WBCS History Question And Answer PDF: Download History Gk In Bengali PDF

WBCS History Question And Answer PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় WBCS History Gk In Bengali PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি WBCS History Question And Answer PDF. নিচে WBCS History Gk In Bengali PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। WBCS History Question And Answer PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

WBCS History Question And Answer PDF: Download History Gk In Bengali PDF



WBCS History Question And Answer PDF: Download History Gk In Bengali PDF



১. হুল শব্দের অর্থ কী ?

উত্তর: বিদ্রোহ

২. আজাদ হিন্দ বাহিনী কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: 1942 খ্রিস্টাব্দের 1লা সেপ্টেম্বর

৩. ইন্ডিপেনডেন্স ফর ইন্ডিয়া লিগ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: জওহরলাল নেহর

৪. জমি আল্লাহের দান-  এই উক্তিটি হল

উত্তর: দুদুমিঞার

৫. দি ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থের লেখক কে ?

উত্তর: সুভাষচন্দ্র বসু।

৬. বন্দেমাতরম সংগীতটি কোন উপন্যাসের অন্তর্গত?

উত্তর: আনন্দমঠ উপন্যাসের

৭. যত মত তত পথ- এই বাণীটি কার?

উত্তর: শ্রী শ্রী রামকৃষ্ণ

৮. লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: নজরুল ইসলাম

৯. হিন্দুস্থানের যাযাবর, পেশাদার ডাকাতদের উপদ্রব বলা হয়

উত্তর: সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে

১০. 1857 খ্রিস্টাব্দের সংগঠিত বিদ্রোহের নাম কী?

উত্তর: মহাবিদ্রোহ।

১১. 1857 খ্রিস্টাব্দের সিপাহি বিদ্রোহের একজন নেতার নাম করো।

উত্তর: নানাসাহেব।

১২. 1905 খ্রিস্টাব্দ নাগাদ বাংলার ছোটোলাট কে ছিলেন ?

উত্তর: অ্যান্ড্রু ফ্রেজার।

১৩. 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর কার নেতৃত্বে বাংলায় অরন্ধন দিবস পালিত হয় ?

উত্তর: রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর

১৪. 1911 খ্রিস্টাব্দে IFA শিন্ডে মোহনবাগান ক্লাব কোন্ দলকে পরাজিত করে ?

উত্তর: ইস্ট ইয়র্ক শায়ার রেজিমেন্ট

১৫. 1920 খ্রিস্টাব্দে রাশিয়ায় অনুষ্ঠিত কমিনটার্ন-এ মেক্সিকোর হয়ে কে প্রতিনিধিত্ব করেন ?

উত্তর: মানবেন্দ্রনাথ রায়।

১৬. 1920 খ্রিস্টাব্দে শ্রমিক ধর্মঘটের সংখ্যা কয়টি ছিল?

উত্তর: 20 টি

১৭. 1925 খ্রিস্টাব্দে কলিকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের বাৎসরিক অধিবেশনে সভাপতি হন কে ?

উত্তর: সরোজিনী নাইডু।

১৮. 1925 খ্রিস্টাব্দে কানপুরে প্রতিষ্ঠিত ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক কে ছিলেন?

উত্তর: এস বি ঘাটে

১৯. 1930 খ্রিস্টাব্দে গান্ধিজি পূর্ণ স্বাধীনতার দাবিতে কোন আন্দোলন শুরু করেন?

উত্তর: আইন অমান্য আন্দোলন

২০. 1930 খ্রিস্টাব্দে ধরসানা লৰণগোলা আক্রমণে নেতৃত্ব দেন কে?

উত্তর: সরোজিনী নাইডু

২১. 1930-31 খ্রিস্টাব্দে ডিনামাইট যড়যন্ত্রে কোন্ মহিলা বিপ্লবী সক্রিয় অংশগ্রহণ করেন ?

উত্তর: কল্পনা দত্ত

২২. 1936 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সারাভারত কিষাণ কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

উত্তর: স্বামী সহজানন্দ সরস্বতী |

২৩. 1936 খ্রিস্টাব্দে কংগ্রেসের লখনউ অধিবেশনের সভাপতি কে হন?

উত্তর: জওহরলাল নেহরু

২৪. 1937 খ্রিস্টাব্দের নির্বাচনে বাংলার কোন দল সংখ্যা গরিষ্ঠতা লাভ করে ?

উত্তর: বাংলার কৃষক প্রজাপার্টি

২৫. 1939 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ত্রিপুরি কংগ্রেসের সভাপতি হন কে?

উত্তর: সুভাষচন্দ্র বসু

২৬. A Nation in Making গ্রন্থের লেখক কে ?

উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

২৭. AITUC প্রতিষ্ঠিত হয় কবে ?

উত্তর: 1920 খ্রিস্টাব্দে

২৮. AITUC শ্রমিক সংগঠন কোনটি?

উত্তর: বামপন্থী

২৯. AITUC-এর প্রথম অধিবেশন হয় কোথায়?

উত্তর: কানপুরে

৩০. AITUC-র প্রথম অধিবেশনে কতজন শ্রমিক প্রতিনিধি যোগদান করেন ?

উত্তর: 806 জন শ্রমিক

৩১. CSP-এর সম্পূর্ণ নাম

উত্তর: Congress Socialist Party

৩২. Education can wait, Swaraj cannot কার উক্তি?

উত্তর: চিত্তরঞ্জন দাশ এর উক্তি।

৩৩. GCPI-এর পুরো নাম কি?

উত্তর:জেনারেল কমিটি অব পাবলিক ইন্সট্রাকশন বা সাধারন জনশিক্ষা কমিটি

৩৪. ICC কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 1909 খ্রিস্টাব্দে

৩৫. ICC-র পুরো কথা কী?

উত্তর: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল

৩৬. India wins freedom গ্রন্থের লেখক কে?

উত্তর: মৌলানা আবুল কালাম আজাদ

৩৭. National Front কোন ধরনের সংগঠন?

উত্তর:দৈনিক সংবাদপত্র

৩৮. National Frontউত্তর:এর সঙ্গে যুক্ত ছিলেন কে?

উত্তর: পি সি যোশী

৩৯. অন্ধ্রপ্রদেশ রায়তসভা কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: এন জি রঙ্গ

৪০. অভিনব ভারত কে গঠন করেন?

উত্তর: বিনায়ক দামোদর সাভারকার

৪১. অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: শিশির কুমার ঘোষ

৪২. অযোধ্যা কিষাণ সভার প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: বাবা রামচন্দ্র।

৪৩. অল ইন্ডিয়া উইমেনস কনফারেন্স (All India Womens Conference) কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 1927 খ্রিস্টাব্দে

৪৪. অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহৃত হয় ?

উত্তর: 25 ফেব্রুয়ারি, 1922 খ্রিস্টাব্দে

৪৫. অসহযোগ আন্দোলনের কয়েকজন নেত্রীর নাম লেখো।

উত্তর: বাসন্তী দেবী, উর্মিলা দেবী, সুনীতি দেবী প্রমুখ।

৪৬. অসহযোগ আন্দোলনের সময় ভারতের বড়লাট কে ছিলেন ?

উত্তর: লর্ড চেমসফোর্ড ও লর্ড রিডিং।

৪৭. অ্যানাল পত্রিকা গোষ্ঠী কোথায় গড়ে ওঠে ?

উত্তর: ফ্রান্সে

৪৮. অ্যানাল পত্রিকা গোষ্ঠী গড়ে ওঠে কবে?

উত্তর: 1929 খ্রিস্টাব্দে

৪৯. অ্যান্টি সার্কুল সোসাইটির প্রতিষ্ঠাতা কে?

উত্তর: শচীন্দ্র কুমার বসু

৫০. আইন অমান্য অন্দোলন সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করা হয়?

উত্তর: 8, 1934 খ্রিস্টাব্দে

৫১. আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় ?

উত্তর: 1930 খ্রিস্টাব্দে

৫২. আইন অমান্য আন্দোলন কবে সম্পূর্ণভাবে প্রত্যাহৃত হয় ?

উত্তর: 1934 খ্রিস্টাব্দের 8ই মে

৫৩. আইন অমান্য আন্দোলন চলাকালে ভারতের বড়োলাট কে ছিলেন ?

উত্তর: লর্ড আরউইন।

৫৪. আইন অমান্য আন্দোলনের একজন নারী শহিদ হলেন?

উত্তর: ঊর্মিবালা পারিয়া।

৫৫. আইন অমান্য আন্দোলনের সময় কবে ব্রিটিশ সরকার গান্ধিজিকে গ্রেফতার করে?

উত্তর:1930 খ্রিস্টাব্দের 4 মে

৫৬. আকালের সন্ধানে চলচ্চিত্রটি পরিচালনা করেন

উত্তর: মৃনাল সেন

৫৭. আচার্য জগদীশচন্দ্র বসু কোন্ যন্ত্র দ্বারা প্রমাণ করেন যে, উদ্ভিদের প্রাণ আছে ?

উত্তর: ফিগমোগ্রাফ যন্ত্র দ্বারা

৫৮. আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনীর নাম কি?

উত্তর: ঝাঁসির রানি ব্রিগেড

৫৯. আজাদ হিন্দ বাহিনীর ঝাসি ব্রিগেডের সেনাধ্যক্ষ কে ছিলেন ?

উত্তর: লক্ষ্মী স্বামীনাথন।

৬০. আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: রাসবিহারী বসু।

৬১. আত্মীয় সভা কে, কবে প্রতিষ্ঠাতা করেন?

উত্তর: রাজা রামমোহন রায়,1815 খ্রিষ্টাব্দে

৬২. আদি ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?

উত্তর:দেবেন্দ্রনাথ ঠাকুর(1866 খ্রীষ্টাব্দে)

৬৩. আদি ব্রাহ্মসমাজের প্রাণপুরুষ কে ছিলেন?

উত্তর: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর

৬৪. আধুনিক ছাপাখানার জনক বলা হয় কাকে ?

উত্তর: হানেস গুটেনবার্গকে

৬৫. আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক কাকে বলা হয়?

উত্তর: আচার্য আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে

৬৬. আধুনিক ভারতের প্রথম গণ আন্দোলন কোনটি?

উত্তর: স্বদেশি আন্দোলন।

৬৭. আনন্দমঠ উপন্যাসটি কার লেখা?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়

৬৮. আন্তর্জাতিক নারীবর্ষ প্রথম পালিত হয় কবে?

উত্তর: 1975 খ্রিস্টাব্দে

৬৯. আম্বেদকর কবে মহারাষ্ট্রের দলিতদের নিয়ে সত্যাগ্রহ করেন ?

উত্তর:1927 খ্রিস্টাব্দে

৭০. আম্বেদকর কোন সম্প্রদায়ের মানুষ ছিলেন?

উত্তর: মাহার সম্প্রদায়ের

৭১. আম্বেদকর কোন্ দলিত সম্প্রদায়ভুক্ত ছিলেন ?

উত্তর: মাহার

৭২. আলবার্ট হল এর বর্তমান নাম কি?

উত্তর: কফি হাউস

৭৩. আলালের ঘরের দুলাল কার লেখা?

উত্তর: প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)

৭৪. আলেকজান্ডার গ্রেডলার কে ছিলেন ?

উত্তর: প্রেসিডেন্সি কলেজের

৭৫. আসামে ভারত ছাড়ো আন্দোলনে কোন্ নারী উল্লেখযোগ্য ভূমিকা নেন?

উত্তর: কনকলতা বড়ুয়া

৭৬. ইংরেজ কোম্পানি শাসনে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহটি কী ছিল?

উত্তর:সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ।

৭৭. ইংরেজরা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কী নামে ডাকত ?

উত্তর: সারেন্ডার নট

৭৮. ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে একমাত্র মহিলা প্রতিনিধি কে ছিলেন ?

