Current Affairs In Bengali Version 13th October 2021 - 13th অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স

Current Affairs In Bengali Version 13th October 2021 - 13th অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স

Current Affairs In Bengali Version 13th October 2021 - 13th অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স

Current Affairs In Bengali Version 13th October 2021 - 13th অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স


❏ 22 তম লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স সম্মান পেলেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস ডিরেক্টর ড: রনদীপ গুলেরিয়া।

❏ এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড এর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে অরুন কুমার মিশ্র কে নিযুক্ত করা হলো।

❏ আন্তর্জাতিক এনার্জি এজেন্সি স্থায়ী সদস্য পদ গ্রহনের জন্য ভারত কে আমন্ত্রণ জানালো।

❏ বিশ্বের প্রথম দেশ হিসেবে জার্মানি স্বয়ংচালিত এবং চালকহীন ট্রেন লঞ্চ করলো।

❏ পেরু তে অনুষ্ঠিত ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এ ভারত 43 টি মেডেল জিতে মেডেল তালিকায় শীর্ষস্থান অধিকার করলো।

❏ 28 তম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন প্রতিষ্ঠা দিবস প্রোগ্রামের সম্ভাষণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

❏ অস্ট্রিয়ার নতুন চান্সেলর পদে Alexander Schellenberg কে নিযুক্ত করা হলো।

❏ প্রাক্তন SBI চেয়ারম্যান রাজনিশ কুমার কে BharatPe এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

❏ কিরগিস্তানের কমিউনিটি ডেভেলপমেন্ট সম্পর্কিত প্রজেক্টের জন্য ভারত $ 200 মিলিয়ন অর্থের লাইন-অফ-ক্রেডিট ঘোষণা করলো।

❏ ভার্চুয়াল ফরম্যাটে আফঘানিস্তানের উপর G20 এক্সট্রাঅর্ডিনারি লিডার্স সামিটে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


Also Read:

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area