ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Biosphere Reserve Of India PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ PDF. নিচে Biosphere Reserve Of India PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ PDF: Download Biosphere Reserve Of India PDF
·
UNESCO এর Man and the Biosphere Programme (MAB) ১৯৭১ দ্বারা স্বীকৃতিযুক্ত ভারতের ১২ টি
বায়োস্ফিয়ার রিজার্ভ:
নম্বর |
নাম |
স্বীকৃতি |
অবস্থান |
১ |
নীলগিরি |
২০০০ |
তামিলনাডু, কেরল,
কর্ণাটক |
২ |
মান্নার উপসাগর |
২০০১ |
তামিলনাডু |
৩ |
সুন্দরবন |
২০০১ |
পশ্চিমবঙ্গ |
৪ |
নন্দাদেবী |
২০০৪ |
উত্তরাখন্ড |
৫ |
সিমলিপাল |
২০০৯ |
ওড়িশা |
৬ |
পাঁচমারি |
২০০৯ |
মধ্যপ্রদেশ |
৭ |
নোকরেক |
২০০৯ |
মেঘালয় |
৮ |
আচানাকমার-অমরকন্টক |
২০১২ |
মধ্যপ্রদেশ, ছত্তিশগড় |
৯ |
গ্রেট নিকবর |
২০১৩ |
আন্দামান ও নিকোবর |
১০ |
অগস্তমালাই |
২০১৬ |
কেরল, তামিলনাডু |
১১ |
কাঞ্চনজঙ্ঘা |
২০১৮ |
সিকিম |
১২ |
পান্না |
২০২০ |
মধ্যপ্রদেশ |
·
ভারত সরকার ভারতে মোট ১৮ টি বায়োস্ফিয়ার রিজার্ভকে
স্বীকৃতি দিয়েছে:
নম্বর |
নাম |
সাল |
অবস্থান |
১ |
নীলগিরি |
১৯৮৬ |
তামিলনাডু, কেরালা,
কর্ণাটক |
২ |
নন্দাদেবী |
১৯৮৮ |
উত্তরাখন্ড |
৩ |
নকরেক |
১৯৮৮ |
মেঘালয় |
৪ |
মানস |
১৯৮৯ |
আসাম |
৫ |
সুন্দরবন |
১৯৮৯ |
পশ্চিমবঙ্গ |
৬ |
মান্নার উপসাগর |
১৯৮৯ |
তামিলনাডু |
৭ |
গ্রেট নিকোবর |
১৯৮৯ |
আন্দামান ও নিকোবর |
৮ |
সিমলিপাল |
১৯৯৪ |
ওড়িশা |
৯ |
ডিব্রু-সাইখোয়া |
১৯৯৭ |
আসাম |
১০ |
ডিহং-ডিবং |
১৯৯৮ |
অরুনাচল প্রদেশ |
১১ |
পাঁচমারি |
১৯৯৯ |
মধ্যপ্রদেশ |
১২ |
কাঞ্চনজঙ্ঘা |
২০০০ |
সিকিম |
১৩ |
অগস্টামালাই |
২০০১ |
কেরালা, তামিলনাডু |
১৪ |
আচানাকমার-অমরকন্টক |
২০০৫ |
মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় |
১৫ |
বৃহত্তর কচ্ছের রণ |
২০০৮ |
গুজরাট |
১৬ |
শীতল মরুভূমি (Cold Desert) |
২০০৯ |
হিমাচল প্রদেশ ও লাদাখ |
১৭ |
সেশচালাম পাহাড় |
২০১০ |
অন্ধ্রপ্রদেশ |
১৮ |
পান্না |
২০১১ |
মধ্যপ্রদেশ |
Download ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ PDF
File Details:-
File Format:- PDF
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
Please do not share any spam link in the comment box