উত্তর: সারোজিনী নাইডু

৭৯. ইংল্যান্ডে সামাজিক ইতিহাসচর্চার জনক কাকে বলে ?

উত্তর: ট্রেভেলিয়ান

৮০. ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর: আলড্রেফ এসবি

৮১. ইতিহাসের জনক বলা হয় কাকে?

উত্তর: হেরোডোটাস

৮২. ইন্টারনেট ব্যবস্থা কবে চালু হয়?

উত্তর: 1998 খ্রিস্টাব্দে

৮৩. ইন্টারনেটের জনক কে?

উত্তর: টিম বার্নাস লি

৮৪. ইন্ডিয়া টু মাই নেটিভ লাইন কবিতাটি কার লেখা?

উত্তর: ডিরোজিওর

৮৫. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্সর প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: মহেন্দ্রলাল সরকার

৮৬. ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর:কেশবচন্দ্র সেন

৮৭. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির দুই মহিলা সদস্যের নাম করো।

উত্তর:প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্ত।

৮৮. ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?

উত্তর: 1907 খ্রিস্টাব্দে

৮৯. ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট এর প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন ?

উত্তর: গগনেন্দ্রনাথ ঠাকুর।

৯০. ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দিতে অনুবাদ করেছিলেন?

উত্তর: মুন্সি প্রেমচন্দ্র

৯১. ইম্পেরিয়াল লাইব্রেরির বর্তমান নাম কি?

উত্তর:ন্যাশনাল লাইব্রেরি

৯২. ইয়ংবেঙ্গল গোষ্ঠী কোন সমাজ সংস্কারককে আধা উদারপন্থী বলে মনে করত?

উত্তর: রাজা রামমোহন রায়

৯৩. উইমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থের লেখক কে?

উত্তর: নিরা দেশাই

৯৪. উইমেনস ইন্ডিয়া অ্যাসোসিয়েশন (Womens India Association) কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে?

উত্তর:1 917 খ্রিস্টাব্দে

৯৫. উইমেনস ইন্ডিয়া অ্যাসোসিয়েশন (Womens India Association) কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: লেডি মেরিবাই টাটা।

৯৬. উইলিয়ম হান্টারের লেখা একটি গ্রন্থের নাম লেখো

উত্তর: The Annals of Rural Bengali

৯৭. উডের ডেসপ্যাচ কবে ঘোষিত হয়?

উত্তর: 1854 খ্রিষ্টাব্দে

৯৮. উদ্ভিদের প্রাণ আছে এটি কে প্রমাণ করেন ?

উত্তর: আচার্য জগদীশচন্দ্র বসু

৯৯. উনিশ শতককে কে ভারতের সভাসমিতির যুগ বলেছেন?

উত্তর: ড. অনিল শীল

১০০. উনিশ শতকের বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ কে বলেছেন?

উত্তর: পন্ডিত অশোক মিত্র।


১০১. উলগুলান কথার অর্থ

উত্তর:ভয়ঙ্কর বিশৃঙ্খলা

১০২. এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখক কে ?

উত্তর: সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়

১০৩. এম এন রায় ও সি মার্টিনের প্রকৃত নাম কী ?

উত্তর: নরেন্দ্রনাথ ভট্টাচার্য।

১০৪. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে কবে ছিলেন?

উত্তর: স্যার উইলিয়াম জোন্স,1784 খ্রিষ্টাব্দে

১০৫. ওড়িশার কৃষক নেতা মালতী চৌধুরিকে কি বলা হত?

উত্তর: উৎকলমণি

১০৬. ওয়াদালা লবণগোলার সত্যাগ্রহে কে নেতৃত্ব দেন?

উত্তর:কমলাদেবী চট্টোপাধ্যায়।

১০৭. ওয়ার্কার্স অ্যান্ড পেজান্টস পার্টি প্রতিষ্ঠিত হয় কবে?

উত্তর: 1925 খ্রিস্টাব্দে

১০৮. ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়েছিল যে দেশে

উত্তর:আরবে

১০৯. ওয়াহাবিরা পাঞ্জাবে কোন শক্তির বিরোধিতা করেছিল ?

উত্তর: শিখ শক্তির

১১০. কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: জয়প্রকাশ নারায়ণ ও আচার্য নরেন্দ্র দেব।

১১১. কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি ওঠে?

উত্তর: লাহোর অধিবেশনে

১১২. কত খ্রিস্টাব্দে CPI দল দ্বিধাবিভক্ত হয় ?

উত্তর: 1964 খ্রিস্টাব্দে

১১৩. কত খ্রিস্টাব্দে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: 1902 খ্রিস্টাব্দে

১১৪. কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্স প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 1911 খ্রিস্টাব্দে

১১৫. কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: 1875 খ্রিস্টাব্দে

১১৬. কত খ্রিস্টাব্দে ইষ্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 1920 খ্রিস্টাব্দে

১১৭. কত খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 1934 খ্রিস্টাব্দে

১১৮. কত খ্রিস্টাব্দে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত?

উত্তর: 1916 খ্রিস্টাব্দে

১১৯. কত খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন ব্রাহ্মসমাজে যোগদান করেন?

উত্তর:1857 খ্রিষ্টাব্দে

১২০. কত খ্রিস্টাব্দে ডন সোসাইটি প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: 1902 খ্রিস্টাব্দে

১২১. কত খ্রিস্টাব্দে দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 1923 খ্রিস্টাব্দে দীপালি সংঘ

১২২. কত খ্রিস্টাব্দে নারকেলবেড়িয়ার সংঘর্ষ হয়েছিল ?

উত্তর: 1831 খ্রিস্টাব্দে

১২৩. কত খ্রিস্টাব্দে নারী কর্মমন্দির প্রতিষ্ঠিত হয়?

উত্তর:1921 খ্রিস্টাব্দে

১২৪. কত খ্রিস্টাব্দে ন্যাশনাল কাউন্সিল অব ইন্ডিয়ান উইমেন প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: 1926 খ্রিস্টাব্দে

১২৫. কত খ্রিস্টাব্দে পুণা চুক্তি স্বাক্ষরিত হয় ?

উত্তর: 1932 খ্রিস্টাব্দে

১২৬. কত খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ স্থাপিত হয় ?

উত্তর: 1855 খ্রিস্টাব্দে

১২৭. কত খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 3রা মে 1939 খ্রীষ্টাব্দে

১২৮. কত খ্রিস্টাব্দে ফোনোগ্রাফ তৈরি হয় ?

উত্তর: 1877 খ্রিস্টাব্দে

১২৯. কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয় ?

উত্তর: 1911 খ্রিস্টাব্দের 12 ডিসেম্বর,

১৩০. কত খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রবেশিকা সভা স্থাপিত হয় ?

উত্তর: 1836 খ্রিস্টাব্দে

১৩১. কত খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় ?

উত্তর: 1917 খ্রিস্টাব্দে

১৩২. কত খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহ সংঘটিত হয় ?

উত্তর:1928 খ্রিস্টাব্দে

১৩৩. কত খ্রিস্টাব্দে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি স্থাপিত হয় ?

উত্তর: 1843 খ্রিস্টাব্দে

১৩৪. কত খ্রিস্টাব্দে ভাইকম সত্যাগ্রহ শুরু হয় ?

উত্তর: 1924 খ্রিস্টাব্দে

১৩৫. কত খ্রিস্টাব্দে ভারত স্ত্রী মহামণ্ডল স্থাপিত হয় ?

উত্তর:1910 খ্রিস্টাব্দে

১৩৬. কত খ্রিস্টাব্দে ভারতবর্ষীয় বিজ্ঞানসভা স্থাপিত হয় ?

উত্তর: 1876 খ্রিস্টাব্দে

১৩৭. কত খ্রিস্টাব্দে ভারতসভা জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয় ?

উত্তর: 1886 খ্রিস্টাব্দে

১৩৮. কত খ্রিস্টাব্দে ভারতসভা স্থাপিত হয় ?

উত্তর: 1876 খ্রিস্টাব্দে

১৩৯. কত খ্রিস্টাব্দে ভারতীয় মালিকানায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় ?

উত্তর: 1806 খ্রিস্টাব্দে

১৪০. কত খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় ?

উত্তর: 1858 খ্রিস্টাব্দে

১৪১. কত খ্রিস্টাব্দে ভারতের দলিতরা তপশিলি জাতির মর্যাদা পায়?

উত্তর: 1936 খ্রিস্টাব্দে

১৪২. কত খ্রিস্টাব্দে ভারতের সাম্যবাদী দল নিষিদ্ধ ঘোষিত হয়?

উত্তর: 1934 খ্রিস্টাব্দে

১৪৩. কত খ্রিস্টাব্দে মোহানবাগান ক্লাব স্থাপিত হয় ?

উত্তর:1889 খ্রিস্টাব্দে

১৪৪. কত খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা হয়?

উত্তর:1897 খ্রিষ্টাব্দে

১৪৫. কত খ্রিস্টাব্দে সর্বভারতীয় তপশিলি জাতি ফেডারেশন স্থাপিত হয় ?

উত্তর: 1942 খ্রিস্টাব্দে

১৪৬. কত খ্রিস্টাব্দে সি পি আই (এম) দল প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: 1964 খ্রিস্টাব্দে

১৪৭. কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে উন্নীত হয়?

উত্তর:1855 খ্রিষ্টাব্দে।

১৪৮. কত খ্রিস্টাব্দে হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: 1867 খ্রিস্টাব্দে

১৪৯. কত খ্রিস্টাব্দে হুইটলি কমিশন গঠিত হয় ?

উত্তর: 1929 খ্রিস্টাব্দে

১৫০. কত খ্রিস্টাব্দে GCPI প্রতিষ্ঠিত হয়?

উত্তর:1823 খ্রিষ্টাব্দে।

১৫১. কবে কৃত্রিম নীল আবিষ্কার হয় ?

উত্তর: 1898 খ্রিস্টাব্দে

১৫২. কবে থেকে ভারতের জাতীয় কংগ্রেসে মহিলারা যোগদান করতে শুরু করেন ?

১৫৩. কবে নারীদের ভোটাধিকারের স্মারকলিপি পেশ করা হয় ?

উত্তর:1917 খ্রিস্টাব্দে

১৫৪. কবে প্রিন্স অফ ওয়েলস ভারতে এসেছিলেন?

উত্তর:1921খ্রিস্টাব্দের 17 নভেম্বর

১৫৫. কবে বাংলায় প্রথম নীলচাষ শুরু হয় ?

উত্তর: 1777 খ্রিস্টাব্দে

১৫৬. কবে বিনয়-বাদল-দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন ?

উত্তর: 1930 খ্রীষ্টাব্দের ডিসেম্বর

১৫৭. কবে ভগৎ সিং-এর ফাঁসি হয় ?

উত্তর: 1931 খ্রিস্টাব্দের 23 মার্চ

১৫৮. কবে ভারতে প্রথম আদমশুমারি হয়?

উত্তর:1872 খ্রিস্টাব্দে

১৫৯. কবে মন্দির প্রবেশ দিবস পালিত হয় ?

উত্তর:1931 খ্রিস্টাব্দের 1 লা নভেম্বর

১৬০. কবে রসিদ আলি দিবস পালিত হয় ?

উত্তর: 12 ফেব্রুয়ারি, 1946 খ্রিস্টাব্দে

১৬১. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর:1857 খ্রিষ্টাব্দে

১৬২. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর কে ছিলেন?

উত্তর: লর্ড ক্যানিং

১৬৩. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র গ্রাজুয়েট কে?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১৬৪. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন?

উত্তর: স্যার জেমস উইলিয়াম কোলভিল।

১৬৫. কলকাতা মাদ্রাসা কবে স্থাপিত হয়?

