কম্পিউটার জিকে প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Computer Gk Question Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কম্পিউটার জিকে প্রশ্ন উত্তর PDF. নিচে Computer Gk Question Answers PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। কম্পিউটার জিকে প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
কম্পিউটার জিকে প্রশ্ন উত্তর - Computer Gk Question Answers
➲ কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ।
➲ কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় CPU কে।
➲ CPU এর পুরো কথাটি - সেন্ট্রাল প্রোসেসিং ইউনিট।
➲ Microsoft এর কর্ণধারের নাম - বিল গেটস।
➲ একটি CD রম ড্রাইভের ক্যাপাসিটি হোলো 700 মেগাবাইট।
➲ ইন্টারনেটের জনক বলা হয় ভিন্সেন্ট কার্ফ কে।
➲ BIT হোলো কম্পিউটারের বেসিক ইউনিট।এর দুটি ভ্যালু এক এবং শূন্য।
➲ ই- কমার্সে ভারতের স্থান 17তম।
➲ চারটি BIT এর সমন্বয় কে NIBBLE বলে।
➲ বিশ্বের প্রথম বিদুৎ চালিত কম্পিউটার হোলো ইনিয়াক।
➲ ANSI এর পুরো নাম American National Standard Institute.
➲ C হোলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর পরিভাষা।
➲ কম্পিউটারের সব অংশ নিয়ন্ত্রণ করে কন্ট্রোল ইউনিট ।
➲ 1 কিলোবাইট =1024 বাইট।
➲ ট্রান্সমিটারের কাজ হোলো তথ্য প্রেরণ করা।
➲ পার্সোনাল কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম ব্যাবহার করা হয় ,তাকে ডিস্ক অপারেটিং সিস্টেম বা DOS বলে।
➲ কম্পিউটারের দুটি অংশ।হার্ডওয়্যার ও সফটওয়্যার।
➲ C,D,E,F এই চারটি হল হার্ড ডিস্ক ড্রাইভ।
➲ কম্পিউটারের যাবতীয় হিসাব নিকেশ হয় বাইনারি সিস্টেমে।
➲ CPU এর পুরো কথাটি হোলো Central Processing Unit.
➲ Byte হোলো আট টি bit এর সমন্বয়।
➲ চিকাগো হোলো উইন্ডোজ - 95 এর কোড নাম।
➲ ব্যাবসার কাজে ব্যবহৃত প্রোগ্রামিংয়ের ভাষা হোলো COBOL.
➲ http এর সম্পূর্ণ নাম - Hyper Text Transfer Protocol.
➲ 1 টেরাবাইট = 1024 গিগাবাইট।
➲ Microsoft এর কর্ণধারের নাম কি ?
উঃ বিল গেটস।
➲ কম্পিউটার ভাইরাস এর পুরো নাম কি ?
উঃ ভাইটাল ইনফরমেশান রিসোরসেস আন্ডার সিইজ।
➲ মেইন ফ্রেম কম্পিউটার এর উদাহরন দাও ?
উঃ CRAY, PARAM, CYBER, DECIO, IBM 5390
➲ ফ্লপি ড্রাইভ কবে চালু হয় ?
উঃ ১৯৭০ সালে। আইবিএম চালু করে।
➲ সাধারন ৩.৫ ইঞ্চি ফ্লপির মেমরি কত ?
উঃ ১.৪৪ মেগাবাইট
➲ প্রিন্টার কয় রকমের হয় ?
উঃ প্রিন্টার ৩ রকমের - ডট ম্যাট্রিক্স, ইঙ্ক জেট, লেজার প্রিন্টার
➲ PPM কি ?
উঃ প্রিন্টারের স্পিড মাপতে ব্যাবহার হয় PPM, এর অর্থ Page per minute
➲ ইমপ্যাক্ট প্রিন্টার কাকে বলে ?
উঃ ডট ম্যাট্রিক্স প্রিন্টারকে ইমপ্যাক্ট প্রিন্টার বলে ।
➲ dpi কি ?
উঃ dot per inch
➲ EPROM কি ?
উঃ Eraseable , Programmable Read only Memory.
Also Read:
Download কম্পিউটার জিকে প্রশ্ন উত্তর - Computer Gk Question Answers PDF
File Details:-
File Format:- PDF
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
Also Read:
Please do not share any spam link in the comment box