বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ তালিকা PDF: Download First Indian Men List PDF

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ তালিকা PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় First Indian Men List PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ তালিকা PDF. নিচে First Indian Men List PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ তালিকা PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ তালিকা PDF: Download First Indian Men List PDF



বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ তালিকা PDF: Download First Indian Men List PDF



  1. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ড: রাজেন্দ্র প্রসাদ।
  2. প্রথম ভারতীয় উপরাষ্ট্রপতি   ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান।
  3. ভারতের প্রথম রাজ্যসভার চেয়ারম্যান ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান।
  4. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু।
  5. প্রথম ভারতীয় উপ প্রধান মন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেল।
  6. ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেন।
  7. স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী আর. কে. সম্মুখম চেট্টি।
  8. স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ড: বি. আর. আম্মেদকর।
  9. স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী সর্দার বলদেব সিং।
  10. স্বাধীন ভারতের প্রথম কৃষি মন্ত্রী   ড:রাজেন্দ্র প্রসাদ।
  11. প্রথম ভারতীয় শিক্ষামন্ত্রী মৌলানা আব্দুল কালাম আজাদ।
  12. প্রথম ভারতীয় রেলমন্ত্রী জন মাথাই।
  13. প্রথম ভারতীয় কংগ্রেস সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
  14. প্রথম ভারতীয় বড়লাট চক্রবর্তী রাজা গোপালাচারী।
  15. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট বদরুদ্দিন তায়বজী।
  16. প্রথম ভারতীয় নোবেল পুরস্কার প্রাপক রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩)।
  17. প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান, চক্রবর্তী রাজাগোপালাচারী, সি ভি রমন (১৯৫৪)।
  18. প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক জি শংকর কুরুপ।
  19. প্রথম পদ্মবিভূষণ পুরস্কার পান নন্দলাল বসু, জাকির হোসেন, সত্যেন্দ্রনাথ বসু, বালাসাহেব গঙ্গাধর খের, ভি কে কৃষ্ণ মেনন, জিগমি দর্জি ওয়াংচুক(১৯৫৪)।
  20. ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় আচার্য বিনোবা ভাবে (১৯৫৮)।
  21. প্রথম ভারতীয় অস্কারজয়ী (পুরুষ) সত্যজিৎ রায় (১৯৯২)।
  22. প্রথম ভারতীয় বিলাত যাত্রী   রামমোহন রায়।
  23. প্রথম ভারতীয় ব্রিটিশ পার্লামেন্ট সদস্য দাদাভাই নৌরজী।
  24. প্রথম ভারতীয় হাইকোর্টের প্রধান বিচারপতি রমেশচন্দ্র মিত্র।
  25. প্রথম পরমবীরচক্র প্রাপক মেজর সোমনাথ শর্মা।
  26. প্রথম ভারতীয় পাইলট জে আর ডি টাটা।
  27. ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট ডঃ জাকির হোসেন।
  28. প্রথম ভারতীয় লোকসভার স্পিকার   গনেশ বাসুদেব মাভলংকার।
  29. প্রথম ভারতীয় কমান্ডার ইনচিফ অফ ইন্ডিয়া জেনারেল কারিয়াপ্পা।
  30. প্রথম ভারতীয় নৌপ্রধান   ভাইস অ্যাডমিরাল রাম দাস (আর.ডি) কাটারি।
