Current Affairs 2021 Bengali 8th October - 8th অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স
Current Affairs 2021 Bengali 8th October - 8th অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফোর্বস ইন্ডিয়া Rich লিস্ট 2021 অনুযায়ী শীর্ষে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান মুকেশ আম্বানি, দ্বিতীয় স্থানে রয়েছে গৌতম আদানি।
❏ 2022 অর্থবর্ষের জন্য বিশ্ব ব্যাঙ্ক ভারতের জিডিপি 8.3% নির্ধারণ করলো এবং 2023 অর্থবর্ষের জন্য 7.5% নির্ধারণ করলো।
❏ 2021 নোবেল শান্তি পুরস্কার পেলেন Maria Ressa এবং Dmitry Muratov.
❏ প্রতিবছর 8 ই অক্টোবর ভারতীয় বায়ু সেনা দিবস পালন করা হয়, এছাড়াও এই বছরের 8 ই অক্টোবর বিশ্ব ডিম দিবস (অক্টোবরের দ্বিতীয় শুক্রবার পালিত হয় প্রতিবছর ) পালিত হল , এবছরের থিম – Eggs for all : Nature’s perfect package.
❏ ব্যবসায়ী ও লেখক Jaithirth Rao নতুন একটি বই লিখলেন যার শিরোনাম – ‘Economist Gandhi : The Roots and the Relevance of the Political Economy of the Mahatma’.
❏ পারাদ্বীপ পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান পদের দায়িত্ব নিলেন পি এল হারানাথ।
❏ আগামী 5 বছরে সাতটি নতুন মেগা টেক্সটাইল পার্ক বা PM MITRA (Mega Integrated Textile Region and Apparel Parks) পার্ক গড়ে তোলার মান্যতা দিলো কেন্দ্রীয় সরকার।
❏ মহারাষ্ট্রের পালঘর জেলার Wada Kolam চাল জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) ট্যাগ পেলো।
❏ ICRIER আয়োজিত 13 তম বার্ষিক ইন্টারন্যাশনাল G-20 কনফারেন্স এর সম্ভাষণ করলেন কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মন্ত্রী পিযুষ গোয়েল।
❏ ভারতের প্রথম এবং বিশ্বের তৃতীয় রোপওয়ে পাবলিক ট্রান্সপোর্ট পরিষেবা উত্তরপ্রদেশের বারানসী তে গড়ে উঠতে চলেছে।
Also Read:
Please do not share any spam link in the comment box