উত্তর:1781 খ্রিষ্টাব্দে

১৬৬. কলকাতা মেডিকেল কলেজে কবে স্থাপিত হয়?

উত্তর: 1835 খ্রিষ্টাব্দে

১৬৭. কলকাতা মেডিকেল কলেজের প্রথম ছাত্রী কে ছিলেন?

উত্তর:কাদম্বিনী বসু(গাঙ্গুলি)

১৬৮. কলকাতা স্কুল বুক সোসাইটি কে, কবে প্রতিষ্ঠা করেন কে?

উত্তর: ডেভিড হেয়ার, 1817 খ্রিষ্টাব্দে

১৬৯. কলকাতায় কবে প্রথম ছাপাখানা স্থাপিত হয় ?

উত্তর: 1778 খ্রিস্টাব্দে

১৭০. কলকাতায় কার উদ্যোগে প্রথম ছাপাখানা স্থাপিত?

উত্তর: জেমস অগাস্টাস হিকির

১৭১. কলিকাতায় কবে রসিদ আলি দিবস পালিত হয় ?

উত্তর: 12 ফেব্রুয়ারি, 1946

১৭২. কল্পনা দত্ত কবে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন?

উত্তর:1934 খ্রিস্টাব্দে

১৭৩. কাউন্সিল অফ এডুকেশন কবে গঠিত হয়?

উত্তর:1842 খ্রিষ্টাব্দে

১৭৪. কাকে father of modern Indian art বলা হয় ?

উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুরকে

১৭৫. কাকে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা এ সংগ্রামের জনক বলা হয় ?

উত্তর: রাসবিহারী বসুকে

১৭৬. কাকে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বা আধুনিক ভারতের জনক বলা হয়?

উত্তর:রাজা রামমোহন রায়কে

১৭৭. কাকে ভারতে গান্ধিজির দূত বলা হত ?

উত্তর: মতিলাল তেজওয়াতকে

১৭৮. কাকে ভারতের ট্রাড্রিশনাল মডার্নাইজার বলা হয়?

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১৭৯. কাকে ভারতের নাইটিঙ্গেল বলা হয় ?

উত্তর: সরোজিনী নাইডুকে

১৮০. কাকে হত্যা করতে গিয়ে ক্ষুদিরাম বসু ধরা পড়েন ?

উত্তর: কিংসফোর্ডকে

১৮১. কাকে হত্যা করতে গিয়ে বিপ্লবী গোপীনাথ সাহা ধরা পড়েন?

উত্তর: চার্লস টেগার্টকে

১৮২. কার উদ্যোগে অ্যান্টি সার্কুলার সোসাইটি স্থাপিত হয় ?

উত্তর: শচীন্দ্রপ্রসাদ বসু

১৮৩. কার উদ্যোগে কলিকাতা বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠিত হয়?

উত্তর: স্যার আশুতোষ মুখোপাধ্যায়

১৮৪. কার উদ্যোগে বাংলায় অরন্ধন দিবস পালিত হয় ?

উত্তর: রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর

১৮৫. কার উদ্যোগে ভারতে ভূতত্ত্ব-বিজ্ঞানের প্রসার ঘটে ?

উত্তর: টমাস ওল্ডহাম

১৮৬. কার নামানুসারে হুগলি মহসিন কলেজ এর নামকরণ করা হয়েছে?

উত্তর:হাজি মোহম্মাদমহসীনের

১৮৭. কার নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রান্ত হয় ?

উত্তর: প্রীতিলতা ওয়াদ্দেদার

১৮৮. কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুষ্ঠিত হয় ?

উত্তর: মাস্টারদা সূর্য সেনের

১৮৯. কার নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ পরিচালিত হয় ?

উত্তর:সর্দার বল্লভভাই প্যাটেলের

১৯০. কার নেতৃত্বে সর্বভারতীয় তপশিলি জাতি ফেডারেশন গড়ে ওঠে ?

উত্তর:ড. বি আর আম্বেদকরের নেতৃত্বে

১৯১. কার সভাপতিত্বে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে?

উত্তর: সত্যেন্দ্রনাথ ঠাকুরের

১৯২. কার্ল মার্কস: আ মডার্ন ঋষি প্রবন্ধটি কে রচনা করেন ?

উত্তর: লালা হরদয়াল

১৯৩. কার্লাইল সার্কুলার কবে জারি করা হয় ?

উত্তর: 10 অক্টোবর, 1905 খ্রিস্টাব্দে

১৯৪. কালারাম মন্দিরে দলিতদের প্রবেশের দাবিতে আম্বেদকর কবে আন্দোলন শুরু করেন ?

উত্তর:1930 খ্রিস্টাব্দে

১৯৫. কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হল?

উত্তর: হুতোম পেঁচা

১৯৬. কালোপ্রামাণিক কোন্ বিদ্রোহের নেতা ছিলেন ?

উত্তর: সাঁওতাল বিদ্রোহের নেতা।

১৯৭. কিষাণ বুলেটিন-এর সম্পাদক ছিলেন-

উত্তর:গিরনি কামগার ইউনিয়ন , ইন্দুলাল যাজ্ঞিক

১৯৮. কী উদ্দেশ্য নিয়ে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়েছিল ?

উত্তর: ইসলাম ধর্মের শুদ্ধিকরণের উদ্দেশ্য নিয়ে।

১৯৯. কে মিলনমন্দির প্রতিষ্ঠা করেন ?

উত্তর: আনন্দমোহন বসু

২০০. কে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন ?

উত্তর: সতীশচন্দ্র বসু

২০১. কে ইতিহাসকে বিজ্ঞানের একটি শাখা বলে মনে করেন ?

উত্তর: এল. ভি. রাঙ্কে

২০২. কে কবে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন স্থাপন করেন হয়?

উত্তর:1828 খ্রিষ্টাব্দে


২০৩. কে কবে ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন?

উত্তর: কেশবচন্দ্র সেন, 1866 খ্রিষ্টাব্দে

২০৪. কে জ্যোতিবা ফুলেকে মহাত্মা বলে সম্বোধন করেন?

উত্তর:বিঠলরাও কয়জি বকের

২০৫. কে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন ?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

২০৬. কে ভারতে ওয়াহাবি আন্দোলনের আরউত্তর:এক নাম কী ?

উত্তর: তরিকা-ই-মহম্মদিয়া।

২০৭. কে রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলেছেন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

২০৮. কে লক্ষ্মীভাণ্ডার প্রতিষ্ঠা করেন ?

উত্তর: সরলাদেবী চৌধুরানি

২০৯. কে,কবে ব্রাহ্মসভা স্থাপন করেন?

উত্তর:রাজা রামমোহন রায়,1828 খ্রিষ্টাব্দে

২১০. কেন ভাইকম সত্যাগ্রহ হয়েছিল?

উত্তর:হিন্দু মন্দিরে প্রবেশের অধিকারের দাবিতে

২১১. কেরলের উল্লেখযোগ্য দলিত আন্দোলন কোনটি?

উত্তর:ভাইকম সত্যাগ্রহ।

২১২. কোচবিহার কাপ ফুটবলের সূচনা করেন

উত্তর: কোচবিহারের মহারাজা

২১৩. কোথায় প্রথম নীলবিদ্রোহের সূচনা হয়েছিল ?

উত্তর: নদিয়ার কৃষ্ণনগরের পার্শ্ববর্তী চৌগাছা গ্রামে ।

২১৪. কোথায়, কোন সময়ে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়?

উত্তর: মেদিনীপুরের তমলুকে 1942 খ্রিস্টাব্দে

২১৫. কোন আইন দ্বারা বিধবা বিবাহ চালু হয়?

উত্তর:পঞ্চদশ রেগুলেটিং আইন দ্বারা।

২১৬. কোন আইন দ্বারা সতীদাহ প্রথা উচ্ছেদ করা হয়?

উত্তর:সপ্তদশ বিধি আইন দ্বারা।

২১৭. কোন আইনের দ্বারা ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে?

উত্তর: 1858 খ্রিস্টাব্দের কোম্পানি আইন দ্বারা

২১৮. কোন গভর্নরের সময় সতীদাহ প্রথা বিরোধী আইন বলবৎ হয়?

উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

২১৯. কোন গর্ভনরের আমলে এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়?

উত্তর: ওয়ারেন হেস্টিংস

২২০. কোন ঘটনার প্রেক্ষিতে গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন ?

উত্তর: চৌরিচৌরা কাণ্ড

২২১. কোন দিন চট্টগ্রাম অস্ত্রাগার লুষ্ঠিত হয় ?

উত্তর: 18 এপ্রিল, 1930

২২২. কোন পত্রিকায় জাতীয় কংগ্রেস কথা দুটি প্রথম প্রকাশিত হয় ?

উত্তর: বেঙ্গলি

২২৩. কোন পত্রিকায় নীল বিদ্রোহকে প্রথম বিপ্লব বলা হয়েছিল ?

উত্তর: অমৃতবাজার পত্রিকায়

২২৪. কোন পত্রিকায় প্রথম আধুনিক ভারতীয় ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল ?

উত্তর: অমৃতবাজার পত্রিকায়

২২৫. কোন পত্রিকায় সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয় ?

উত্তর: সঞ্জীবনী পত্রিকায়

২২৬. কোন বাঙালি প্রথম শব ব্যবচ্ছেদ করেছিলেন?

উত্তর: ডঃ মধুসূদন গুপ্ত

২২৭. কোন বিদেশিনী ভারতের বিপ্লবী আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিলেন?

উত্তর:ভগিনী নিবেদিতা

২২৮. কোন বিদ্রোহকে মহাবিদ্রোহের অগ্রদূতবলা হয় ?

উত্তর: সাঁওতাল বিদ্রোহকে

২২৯. কোন বিদ্রোহকে হিন্দুস্থানের যাযাবর, পেশাদার ডাকাতদের উপদ্রববলা হয়

উত্তর:সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে।

২৩০. কোন ব্রহ্মনেতা মহর্ষি নামে আখ্যায়িত হন?

উত্তর:দেবেন্দ্রনাথ ঠাকুর

২৩১. কোন যুদ্ধে তিতুমিরের মৃত্যু হয় ?

উত্তর: নারকেলবেড়িয়ার যুদ্ধে

২৩২. কোন শহরকে ভারতের স্টালিনগ্রাদ বলা হত ?

উত্তর:আমেদাবাদ

২৩৩. কোন সময় থেকে ভারতে নিম্নবর্গীয় ইতিহাসচর্চা শুরু?

উত্তর:বিশ শতকের 1980 এর দশকে

২৩৪. কোন সময়কে ভারতের নবজাগরণের বীজ বপনের যুগ বলা হয়?

উত্তর:1874 খ্রিষ্টাব্দকে

২৩৫. কোন্ দিন চট্টগ্রাম অস্ত্রাগার লুষ্ঠিত হয় ?

উত্তর: 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল

২৩৬. কোন্ দিন বিনয়-বাদল-দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন ?

উত্তর: 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর

২৩৭. কোন্ বিপ্লবী দলের নামে ব্রিটিশ সরকার হিন্দু ষড়যন্ত্র মামলা দায়ের করে ?

উত্তর:গদর পার্টির নামে

২৩৮. কোন্ বিপ্লবী বাংলার গভর্নর স্ট্যানলি জ্যানকে হত্যা করেন?

উত্তর:গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে

২৩৯. কোন্ যুদ্ধে সৈয়দ আহমেদের মৃত্যু হয় ?

উত্তর: বালাকোটের যুদ্ধে

২৪০. কোন্ সংগঠনের সদস্যদের নিয়ে বেঙ্গল ভলান্টিয়ার্স তৈরি হয়?