  31. প্রথম ভারতীয় মিষ্টার ইউনিভার্স মনোতোষ রায় (১৯৫১)।
  32. ভারতীদের মধ্যে প্রথম বি. এ. ডিগ্রি অর্জনকারী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যদুনাথ বসু, সি. ডবলু. দামোদর পিল্লাই, বিশ্বনাথ পিল্লাই।
  33. প্রথম ভারতীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
  34. প্রথম ভারতীয় ব্যারিস্টার জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর।
  35. প্রথম ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিরালাল জে কানিয়া।
  36. প্রথম ভারতীয় হাইকোর্টের বিচারপতি রমাপ্রসাদ রায়।
  37. প্রথম ভারতীয় মহাকাশ যাত্রী   রাকেশ শর্মা (২ এপ্রিল ১৯৮৪)।
  38. প্রথম ভারতীয় চলচিত্র পরিচালক দাদাভাই ফালকে।
  39. প্রথম ভারতীয় যিনি সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেছিলেন মিহির সেন (১৯৫৮)।
  40. প্রথম ভারতীয় ভূতাত্ত্বিক প্রমথনাথ বসু।
  41. প্রথম ভারতীয় আই. সি. এস সত্যেন্দ্রনাথ ঠাকুর (১৮৬৩)।
  42. প্রথম ভারতীয় যিনি আই. সি. এস পদত্যাগ করেছিলেন সুভাষচন্দ্র বসু।
  43. প্রথম ভারতীয় এভারেস্ট উচ্চতা পরমাপকারী রাধানাথ শিকদার।
  44. ভারতের প্রথম চিত্রাভিনেতা মুখ্যমন্ত্রী এম সি রামচন্দ্রণ (তামিলনাড়ু, ১৯৭৭)।
  45. প্রথম ভারতীয় টেস্ট ক্রিকেট খেলোয়াড় রণজিৎ সিংজী।
  46. প্রথম ভারতীয় জাতীয় অধ্যাপক সি. ভি. রমণ।
  47. প্রথম ভারতীয় লেলিন পুরস্কার প্রাপক সাইফুদ্দিন কিচুল (১৯৫২)।
  48. প্রথম ভারতীয় অ্যাডভোকেট জেনারেল বি. ডি আয়েঙ্গার।
  49. প্রথম ভারতীয় বৈমানিক ইন্দ্রলাল রায়।
  50. প্রথম ভারতীয় লন্ডন বিশ্ব বিদ্যালয়ে ডি. এস. সি জগদীশ চন্দ্র বসু (১৮৯৬)।
  51. প্রথম ভারতীয় মাউন্ট এভারেস্ট জয়ী বা পদার্পণ কারী অবতার সিং চেমা (২০ মে ১৯৬৫)।
  52. ভারতের প্রথম পর্বতারোহী যিনি অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেন ফু দর্জি (১৯৮৪)।
  53. ভারতের প্রথম যিনি দক্ষিণ মেরু পৌঁছন জে কে বাজাজ।
  54. প্রথম ভারতীয় যিনি নিশান-ই-পাকিস্তান সম্মান পান মোরারজি দেশাই ।
  55. প্রথম ভারতীয় যিনি UNA তে হিন্দিতে ভাষণ দেন অটল বিহারি বাজপেয়ী।
  56. ভারতের প্রথম শিশু চলচিত্র শিল্পী মন্দাকিনী (দাদাসাহেব ফালকের কন্যা)।
  57. প্রথম ভারতীয় যিনি টেষ্ট এ শতরান করেছিলেন লালা অমরনাথ।
  58. প্রথম ও একমাত্র ভারতীয় যিনি বোলার ডন ব্র্যাডম্যানের হিট উইকেট লাভ করেন লালা অমরনাথ।
  59. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শতরানকারি প্রথম ভারতীয়  ক্রিকেটার কপিলদেব।
  60. প্রথম ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক ওয়ান ডে তে হ্যাটট্রিক অর্জনকারী চেতন শর্মা।
  61. প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি ODI ক্রিকেটে ২০০ করেন শচীন রমেশ টেন্ডুলকার।
  62. প্রথম ভারতীয় ক্রিকেটার টেষ্ট ক্রিকেটে অভিষেকে পরপর তিনটি ম্যাচে তিনটি সেঞ্চুরি করেন মহম্মদ আজহারউদ্দিন।
  63. প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার নীলমণি মিত্র।


Download বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ তালিকা PDF


File Details:-

File Name:- বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ তালিকা [www.sikkharpragati.com]
File Format:- PDF
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area