Gk Today Bengali Current Affairs 11th October 2021 - 11th অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স

Gk Today Bengali Current Affairs 11th October 2021 - 11th অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স

Gk Today Bengali Current Affairs 11th October 2021 - 11th অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স

Gk Today Bengali Current Affairs 11th October 2021 - 11th অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স


❏ ইকোনমিক সায়েন্সে নোবেল প্রাইজ 2021 জিতলেন David Card, Joshua Angrist এবং Guido Imbens.

❏ তেলেঙ্গানায় 9 দিন ব্যাপী বথুকম্মা উৎসব পালিত হচ্ছে।

❏ ফর্মুলা ওয়ান তুর্কিশ গ্রান্ড প্রিক্স 2021 জিতলেন ফিনল্যান্ডের মার্সিডিজ চালক ভালটেরি বোটটাস।

❏ পাকিস্তানের পারমানবিক বোমার জনক ড: আব্দুল কাদের খান সম্প্রতি প্রয়াত হলেন।

❏ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) গ্রাহক পরিষেবা স্বার্থে '6S ক্যাম্পেইন (Swabhiman, Samruddhi, Sampark, Shikhar, Sankalp এবং Swagat)' লঞ্চ করলো।

❏ উত্তরাখণ্ডের দেরাদুনে Doon Drone Mela 2021 এর শুভ সূচনা করলেন সিভিল এভিয়েশন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া।

❏ প্রতিবছর 11 ই অক্টোবর আন্তর্জাতিক শিশু কন্যা দিবস পালন করা হয়, এ বছরের থিম - 'Digital generation. Our generation'.

❏ REC সোলার হোল্ডিংস এর 100% মালিকানা কিনে নিলো রিলায়েন্স নিউ এনার্জি সোলার লিমিটেড।

❏ ভারতে মহাকাশ প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়ান স্পেস এসোসিয়েশন নামক প্রাইভেট ইন্ডাস্ট্রি লঞ্চ করলেন।

❏ মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস এর সেক্রেটারি পদে এম রবিচন্দ্রন কে নিযুক্ত করা হলো।


Also Read:

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area