উত্তর:মুক্তিসংঘ

২৪১. কোল উপজাতিদের বাস ছিল-

উত্তর: ছোটোনাগপুর অঞ্চলে

২৪২. কোল সম্প্রদায়ের বাসভূমি কোথায় -

উত্তর: ঝাড়খণ্ডের রাঁচি ও ছোটোনাগপুর মালভূমি হল।

২৪৩. কোলদের গোষ্ঠী পতিকে বলা হত-

উত্তর: মানকি

২৪৪. কোলদের বাসস্থানের জন্য যে নতুন প্রদেশ গঠন করা হয়েছিল সেটির নাম কী?

উত্তর: দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি।

২৪৫. ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে স্থাপিত হয়?

উত্তর: 1792 খ্রিস্টাব্দে

২৪৬. ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সাসাইটির প্রতিষ্ঠাতা কে?

উত্তর: আশুতোষ মুখোপাধ্যায়

২৪৭. ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় কবে ?

উত্তর: 11 আগষ্ট, 1905 খ্রিস্টাব্দে

২৪৮. খুৎকাঠি কথার অর্থ কী ?

উত্তর: অর্থ জমির ওপর যৌথ মালিকানা।

২৪৯. খুৎকাঠি প্রথা যে বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল তা হল

উত্তর:মুন্ডা বিদ্রোহ

২৫০. খেলাধুলার ইতিহাসচর্চা কোন্ সময় থেকে শুরু হয়?

উত্তর: 1970 খ্রিস্টাব্দ

২৫১. গড়বা কোন রাজ্যের নৃত্য শিল্প?

উত্তর: গুজরাট

২৫২. গণবাণী পত্রিকা কে সম্পাদনা করতেন ?

উত্তর: মুজফফর আহমেদ।

২৫৩. গদর কথার অর্থ কী ?

উত্তর: বিপ্লব।

২৫৪. গদর পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 1913 খ্রিস্টাব্দে

২৫৫. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর: লালা হরদয়াল।

২৫৬. গান্ধি বনাম লেনিন পুস্তিকাটি রচনা করেন কে?

উত্তর: এস এ ডাঙ্গে

২৫৭. গান্ধি-আম্বেদকর-এর মধ্যে পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?

উত্তর: 1932 খ্রিস্টাব্দের 25 সেপ্টেম্বর

২৫৮. গান্ধিজি ও আম্বেদকরের মধ্যে বিতর্ক হয় কোন্ বিষয়ে?

উত্তর: সাম্প্রদায়িক বাঁটোয়ারার ঘোষণাকে কেন্দ্র করে

২৫৯. গান্ধিজি ডান্ডি উপকূলের উদ্দেশে কবে যাত্রা শুরু করেন ?

উত্তর:গান্ধিজি 1930 খ্রিস্টাব্দের 12 মার্চ

২৬০. গান্ধিজি দলিত সম্প্রদায়ের কী নামকরণ করেছিলেন?

উত্তর:হরিজন

২৬১. গিরনি কামগর ইউনিয়নের সম্পাদক কে ছিলেন ?

উত্তর: পি সি যোশী

২৬২. গোবর গুহ কোন্ খেলায় পারদর্শী ছিলেন ?

উত্তর: কুস্তি

২৬৩. গোবর গুহের প্রকৃত নাম কী?

উত্তর: যতীন্দ্রপ্রসাদ গুহ

২৬৪. গ্রামবার্তা প্রকাশিকার প্রথম সম্পাদক ছিলেন?

উত্তর: কাঙাল হরিনাথ মজুমদার

২৬৫. গ্রিন ইম্পিরিয়ালিজম গ্রন্থের লেখক কে?

উত্তর: রিচার্ড গ্রোভ

২৬৬. চট্টগ্রামে কার নেতৃত্বে ভারতীয় অস্থায়ী স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: সূর্য সেনের

২৬৭. চট্টগ্রামে বিপ্লববাদের অগ্নিপুরুষ কে ছিলেন?

উত্তর:সূর্য সেন।

২৬৮. চন্দননগর বিপ্লবী সমিতির প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: মতিলাল রায়

২৬৯. চলচ্চিত্রের পরিকল্পনাকে প্রথম বাস্তবায়িত করেন?

উত্তর: টমাস আলভা এডিসন

২৭০. চাইবাসার যুদ্ধ কবে হয়েছিল ?

উত্তর:1821 খ্রিস্টাব্দে হয়েছিল।

২৭১. চাইবাসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

উত্তর: ওয়াহাবিদের সঙ্গে ইংরেজদের মধ্যে হয়েছিল।

২৭২. চাইবাসার যুদ্ধ কোলদের সঙ্গে যাদের হয়েছিল?

উত্তর: ইংরেজ

২৭৩. চারু মজুমদার কোন্ কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন ?

উত্তর: তেভাগা আন্দোলন

২৭৪. চুয়াড় বিদ্রোহ সংঘটিত হয়েছিল

উত্তর: দুটি পর্বে

২৭৫. চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন-

উত্তর: দুর্জন সিংহ

২৭৬. জগন্নাথ ধল যে অঞ্চলের জমিদার ছিলেন-

উত্তর: ঘাটশিলা (মানভূম)

২৭৭. জয়শ্রী পত্রিকা কোন্ সংঘের সাথে যুক্ত ছিল?

উত্তর: দীপালি সংঘের

২৭৮. জাতীয় মেলা কবে স্থাপিত হয়?

উত্তর: 1867 খ্রিষ্টাব্দে

২৭৯. জাতীয় মেলার প্রতিষ্ঠাতা ছিলেন?

উত্তর: নবগোপাল মিত্র

২৮০. জাতীয় শিক্ষা আন্দোলনের অন্যতম প্রবক্তা কে ?

উত্তর: সতীশচন্দ্র মুখোপাধ্যায়।

২৮১. জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: 11 মার্চ, 1906 খ্রিস্টাব্দে

২৮২. জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন ?

উত্তর: সত্যেন্দ্রনাথ ঠাকুর

২৮৩. জাতীয় শিক্ষার প্রসারে কে 1 লক্ষ টাকা প্রদান করেন?

উত্তর:সুবোধচন্দ্র মল্লিক

২৮৪. জামিয়া মিলিয়া ইসলামিয়া অসহযোগ আন্দোলন পর্বে কে গড়ে তোলেন?উত্তর:

 জাকির হোসেন

২৮৫. জাস্টিস পার্টি কবে গঠন করা হয় ?

উত্তর:জাস্টিস পার্টি 1916 খ্রিস্টাব্দে

২৮৬. জীবনের জলসাঘর গ্রন্থটির লেখক কে?

উত্তর: মান্না দে

২৮৭. জীবনের ঝরাপাতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?

উত্তর:দেশ পত্রিকায়

২৮৮. জীবনের ঝরাপাতা রচনা করেন?

উত্তর: সরোলাদেবী চৌধুরানী

২৮৯. ঝাসির রানি রেজিমেন্ট কবে গঠিত হয়?

উত্তর:1943 খ্রিস্টাব্দে

২৯০. ডিফেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক কে ছিলেন?

উত্তর: অরবিন্দ ঘোষ ও সুকুমার মিত্র।

২৯১. ডিরোজিয়োর অনুগামীদের বলা হত?

উত্তর: নব্যবঙ্গীয় গোষ্ঠী

২৯২. ঢাকায় তৈরি হওয়া হেমচন্দ্র ঘোষের দলটির নাম কী ?

উত্তর: মুক্তিসংঘ।

২৯৩. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর:অক্ষয় কুমার দত্ত

২৯৪. তত্ত্ববোধিনী সভা গঠন করেছিলেন?

উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর

২৯৫. তাসখন্দে প্রতিষ্ঠিত ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক কে ছিলেন?

উত্তর:মহঃ সফিক সিদ্দিকি।

২৯৬. তিতুমিরের আন্দোলন ছিল-

উত্তর:ইংরেজ বিরোধী

২৯৭. তিতুমিরের আন্দোলনের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

২৯৮. তিতুমিরের প্রকৃত নাম

উত্তর:মির নিশার আলি

২৯৯. তিতুমিরের সেনাপতি ছিলেন-

উত্তর:গোলাম মাসুম

৩০০. তিন আইন কবে পাস হয়?

উত্তর:1872 খ্রিষ্টাব্দে


৩০১. তেভাগা আন্দোলনের দুজন নেতার নাম করো?

উত্তর: গুরুদাস তালুকদার ও চারু মজুমদার।

৩০২. তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত একজন মহিলা নেত্রীর নাম লেখো।

উত্তর:বিমলা মন্ডল

৩০৩. তেলেঙ্গানা বিদ্রোহের দুজন নেতার নাম করো?

উত্তর: রবি রেড্ডি ও ইয়েলো রেড্ডি।

৩০৪. তেলেঙ্গানা বিদ্রোহের নেতা কে ছিলেন?

উত্তর: রবি রেড্ডি

৩০৫. ত্তর বছর গ্রন্থের লেখক কে?

উত্তর: বিপিনচন্দ্র পাল

৩০৬. দক্ষিণ ভারতের কোন সমাজ সংস্কারক মহাত্মা উপাধি লাভ করেন ?

উত্তর: জ্যোতিবা ফুলে

৩০৭. দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়?

উত্তর:বীরসালিঙ্গন পান্তুলু

৩০৮. দক্ষি- পশ্চিম সীমান্ত আইন গঠিত হয়-

উত্তর:1834 খ্রিস্টাব্দে

৩০৯. দলন শব্দটির অর্থ কী?

উত্তর:বলপূর্বক দমন করা।

৩১০. দলিত কথাটির উৎপত্তি কোন্ শব্দ থেকে হয়েছে?

উত্তর: দলন শব্দ থেকে হয়েছে।

৩১১. দাদন কথার অর্থ হল

উত্তর:অগ্রিম অর্থ প্রদান

৩১২. দিকদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন

উত্তর: জন ক্লার্ক মার্শম্যান

৩১৩. দিকদর্শন সমাচার দর্পণ পত্রিকা দুটির প্রথম প্রকাশ করা হয় কবে?

উত্তর:1818 খ্রিষ্টাব্দে

৩১৪. দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন?

উত্তর: মার্শম্যান

৩১৫. দীপালি সংঘ প্রতিষ্ঠা কে করেছিলেন?

উত্তর: লীলা নাগ (রায়)

৩১৬. দুদুমিঞা কে ছিলেন ?

উত্তর: ফরাজি আন্দোলনের নেতা

৩১৭. দুদুমিঞার মৃত্যুর পর কে ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন ?

উত্তর: নোয়ামিঞা।

৩১৮. দেওয়ান চমনলাল কে ছিলেন ?

উত্তর: AITUC-র প্রথম সাধারণ সম্পাদক।

৩১৯. দেবী চৌধুরানির নাম কোন্ বিদ্রোহের সঙ্গে যুক্ত ?

উত্তর: সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সঙ্গে।

৩২০. কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজক ছিলেন

উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

৩২১. দ্বিতীয় গোলটেবিল এ ভারতের একমাত্র মহিলা প্রতিনিধি হিসেবে কে যোগদান করেন?

উত্তর:সরোজিনী নাইডু

৩২২. দ্বিভাষিক দেবদাস চলচ্চিত্রটির পরিচালক কে ?

উত্তর: প্রমোথেশ বড়ুয়া

৩২৩. দ্য স্পার্ক অফ রেভোলিউশন (The Spark of Revolution) গ্রন্থটি কার লেখা?

উত্তর: বিপ্লবী অরুণচন্দ্র গুহ-র

৩২৪. ধরতি আবা কাকে বলা হত?

উত্তর: বিরসা মুন্ডাকে, কথাটির অর্থ পৃথিবীর পালক বা পিতা

৩২৫. ধরসানা লবণগোলা সত্যাগ্রহে কে নেতৃত্ব দেন ?

