্রাণী হয় তবে তাকে প্রাণী প্ল্যাঙ্কটন (zoo plancton) বলে এবং যদি উদ্ভিদ হয় তবে তাকে উদ্ভিদ প্ল্যাঙ্কটন (phytoplankton) বলে।


প্রশ্ন: স্বভোজী জীব কাকে বলে?


উঃ যে সকল জীব প্রকৃতি থেকে বিভিন্ন প্রকার খনিজ দ্রব্য ও জল আহরণ করে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে খাদ্য প্রস্তুত করে তাদের স্বভোজী জীব বলে।


প্রশ্ন: খাদ্যজালিকা কাকে বলে?


উঃ বাস্তুতন্ত্রের একাধিক খাদ্যশৃঙ্খল পরস্পর যুক্ত হয়ে যে জালিকার গঠন করে তাকে খাদ্যজালিকা বলে।


প্রশ্ন: পশ্চিমবঙ্গের যে কোন দুটি অভয়ারণ্যের নাম লেখ।


উঃ জলদাপাড়া ও গরুমারা।


প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোথায় সংরক্ষিত বন বর্তমান?


উঃ সজনেখালিতে।


প্রশ্ন: খাদক কাকে বলে?


উঃ যে সকল জীব অন্য জীবদের খেয়ে নিজেদের শক্তি সংগ্রহ করে তাদের খাদক বলে।


প্রশ্ন: অনবীভবনযোগ্য সম্পদ কাকে বলে?


উঃ যে সকল সম্পদের মজুত পৃথিবীতে একটি নির্দিষ্ট পরিমাণে বর্তমান এবং একবার নিঃশেষিত হলে পুনরায় প্রাপ্তি সম্ভব নয় তাদেরকে অনবীভবনযোগ্য সম্পদ বলে। যেমন কয়লা, ধাতু, পেট্রোলিয়াম ইত্যাদি।


প্রশ্ন: নেকটন কাদের বলে?


উঃ জলে বসবাসকারী যে সকল প্রাণী সাঁতার কাটতে পারে তাদের নেকটন বলে। যেমন- মাছ ইত্যাদি।


প্রশ্ন: বাস্তুতন্ত্রের বৃহত্তম একক কী?


উঃ বায়োস্ফিয়ার।


প্রশ্ন: বনভূমির বৃক্ষের সবচেয়ে উপরের আবরণকে কী বলে?


উঃ চাঁদোয়া।


প্রশ্ন: বাস্তুতন্ত্রের উদ্ভিদসমূহকে কী বলা হয়?


উঃ ফ্লোরা।


প্রশ্ন: পার্মাফ্রস্ট কোথায় দেখা যায়?


উঃ তুন্দ্রা বায়মে।


প্রশ্ন: সরলবর্গীয় বৃক্ষের অপর নাম কী?


উঃ টেগা।


প্রশ্ন: পৃথিবীর মোট বনভূমির কত শতাংশ নিরক্ষীয় বন দ্বারা আবৃত?


উঃ ৭ শতাংশ।


প্রশ্ন: নিরক্ষীয় বর্ষা বনে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত?


উঃ ২৪০-৪৩০ সেমি।


প্রশ্ন: চিপকো আন্দলন কোথায় শুরু হয়?


উঃ উত্তরপ্রদেশে।


প্রশ্ন: উত্তর আমেরিকার তৃণভূমির নাম কী?


উঃ প্রেইরী।


প্রশ্ন: বনসংরক্ষণ আইন কবে প্রণয়ন হয়?


উঃ ১৯৮০ সালে।


প্রশ্ন: বর্তমান ভারতবর্ষে অবলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত?


উঃ ৪৫০ টি।


প্রশ্ন: এখন ভারতবর্ষে অভয়ারণ্যের সংখ্যা কটি?


উঃ ৪৪১ টি।


প্রশ্ন: করবেট জাতীয় পার্ক কোথায় অবস্থিত?


উঃ উত্তরপ্রদেশে।


প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোথায় গণ্ডার পাওয়া যায়?


উঃ জলদাপাড়া অভয়ারণ্যে।


প্রশ্ন: গ্রেট ইণ্ডিয়ান বাস্টার্ড পাখি ভারতের কোন রাজ্যে দেখা যায়?


উঃ গুজরাটে।


প্রশ্ন: ভারতের অবলুপ্তপ্রায় উদ্ভিদের নাম যে বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে সেই বইয়ের নাম কী?


উঃ রেড ডাটা বুক।


প্রশ্ন: বন্দিপুর জাতীয় পার্ক কোন রাজ্যে অবস্থিত?


উঃ কর্ণাটকে।


প্রশ্ন: ভারতের বৃহত্তম পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত?


উঃ ঘানা (রাজস্থান)।


Also Read:



বাস্তুতন্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - Ecosystem Relating Questions And Answers



Download বাস্তুতন্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - Ecosystem Relating Questions And Answers PDF


File Details:-

File Name:- বাস্তুতন্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর [www.sikkharpragati.com]
File Format:- PDF
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive

Download: Click Here to Download




Also Read:

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area