উত্তর: সরোজিনী নাইডু।

৩২৬. ধানবাদ মাইনিং কলেজ কবে স্থাপিত হয় ?

উত্তর: 1926 খ্রিস্টাব্দে

৩২৭. নওজোয়ানের ভারতসভার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর: ভগৎ সিং।

৩২৮. নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয় কবে?

 উত্তর: বিশ শতকের 1960 এর দশকে

৩২৯. নতুন সামাজিক ইতিহাসে কাদের কথা বলা হয়েছে ?

উত্তর: সাধারণ মানুষদের

৩৩০. নববিধানউত্তর:এর প্রতিষ্ঠাতা কে?

উত্তর: কেশবচন্দ্র সেন(1880 খ্রীষ্টাব্দে)

৩৩১. নব্য বেদান্তের স্রষ্টা ছিলেন?

উত্তর: স্বামী বিবেকানন্দ

৩৩২. নব্যবঙ্গ চিত্রকলার জনক নামে কে পরিচিত ?

উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর

৩৩৩. নমঃশূদ্র সম্প্রদায়ের সংগঠনের নাম কী ছিল?

উত্তর:মতুয়া মহাসংঘ।

৩৩৪. নমঃশূদ্ররা পূর্বে কী নামে পরিচিত ছিলেন?

উত্তর: চন্ডাল

৩৩৫. নাগাল্যান্ডে আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণকারী বিখ্যাত রমণীর নাম কী?

উত্তর: রানি গিদালো বা গুইদালো

৩৩৬. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাস হয়?

উত্তর:1876 খ্রিষ্টাব্দে

৩৩৭. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে বলবত্ করেন?

উত্তর: লর্ড নর্থব্রুক

৩৩৮. নানাসাহেবের প্রকৃত নাম কী ?

উত্তর: গোবিন্দ ধন্দুপথ

৩৩৯. নারী কর্মসমিত কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: উর্মিলা দেবী

৩৪০. নারী সত্যাগ্রহ সমিতি-র সম্পাদক কে ছিলেন?

উত্তর:শান্তি দাশ

৩৪১. নারীমুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়?

উত্তর: বিদ্যাসাগর

৩৪২. নিজ খামারে ধান তোলো এটি কোন আন্দোলনের শ্লোগান ?

উত্তর: তেভাগা

৩৪৩. নীল কমিশন কবে গঠিত হয় ?

উত্তর: 1860 খ্রিস্টাব্দের মার্চ মাসে।

৩৪৪. নীল বিদ্রোহ হয়েছিল

উত্তর:1859-60 খ্রিস্টাব্দে

৩৪৫. নীল বিদ্রোহের একজন নেতা ছিলেন

উত্তর:বিষ্ণুচরণ বিশ্বাস

৩৪৬. নীল বিদ্রোহের একটি কেন্দ্র ছিল

উত্তর:যশোহর

৩৪৭. নীল বিদ্রোহের ছবি ফুটে উঠেছে-

উত্তর:নীলদর্পণ নাটকে

৩৪৮. নীল বিদ্রোহের সময় বড়োলাট ছিলেন

উত্তর:লর্ড ডালহৌসি

৩৪৯. নীল বিদ্রোহের সময় বাংলার ছোটোলাট কে ছিলেন ?

উত্তর: জে.পি. গ্রান্ট।

৩৫০. নীল বিদ্রোহের সূচনা হয়েছিল যাদের মাধ্যমে

উত্তর: দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস

৩৫১. নীলদর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেছিলেন?

উত্তর:মধুসূদন দত্ত।

৩৫২. নীলদর্পণ নাটকটি কার লেখা এবং এটি কবে প্রকাশিত হয়?

উত্তর: দীনবন্ধু মিত্রের,1860 খ্রীষ্টাব্দে।

৩৫৩. নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কার নামে প্রকাশিত হয় ?

উত্তর:রেভারেন্ড জেমস লং

৩৫৪. পঞ্চম আইন পাস হয়েছিল

উত্তর:1830 খ্রিস্টাব্দে

৩৫৫. পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?

উত্তর: সত্যজিৎ রায়

৩৫৬. পরাধীন ভারতের প্রথম ষড়যন্ত্র মামলা কী ?

উত্তর: আলিপুর বোমা মামলা

৩৫৭. পশ্চিম ভারতে দলিত আন্দোলনের পথপ্রদর্শক কে ছিলেন?

 উত্তর:জ্যোতিবা ফুলে।

৩৫৮. পাকপ্রণালী গ্রন্থের লেখক কে?

উত্তর: বিপ্রদাস মুখোপাধ্যায়

৩৫৯. পাগলপন্থী আন্দোলনের নেতা ছিলেন

উত্তর:টিপু শাহ

৩৬০. পাবনা জেলার ইতিহাস কে রচনা করেন ?

উত্তর: রাধারমণ সাহা

৩৬১. পাবনার কৃষক বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল

উত্তর:1870 খ্রিস্টাব্দে

৩৬২. পাবনার কৃষক বিদ্রোহ কবে সংঘঠিত হয়েছিল ?

উত্তর: 1873 খ্রিস্টাব্দে

৩৬৩. পাবনার কৃষক বিদ্রোহের মূলনেতা কে ছিলেন ?

উত্তর: ঈশানচন্দ্র রায়।

৩৬৪. পাবনার কৃষক বিদ্রোহের সময় কে বিদ্রোহী রাজা নামে পরিচিত ছিলেন ?

উত্তর: ঈশানচন্দ্র রায় -কে ।

৩৬৫. পি.এম.বাগচি অ্যান্ড কোং কবে স্থাপিত হয় ?

উত্তর: 1883 খ্রিস্টাব্দে

৩৬৬. পুন্নাপ্রাভায়লার আন্দোলনের দুজন নেতা হলেন

উত্তর: কে.সি জর্জ ও টি ভি টমাস।

৩৬৭. পুরুলিয়ার একটি জনপ্রিয় নৃত্যের নাম কর?

উত্তর: ছো নাচ

৩৬৮. পেডলার সার্কুলার কবে গৃহীত হয় ?

উত্তর: 21 অক্টোবর, 1905 খ্রিস্টাব্দে

৩৬৯. প্রথম কবে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ?

উত্তর: 1978, 5 ই জুন

৩৭০. প্রথম কোন বইটি লাইনে টাইপে মুদ্রিত হয়?

উত্তর: এ গ্রামার অব দ্য বেঙ্গাল ল্যাঙ্গুয়েজ

৩৭১. প্রথম বাংলা হরফের নির্মাতা কে ?

উত্তর: চার্লস উইলকিনসন

৩৭২. প্রথম ভারত-সচিব কে ছিলেন ?

উত্তর: লর্ড স্ট্যানলে

৩৭৩. প্রথম মার্জিত বাংলা হরফ কে নির্মাণ করেন ?

উত্তর: পঞ্চানন কর্মকার

৩৭৪. প্রথম স্বীকৃত ভারতীয় ফোটোগ্রাফারের নাম কী?

উত্তর: লীলা দিনদয়াল

৩৭৫. প্রবন্ধ চিন্তামনী থেকে ভারতের কোথাকার ইতিহাস জানা যায়?

উত্তর: গুজরাট

৩৭৬. প্রাচীন ভারতে কাদের পঞ্চম জাতি বলা হত ?

উত্তর: অস্পৃশ্যদের

৩৭৭. প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কাকে?

উত্তর: ফোর্ট উইলিউম কলেজকে

৩৭৮. প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কাকে?

উত্তর: ফোর্ট উইলিয়ম কলেজকে

৩৭৯. প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে কবে ইউরোপিয়ান ক্লাব আক্রান্ত হয় ?

উত্তর: 1932 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর

৩৮০. প্রীতিলতা কোন্ অভিযানের নেত্রী ছিলেন ?

উত্তর: পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব অভিযানের নেত্রী

৩৮১. প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা হলেন?

উত্তর: ডেভিড হেয়ার

৩৮২. ফকির অব জঙ্গিরা কাব্য গ্রন্থটি কার লেখা?

উত্তর:ডিরোজিওর

৩৮৩. ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: সুভাষচন্দ্র বসু

৩৮৪. ফরাজি আন্দোলনের একজন নেতা ছিলেন?

উত্তর:দুদুমিঞা

৩৮৫. উদ্বোধন পত্রিকার প্রকাশক হলেন ?

উত্তর: বিবেকানন্দ

৩৮৬. ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন?

উত্তর:হাজি শরিয়তউল্লাহ

৩৮৭. ফরাজি শব্দের অর্থ কি?

উত্তর: ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য।

৩৮৮. ফুলতার কার ছদ্মনাম ?

উত্তর: প্রীতিলতা ওয়াদ্দেদার

৩৮৯. ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয়?

উত্তর: 1800 খ্রিষ্টাব্দে

৩৯০. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?

উত্তর: লর্ড ওয়েলেসলি

৩৯১. ফ্রেসকো কি?

উত্তর: এক ধরণের দেওয়াল চিত্র

৩৯২. ফ্লাউড কমিশন কোন আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত ?

উত্তর: তেভাগা আন্দলোনের

৩৯৩. বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের উল্লেখ আছে সেটি হল?

উত্তর: আনন্দমঠ

৩৯৪. বঙ্গভঙ্গ প্রস্তাবের বিরোধিতা করে কে রাখিবন্ধন উৎসব পালন করেন ?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

৩৯৫. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন বিদেশি মহিলার নাম করো।

উত্তর: ভগিনী নিবেদিতা

৩৯৬. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কে লক্ষ্মী ভাণ্ডার গড়ে তোলেন ?

উত্তর: সরলাদেবী চৌধুরানি

৩৯৭. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সূচনার সময় ভারতের বড়োলাট কে ছিলেন ?

উত্তর: লর্ড কার্জন।

৩৯৮. বঙ্গভঙ্গের দিন ধার্য হয় কবে ?

উত্তর: 16ই অক্টোবর, 1905 খ্রীষ্টাব্দে

৩৯৯. বঙ্গভঙ্গের প্রস্তাব কে ঘোষণা করেন ?

উত্তর: লর্ড কার্জন

৪০০. বঙ্গভঙ্গের বিরোধিতা করে কে রাখিবন্ধন উৎসব পালন করেন ?

উত্তর:রবীন্দ্রনাথ ঠাকুর


৪০১. বঙ্গলক্ষ্মীর ব্রতকথা কে রচনা করেন?

উত্তর:রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

৪০২. বন্দেমাতরম মন্ত্র উচ্চারণের জন্য কাকে বেত্রাঘাত করা হয়?

উত্তর:সুশীল সেনকে

৪০৩. বন্দেমাতরম সঙ্গীতটি কবে ভারতের জাতীয় সংগীত হিসাবে গৃহীত হয়?

উত্তর:1905খ্রিষ্টাব্দে

৪০৪. বন্দেমাতরম সঙ্গীতটি কবে রচিত হয়?

উত্তর:1875 খ্রিষ্টাব্দে

৪০৫. বন্দেমাতরম সঙ্গীতটি কোন উপন্যাসের অন্তর্গত?

উত্তর:আনন্দমঠ

৪০৬. বন্দেমাতরমকবে ভারতের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয় ?

উত্তর: 1905 খ্রিস্টাব্দে

৪০৭. বয়কট এর প্রস্তাব কোন্ পত্রিকা প্রচার করে ?

উত্তর:সঞ্জীবনী পত্রিকা

৪০৮. বরিশালের মুকুটহীন রাজা বলা হত কাকে ?

উত্তর: অশ্বিনীকুমার দত্তকে

৪০৯. বর্তমান বিশ্বভারতীর আদি নাম কী ছিল ?

উত্তর:ব্রম্মচর্যাশ্রম

৪১০. বর্তমান ভারত কে রচনা করেন?

উত্তর: স্বামী বিবেকানন্দ

৪১১. বর্তমান ভারত গ্রন্থটি কার লেখা?

উত্তর: স্বামী বিবেকানন্দ

৪১২. বর্তমানে প্রশাসনিক পরিভাষায় দলিতদের কী বলা হয়?

উত্তর:তফশিলভুক্ত জাতি।

৪১৩. বলাকোটের যুদ্ধ কবে হয় ?

উত্তর: 1831 খ্রিস্টাব্দে

৪১৪. বসু বিজ্ঞান মন্দির এর প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: জগদীশচন্দ্র বসু

৪১৫. বাঁশের কেল্লা তৈরি করেন

উত্তর:তিতুমির

৪১৬. বাংলা বিভাজনের পরিকল্পনা কবে ঘোষিত হয়?

উত্তর: 1905 খ্রিস্টাব্দের 19 জুলাই

৪১৭. বাংলা বিভাজনের পরিকল্পনা কবে বাস্তবায়িত হয়?

উত্তর:1905 খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর

৪১৮. বাংলা ভাষায় প্রকাশিত একটি সাম্যবাদী পত্রিকার নাম করো?

উত্তর: ধূমকেতু।

৪১৯. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কী ?

উত্তর: সংবাদ প্রভাকর

৪২০. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পুস্তকের নাম কী ?

উত্তর: এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ

৪২১. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রটির নাম কি?

উত্তর: দিগদর্শন

৪২২. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক সংবাদপত্র কোনটি?

উত্তর: সোমপ্রকাশ

৪২৩. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি?

উত্তর: দিগদর্শন

৪২৪. বাংলা ভাষায় প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র কী ?

উত্তর: জামাইশষ্ঠী

৪২৫. বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী কাকে বলা হয়?

উত্তর: রামমোহন রায়

৪২৬. বাংলা হরফের প্রথম ব্লক কবে তৈরি হয় ?

উত্তর: 1778 খ্রিস্টাব্দে

৪২৭. বাংলায় ওয়াহাবি আন্দোলনের সূচনা করেছিলেন?

উত্তর:তিতুমির

৪২৮. বাংলায় কমিউনিস্ট আন্দোলনের জনক বলা হয়?

উত্তর: মুজাফফর আহমেদ

৪২৯. বাংলায় কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠা করেন ?

উত্তর: ফজলুল হক এবং আক্রাম খাঁ।

৪৩০. ন্যাশনাল জিমনাসিয়াম প্রতিষ্ঠা করেন 

উত্তর: নবগোপাল মিত্র

৪৩১. বাংলায় তেভাগা আন্দোলনের সূচনা হয় কবে?

উত্তর: 1946 খ্রিস্টাব্দে

৪৩২. বাংলায় থিয়েটার হল (Hall) কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর:1995 খ্রিস্টাব্দে

৪৩৩. বাংলায় বন্দিনী বামামুক্তির যুগ বলা হয় কোন সময়কে?

উত্তর: ঊনিশ শতককে

৪৩৪. বাংলায় মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর:হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর।

৪৩৫. বাংলায় মুদ্রণ শিল্পের জনক বলা হয় কাকে?

উত্তর: চার্লস উইলকিনসনকে

৪৩৬. বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হল?

উত্তর:চুয়াড় বিদ্রোহ

৪৩৭. বাংলার ওয়াট টাইলার কাদের বলা হয় ?

উত্তর: বিয়ুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসকে।

৪৩৮. বাংলার কোন কৃষক সংগঠন তেভাগা আন্দোলনের ডাক দেয় ?

উত্তর: বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা

৪৩৯. বাংলার কোন বিপ্লবী কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন ?

উত্তর: বাংলার বিপ্লবী বটুকেশ্বর দত্ত

৪৪০. বাংলার কোন মহিলা সত্যাগ্রহীকে জোয়ান অব আর্ক বলা হয় ?

উত্তর:মাতঙ্গিনি হাজরাকে

৪৪১. বাংলার কোন শতকের নবজাগরণের শতক বলা হয়?

উত্তর:ঊনিশ শতককে

৪৪২. বাংলার কোন শিক্ষা প্রতিষ্ঠানকে গোলদিঘির গোলামখানা বলা হয়?

উত্তর: কলকাতা বিশ্ব বিদ্যালয়কে

৪৪৩. বাংলার কোন্ জাতীয়তাবাদী নেতাকে দেশপ্রাণ বলা হত ?

উত্তর:বীরেন্দ্রনাথ শাসমলকে

৪৪৪. বাংলার ক্যাসটন বলা হয় কাকে?

উত্তর: চার্লস উইলকিনসনকে

৪৪৫. বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে কে হত্যার পরিকল্পনা করেন?

উত্তর: বীণা দাস

৪৪৬. বাংলার ছাত্র সংগঠন আইন অমান্য আন্দোলনে গুরত্বপূর্ন ভূমিকা নেয়?

উত্তর:All Bengal Students Association

৪৪৭. বাংলার নমঃশূদ্র আন্দোলনের জনক কে?

উত্তর:শ্রী শ্রী হরিচাদ ঠাকুর।

৪৪৮. বাংলার নানাসাহেব কাকে বলা হত ?

উত্তর: রামরতন মল্লিককে ।

৪৪৯. বাংলার নানাসাহেব নামে পরিচিত ছিলেন

উত্তর: বিষ্ণুচরণ বিশ্বাস

৪৫০. বাংলার প্রথম খাদ্যপ্রণালী সম্পর্কিত বই হল-

উত্তর: প্রাক রাজেশ্বর

৪৫১. বাংলার প্রথম বিধবা পাত্রী কে ছিলেন?

উত্তর:কালীমতি দেবি

৪৫২. বাংলার প্রথম মহিলা স্নাতক কারা ছিলেন?

উত্তর:চন্দ্রমুখী বসু ও কাদ্বম্বিনী গাঙ্গুলি

৪৫৩. বাংলার বাঘ কাকে বলা হয় ?

উত্তর: আশুতোষ মুখোপাধ্যায়

৪৫৪. বাংলার বাঘ বলা হয় কাকে?

উত্তর: স্যার আশুতোষ মুখোপাধ্যায়

৪৫৫. বাংলার বিশে ডাকাত নামে পরিচিত ছিলেন

উত্তর: বিশ্বনাথ সর্দার

৪৫৬. বাংলার বিশ্বকর্মা বলা হয় কাকে?

উত্তর: স্যার রাজেন্দ্রনাথ মুখার্জিকে

৪৫৭. বাংলার মুকুটহীন রাজা বলা হত কাকে ?

উত্তর: সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়কে

৪৫৮. বাংলার সামাজিক ইতিহাস-এর লেখক কে?

উত্তর: দূর্গাদাস সান্যাল

৪৫৯. বাউল গানের প্রবর্তক কে ছিলেন?

উত্তর: লালন ফকির

৪৬০. বাগচি অ্যান্ড কোং-এর পূর্ব নাম কী ছিল ?

উত্তর: দর্জিপাড়া কেমিক্যাল ওয়ার্কস

৪৬১. বাঘাযতীন নামকরণটি কে করেন?

উত্তর: ডা. সুরেশ প্রসাদ সর্বাধিকারী।

৪৬২. বাঘাযতীনের পুরো নাম কী ?

উত্তর: যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।

৪৬৩. বাঙালি মহিলার শাড়ি পরিধানের ব্রাত্মিকা রীতির প্রচলন প্রথম কোথায় শুরু হয় ?

উত্তর: জোড়াসাঁকোর ঠাকুর পরিবার

৪৬৪. বাঙ্গালা গেজেটর প্রকাশক কে ছিলেন ?

উত্তর: গঙ্গাকিশোর ভট্টাচার্য

৪৬৫. বামাবোধিনী পত্রিকা সমাজের কোন শ্রেণীর মানুষদের নিয়ে আলোচনা করে?

উত্তর: নারীদের পত্রিকা

৪৬৬. বামা্বোধিনী পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়?

উত্তর:1861 খ্রিস্টাব্দে

৪৬৭. বামা্বোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে?

উত্তর:উমেশচন্দ্র দত্ত

৪৬৮. বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় কবে?

উত্তর:1792 খ্রিষ্টাব্দে

৪৬৯. বালাকোটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

উত্তর: শিখ বাহিনী ও সৈয়দ আহমেদের ওয়াহাবি বাহিনীর মধ্যে

৪৭০. বাসন্তী দেবী কেন বিখ্যাত?

উত্তর:1921 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনে কারাবরণ করে

৪৭১. বিধবা বিবাহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন?

উত্তর:লর্ড ক্যানিং

৪৭২. বিধবাবিবাহ আইন পাস হয়েছিল?

উত্তর:1858 খ্রিষ্টাব্দে 19 শে জুলাই

৪৭৩. বিনয়কৃয় বসু কাদের লক্ষ্য করে গুলি চালান?

উত্তর: জেনারেল লোম্যান এবং পুলিশ সুপার হাডসন- কে

৪৭৪. বিনয়কৃয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত কোন্ বিপ্লবী দলের সদস্য ছিলেন ?

উত্তর:বেঙ্গল ভলান্টিয়ার্স

৪৭৫. বিপ্লব শব্দের অর্থ হল-

উত্তর:আমূল পরিবর্তন

৪৭৬. বিপ্লবী এম এন রায়ের প্রকৃত নাম কী ?

উত্তর: নরেন্দ্রনাথ ভট্টাচার্য

৪৭৭. বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় কবে?

উত্তর: 11 আগষ্ট, 1908 খ্রিস্টাব্দে

৪৭৮. বিপ্লবী দীনেশ গুপ্তের মৃত্যু হয় কীভাবে?

উত্তর: ফাঁসিতে

৪৭৯. বিপ্লবী নরেন্দ্রনাথ ভট্টাচার্যের ছদ্মনাম কী ?

উত্তর: মানবেন্দ্রনাথ রায় (এম এন রায়)।

৪৮০. বিরসা মুন্ডার উপাস্য দেবতা ছিল

উত্তর: সূর্য।

৪৮১. বিশ্ব সিনেমার জনক কাকে বলা হয়?

উত্তর: লুমিয়ের ব্রাদার্স

৪৮২. বিশ্বভারতী কত খ্রিস্টাব্দে ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উন্নীত হয়?

উত্তর:1951 খ্রিস্টাব্দে

৪৮৩. বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: 1921 খ্রিস্টাব্দে

৪৮৪. বিশ্বে সিনেমা বা চলচ্চিত্রের পথ চলা শুরু হয় কত সালে?

উত্তর: 1895,28 শে ডিসেম্বর

৪৮৫. বিশ্বের প্রথম মুদ্রিত বইয়ের নাম কী?

উত্তর: হীরকসূত্র

৪৮৬. বিহু কোন্ রাজ্যের নৃত্য শিল্প?

উত্তর: অসম

৪৮৭. বীণা দাস কখন কংগ্রেসে যোগ দেন ?

উত্তর:1939 খ্রিস্টাব্দে

৪৮৮. বীণা দাস কে ছিলেন?

উত্তর:সুভাষচন্দ্র বসুর শিক্ষাগুরু বেণীমাধব দাসের কন্যা।

৪৮৯. বীণা দাস কোন্ বিপ্লবী দলের সঙ্গে যুক্ত ছিলেন ?

উত্তর:ছাত্রীসংঘের

৪৯০. বীরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ পরিচালিত হয় কবে ?

উত্তর:1895 খ্রিস্টাব্দের জুলাই-আগস্ট মাসে।

৪৯১. বীরাষ্টমী ব্রত প্রতাপাদিত্য উৎসব কে চালু করেন?

উত্তর:সরলাদেবী চৌধুরাণী।

৪৯২. বুড়িবালামের যুদ্ধের অপর নাম কী ?

উত্তর: ইন্দো-জার্মান ষড়যন্ত্র।

৪৯৩. বুধু ভগত কবে বিদ্রোহ ঘোষণা করেছিলেন

উত্তর:1831খ্রিস্টাব্দে।

৪৯৪. বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউ, ওয়ার্কস-এর প্রতিষ্ঠাতা কে?

উত্তর: আচার্য প্রফুল্লচন্দ্র রায়

৪৯৫. বেঙ্গল গেজেট এর প্রথম সম্পাদক কে ছিলেন?

উত্তর: জেমস আগাস্টাস হিকি

৪৯৬. বেঙ্গল গেজেট কি ধরনের পত্রিকা ছিল?

উত্তর:মাসিক

৪৯৭. বেঙ্গল গেজেট-র প্রথম সম্পাদক কে ছিলেন ?

উত্তর: জেমস অগাস্টাস হিকি

৪৯৮. বেঙ্গল টকনিক্যাল ইন্সটিটিস্টটের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: স্যার তারকানাথ পালিত

৪৯৯. বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট-এর অপর নাম কি?

উত্তর: কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ

৫০০. বেঙ্গল ভলান্টিয়ার্স দল গড়ে ওঠে-

উত্তর:1928 খ্রিস্টাব্দে


৫০১. বেঙ্গল ভলান্টিয়ার্সের প্রধান নেতা কে ছিলেন?

উত্তর:হেমচন্দ্র ঘোষ

৫০২. বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর: সুভাষচন্দ্র বসু।

৫০৩. বোধদয় কে রচনা করেন?

উত্তর:ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৫০৪. বোম্বাইতে ভারত ছাড়ো আন্দোলনে কোন নারী উল্লেখযোগ্য ভূমিকা নেন?

উত্তর:অরুণা আসফ আলি

৫০৫. বোম্বাইয়ের রেল শ্রমিকরা প্রথম কবে গান্ধি দিবসপালন করে ?

উত্তর: 1930 খ্রিস্টাব্দের 6 জুলাই

৫০৬. বোরিয়া মজুমদার কোন খেলার ইতিহাসচর্চা করেন?

উত্তর: ক্রিকেট

৫০৭. বোসন কণা-র আবিষ্কারক কে ?

উত্তর: বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু

৫০৮. ব্যারাকপুরে সিপাহি বিদ্রোহ কবে শুরু হয় ?

উত্তর: 1857 খ্রিস্টাব্দের 29 মার্চ

৫০৯. ব্যারাকপুরে সিপাহি বিদ্রোহের সূচনা করেন কে ?

উত্তর: মঙ্গল পান্ডে

৫১০. ব্রহ্মানন্দ উপাধিতে কে কাকে ভূষিত করেন ?

উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে

৫১১. ব্রাহ্ম সভা কবে স্থাপিত হয়?

উত্তর: 1828 খ্রিষ্টাব্দে

৫১২. ব্রাহ্ম সভার প্রথম সম্পাদক কে ছিলেন?

উত্তর:তারাচাঁদ চক্রবর্তী

৫১৩. ব্রিটিশ ভারতে দলিতদের তিনটি সমস্যা কী ছিল?

উত্তর:সামাজিক মর্যাদা, শিক্ষা-কর্মসংস্থান ও প্রতিনিধিত্ব।

৫১৪. ব্রিটিশ সরকার পরিচালিত ভারতের কমিউনিস্ট বিরোধী প্রথম মামলাটি কী ছিল ?

উত্তর:পেশোয়া ষড়যন্ত্র মামলা।

৫১৫. ব্রিটিশ-ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকবে স্থাপিত হয় ?

উত্তর: 1851 খ্রিস্টাব্দে

৫১৬. ব্রিটিশ-ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কে ছিলেন?

উত্তর: রাধাকান্ত দেব।

৫১৭. ব্রিটিশ-ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক কে ছিলেন?

উত্তর: দ্বারকানাথ ঠাকুর।

৫১৮. ব্রিটেনে ভারতীয় বিপ্লববাদের জনক কাকে বলা হয় ?

উত্তর: শ্যামজি কৃষ্ণবার্মাকে ।

৫১৯. ভগিনী নিবেদিতা অনুশীলন সমিতিকে কী উপহার দিয়েছিলেন?

উত্তর: ম্যাৎসিনির আত্মজীবনীর প্রথম খণ্ড

৫২০. ভগিনী নিবেদিতা বাংলার কোন্ বিপ্লবী গুপ্তসমিতির সঙ্গে যুক্ত ছিলেন ?

উত্তর:অনুশীলন সমিতির সঙ্গে

৫২১. ভগিনী সেনা কী ?

উত্তর:তাম্রলিপ্ত জাতীয় সরকারের স্বেচ্ছাসেবিকা বাহিনীর নাম ছিল ভগিনী সেনা।

৫২২. ভবানী পাঠক কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন

উত্তর:সন্ন্যাসী ও ফকির

৫২৩. ভরতনাট্যম ভারতের কোন অঞ্চলের নৃত্য রীতি ?

উত্তর: দক্ষিণ ভারত (তামিলনাড়ু)

৫২৪. ভাংড়া কোথাকার নৃত্য শিল্প?

উত্তর: পাঞ্জাব

৫২৫. ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন কে?

উত্তর: শ্রী নারায়ণ গুরু

৫২৬. ভাগনাডিহি গ্রামের সঙ্গে কোন বিদ্রোহের নাম জড়িত

উত্তর:সাঁওতাল বিদ্রোহের নাম জড়িত।

৫২৭. ভারত কোন্ পথে প্রবন্ধের লেখক কে ?

উত্তর: জওহরলাল নেহরু।

৫২৮. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়?

উত্তর: 1942 খ্রিস্টাব্দের 9 আগস্ট

৫২৯. ভারত ছাড়ো আন্দোলনে পাঞ্জাবে উল্লেখযোগ্য ভূমিকা নেন(নারী)?

 উত্তর:ভোগেশ্বরী ফুকোননী, ঊষা মেহতা

৫৩০. ভারত ছাড়ো আন্দোলনে যোগদানকারী সর্বকনিষ্ঠ মহিলা প্রতিনিধির নাম কী ?

উত্তর:কনকলতা বড়ুয়া।

৫৩১. ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত একজন মহিলা প্রতিনিধির নাম করো?

উত্তর:অরুণা আসফ আলি।

৫৩২. ভারত ছাড়ো আন্দোলনের সময় ভয়েস অফ ফ্রিডম রেডিও কে চালাতেন?

উত্তর:ঊষা মেহতা।।

৫৩৩. ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের বড়োলাট কে ছিলেন ?

উত্তর: লর্ড লিনলিথগো।

৫৩৪. ভারত স্ত্রী মহামণ্ডল কে স্থাপন করেন?

উত্তর:সরলাদেবী চৌধুরাণী।

৫৩৫. ভারতবর্ষীয় বিজ্ঞানসভার প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: ডা: মহেন্দ্রলাল সরকার

৫৩৬. ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কে গড়ে তুলেছিলেন?

উত্তর:কেশবচন্দ্র সেন

৫৩৭. ভারতমাতা চিত্রটি কত খ্রিস্টাব্দে আঁকা হয় ?

উত্তর:1905 খ্রিস্টাব্দে

৫৩৮. ভারতমাতা চিত্রটি কোন্ ঘটনার প্রেক্ষিতে চিত্রিত হয় ?

উত্তর: বঙ্গভঙ্গ বিরোধী ঘটনার প্রেক্ষিতে

৫৩৯. ভারতমাতা চিত্রটির পূর্বনাম কী ছিল?

উত্তর:বঙ্গমাতা।

৫৪০. ভারতমাতা শব্দটি কোথা থেকে এসেছে?

উত্তর:ভারতম্বা

৫৪১. ভারতসভার উদ্যোগে আহুত প্রথম সর্বভারতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন কে ?

উত্তর: রামতনু লাহিড়ি

৫৪২. ভারতসভার উদ্যোগে প্রথম সর্বভারতীয় সম্মেলন কবে আহূত হয় ?

উত্তর:1883 খ্রিস্টাব্দে

৫৪৩. ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয় ?

উত্তর: দাদাসাহেব ফালকেকে

৫৪৪. ভারতীয় জাতীয়তাবাদের বাইবেল বলা হয় কোন গ্রন্থকে?

উত্তর: আনন্দমঠ উপন্যাসকে

৫৪৫. ভারতীয় জাতীয়তাবাদের বাইবেল বলা হয় কোন সংগীত কে?

উত্তর:বন্দেমাতরম-কে

৫৪৬. ভারতীয় প্রজাতন্ত্রী বাহিনী -র প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: সূর্য সেন

৫৪৭. ভারতীয় ফুটবলের মক্কা বলা হয়?

উত্তর: কলকাতাকে

৫৪৮. ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় কাকে ?

উত্তর:ভিকাজি রুস্তম কামাকে

৫৪৯. ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কবে পাস হয়?

উত্তর: 1904 খ্রিষ্টাব্দে

৫৫০. ভারতীয়দের উপর নীলকর সাহেব এর অত্যাচারের কাহিনী পাওয়া যায় কোন পত্রিকায়?

উত্তর: হিন্দু পেট্রিয়ট

৫৫১. ভারতীয়রা কাদের কাছ থেকে মুদ্রণ যন্ত্রের ব্যবহার শেখে?

উত্তর: পর্তুগীজদের

৫৫২. ভারতীয় বিজ্ঞানচর্চার জনক বলা হয় কাকে?

উত্তর: মহেন্দ্রলাল সরকারকে

৫৫৩. ভারতে আগত একজন বিদেশি মহিলা যিনি ভারতের নারী আন্দোলনকে সংগঠিত করেছিলেন

উত্তর: অ্যানি বেসান্ত

৫৫৪. ভারতে ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী ?

উত্তর: বেঙ্গল গেজেট

৫৫৫. ভারতে ওয়াহাবি আন্দোলন জনপ্রিয় করে তোলেন-

উত্তর:সৈয়দ আহমেদ ব্রেল্ভি

৫৫৬. ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেছিলেন-

উত্তর:শাহ ওয়ালিউল্লাহ

৫৫৭. ভারতে কবে জাস্টিস পার্টি প্রতিষ্ঠিত হয় ?

উত্তর:1917 খ্রিস্টাব্দে

৫৫৮. ভারতে কবে প্রথম ছাপার অক্ষরে পুস্তক প্রকাশিত হয় ?

উত্তর: 1557 খ্রিস্টাব্দে

৫৫৯. ভারতে কমিউনিস্ট বা সাম্যবাদী-আন্দোলনের জনককাকে বলা হয় ?

উত্তর: নরেন্দ্রনাথ ভট্টাচার্যকে

৫৬০. ভারতে কোথায় ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয়?

উত্তর: কানপুরে

৫৬১. ভারতে কোন রাজনৈতিক দলকে দ্বিজ বলা হয় ?

উত্তর: সি পি আই দলকে

৫৬২. ভারতে কোন ষড়যন্ত্র মামলাকে জুডিসিয়াল স্ক্যান্ডালবলা হয়?

উত্তর: মিরাট ষড়যন্ত্র মামলা

৫৬৩. ভারতে গান্ধিজির কোন্ আন্দোলনে মহিলারা প্রথম অংশগ্রহণ করেন?

উত্তর: রাওলাট সত্যাগ্রহ (1919 খ্রি.)

৫৬৪. ভারতে নির্বাক চলচ্চিত্রের প্রদর্শন হয় কবে?

উত্তর: 1913 খ্রিস্টাব্দে

৫৬৫. ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকাটির নাম কী ?

উত্তর:দ্য সোশ্যালিস্ট

৫৬৬. ভারতে প্রকাশিত প্রথম ছাত্র সংগঠন ছিল কোনটা?

উত্তর: অ্যাকাডেমিক অ্যাসসিয়েশন

৫৬৭. ভারতে প্রকাশিত প্রথম জাতীয় পত্রিকা কোনটি?

উত্তর: হিন্দু প্যাট্রিওট

৫৬৮. ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি?

উত্তর: বেঙ্গল গেজেট

৫৬৯. ভারতে প্রথম কবে কাউন্সিল অ্যাক্টঘোষিত হয় ?

উত্তর:1861 খ্রিস্টাব্দে

৫৭০. ভারতে প্রথম কবে ছাপাখানা স্থাপিত হয় ?

উত্তর: 1556 খ্রিস্টাব্দে

৫৭১. ভারতে প্রথম কার নেতৃত্বে মে দিবস পালিত হয় ?

উত্তর: সিঙ্গারভেলু চেট্টিয়ার

৫৭২. ভারতে প্রথম ডিগ্রিধারি ইঞ্জিনিয়ার কে ছিলেন?

উত্তর: গোলকচন্দ্র নন্দী

৫৭৩. ভারতে প্রথম সামরিক বাহিনী গঠিত হয়েছিল কত সালে?

উত্তর: 1829 খ্রিস্টাব্দে

৫৭৪. ভারতে প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি ?

উত্তর: মেলোডি অব লাভ

৫৭৫. ভারতে ভাইকম সত্যাগ্রহের জনক কে ?

উত্তর: শ্রীনারায়ণ গুরু।

৫৭৬. ভারতে সংগঠিত একটি বিখ্যাত বিদ্রোহ হল

উত্তর:1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ

৫৭৭. ভারতে সাম্যবাদী আন্দোলনের জনক বলা হয় কাকে?

উত্তর: নরেন্দ্রনাথ ভট্টাচার্যকে

৫৭৮. ভারতে হোমরুল লিগ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: অ্যানি বেসান্ত

৫৭৯. ভারতের অগ্নিযুগের অগ্নিকন্যা কাকে বলা হয়?

উত্তর: সরলাদেবী চৌধুরানী

৫৮০. ভারতের আধুনিক নৃত্যশৈলীর জনক কাকে বলা হয় ?

উত্তর: উদয়শঙ্করকে

৫৮১. ভারতের একনম্বর আসামি বলা হয় কাকে ?

উত্তর: রাসবিহারী বসুকে

৫৮২. ভারতের কমিউনিস্ট দল কবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে ?

উত্তর: 1928 খ্রিস্টাব্দে

৫৮৩. ভারতের কমিউনিস্ট পার্টি কবে দ্বিধাবিভক্ত হয় ?

উত্তর: 1964 খ্রিস্টাব্দে

৫৮৪. ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কবে ?

উত্তর: 1925 খ্রিস্টাব্দের 26 শে ডিসেম্বর

৫৮৫. ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?

উত্তর: সিঙ্গারভেলু চেট্টিয়ার।

৫৮৬. ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক কে ছিলেন ?

উত্তর: এস বি ঘাটে।

৫৮৭. ভারতের কোথায় সর্বপ্রথম মন্দিরে প্রবেশ সংক্রান্ত বিল পাস হয় ?

উত্তর:বোম্বাইতে

৫৮৮. ভারতের কোথায় সর্বপ্রথম মন্দিরে প্রবেশ সংক্রান্ত বিল পাস হয় ?

উত্তর:বোম্বাইতে

৫৮৯. ভারতের কোন বড়োলাট সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নামকরণ করেন ?

উত্তর: ওয়ারেন হেস্টিংস

৫৯০. ভারতের কোন ব্রিটিশ বিরোধী আন্দোলনকেকযুবকদের আন্দোলনবলা হয় ?

উত্তর: ভারত ছাড়ো আন্দোলন

৫৯১. ভারতের কোন রাজনৈতিক দল ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন করেনি ?

উত্তর: সি পি আই

৫৯২. ভারতের কোন সমাজ-সংস্কারকদের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা চূড়ার তুলনা করা হয়?

উত্তর: ইয়ংবেঙ্গল গোষ্ঠী

৫৯৩. ভারতের কোন সাম্যবাদী নেতাকে দেশাভিমানীবলা হয়?

উত্তর:রামকৃষ্ণ পিল্লাইকে

৫৯৪. ভারতের কোন স্বাধীনতা সংগ্রামীকে গান্ধিবুড়ি বলা হয় ?

উত্তর:মাতঙ্গিনি হাজরাকে

৫৯৫. ভারতের কোন্ বড়োলাট সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন ?

উত্তর:রামসে ম্যাকডোনাল্ড

৫৯৬. ভারতের কোন্ বিদ্রোহকে টেলিগ্রাফ ওয়ার বলা হয়?

উত্তর: সিপাহী বিদ্রোহকে

৫৯৭. ভারতের কোন্ ব্রিটিশ বিরোধী আন্দোলনকেযুবকদের আন্দোলন বলা হয় ?

উত্তর:ভারত ছাড়ো আন্দোলনকে

৫৯৮. ভারতের কোন্ শহরকে সংস্কৃতির শহরবলা হয়?

উত্তর: কলকাতা

৫৯৯. ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত?

উত্তর: দিল্লিতে

৬০০. ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয়?

উত্তর: সরোজিনী নাইডুকে


৬০১. ভারতের নৃত্যশিল্পকে কে পাশ্চাত্যে বিশেষ জনপ্রিয় করে তোলেন?

উত্তর: উদয়শঙ্কর

৬০২. ভারতের প্রথম আধুনিক মানুষ/ভারত পথিক/ভারতের ইরাসমাস কাকে বলা হয়?

উত্তর:রাজা রামমোহন রায়কে

৬০৩. ভারতের প্রথম ছাত্রী সংগঠনের নাম কি?

উত্তর: দীপালি ছাত্রীসংঘ(1926)

৬০৪. ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি ছিল?

উত্তর: মাদ্রাজ লেবার ইউনিয়ন।

৬০৫. ভারতের প্রথম বাণিজ্য বিষয়ক দৈনিক সংবাদপত্রের নাম কী ?

উত্তর: মহাজন দর্পণ

৬০৬. ভারতের প্রথম বিপ্লবী মহিলা শহিদ কে ছিলেন ?

উত্তর: প্রীতিলতা ওয়াদ্দেদার।

৬০৭. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?

উত্তর: লর্ড ক্যানিং

৬০৮. ভারতের প্রথম সংবাদপত্র কোনটি ?

উত্তর: বেঙ্গল গেজেট

৬০৯. ভারতের বাইরে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কোথায়?

উত্তর:তাসখন্দে।

৬১০. ভারতের বামপন্থী শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত দুজন বিদেশির নাম করো

উত্তর: ফিলিপ স্প্যাট ও বেঞ্জামিন ব্র্যাডলে

৬১১. ভারতের বিপ্লববাদের জননী বলা হয় কাকে?

উত্তর: মাদাম কামাকে

৬১২. ভারতের বিপ্লবী চেতনার পথিকৃৎ ছিলেন ?

উত্তর: বিপিনচন্দ্র পাল

৬১৩. ভারতের ম্যাকিয়াভেলি বলা হত কাকে ?

উত্তর: নানাফড়ন বিশকে

৬১৪. ভারতের সংগঠিত রাজনৈতিক আন্দোলনের জনক বলা হয় কাকে ?

উত্তর: রাজা রামমোহন রায়কে

৬১৫. ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় কাকে ?

উত্তর:বাসুদেব বলবন্ত ফাড়কেকে

৬১৬. ভিল বিদ্রোহের নেতা কে ছিলেন ?

উত্তর: চিলনায়েক, হিরিয়া, শিউরাম ছিলেন ভিল বিদ্রোহের নেতা।

৬১৭. ভূপেন্দ্রনাথ দত্ত কাকে ভারতীয় বিপ্লববাদের উদগাতা বলেছেন?

উত্তর:ভগিনী নিবেদিতাকে

৬১৮. ভোগেশ্বরী ফুকোননী কে ছিলেন ?

উত্তর: ভারত ছাড়ো আন্দোলনে যোগদানকারী এক পাঞ্জাবি গৃহব্ধূ

৬১৯. মঙ্গল পান্ডের ফাঁসি হয় কবে ?

উত্তর: 1857 খ্রিস্টাব্দে 8 এপ্রিল

৬২০. মজদুর মহাজন দলের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: মহাত্মা গান্ধি(1916 খ্রীঃ)

৬২১. মতুয়া মহাসংঘ কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়?

উত্তর:শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের উদ্যোগে

৬২২. মহাজন দর্পণ-এর প্রথম সম্পাদক কে ছিলেন ?

উত্তর: জয়কালী বসু (1849 খ্রিস্টাব্দ)

৬২৩. মহাত্মা গান্ধী ছাড়া ভারতের কোন সমাজ সংস্কারককে মহাত্মা উপাধি দেওয়া হয় ?

উত্তর:জ্যোতিবা ফুলেকে

৬২৪. মহাবিদ্রোহে যোগদানকারী একজন নেত্রীর নাম করো।

উত্তর: ঝাঁসির রানি লক্ষ্মীবাই।

৬২৫. মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার কে গ্রহণ করেছিলেন ?

উত্তর: মহারানি ভিক্টোরিয়া।

৬২৬. মহারানি ভিক্টোরিয়াকে কবে ভারত সম্রাজ্ঞী বলে ঘোষণা করা হয়?

উত্তর:1877 খ্রীষ্টাব্দে।

৬২৭. মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্র কবে ঘোষিত হয় ?

উত্তর: 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর

৬২৮. মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্রকে পাঠ করে শোনান ?

উত্তর: লর্ড ক্যানিং

৬২৯. মহারাষ্ট্রে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: জ্যোতিবা ফুলে,

৬৩০. মাতৃভাষা মাতৃদুগ্ধ সম উত্তিটি কার?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

৬৩১. মাতৃভাষায় শিক্ষাদানের কথা কে বলেন ?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

৬৩২. মাদাম কামা তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন?

উত্তর: জার্মানিতে

৬৩৩. মাদারি পাশি কোন্ আন্দোলনের নেতা ছিলেন ?

উত্তর: একা আন্দোলনের

৬৩৪. মাদ্রাজে জাস্টিস পার্টি- গড়ে তোলে কোন্ উপজাতির লোকেরা?

উত্তর:ভেলাল উপজাতির লোকেরা।

৬৩৫. মারকিউরাস নাইট্রেটএর আবিষ্কারক কে?

উত্তর: আচার্য প্রফুল্লচন্দ্র রায়

৬৩৬. মাস্টারদা কোথায় ব্রিটিশদের হাতে ধরা পড়েন?

উত্তর:চট্টগ্রামের গৈরালা গ্রামে

৬৩৭. মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন ?

উত্তর: সূর্য সেন।

৬৩৮. মাস্টারদার সংগঠিত বিপ্লবী দলটির নাম কী ?

উত্তর:ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি।

৬৩৯. মিত্রমেলা-র প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর: বিনায়ক দামোদর সাভারকর।

৬৪০. মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয় ?

উত্তর: 1929 খ্রিস্টাব্দে

৬৪১. মিরাট ষড়যন্ত্র মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা কত ?

উত্তর: 33 জন

৬৪২. মিলন মন্দির -এর ভিত্তি স্থাপন করেন কে?

উত্তর: আনন্দমোহন বসু

৬৪৩. মুক্তিফল গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর: বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন।

৬৪৪. মুক্তিসংঘ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

উত্তর:1905 খ্রিস্টাব্দে

৬৪৫. মুন্ডা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন -

উত্তর:বিরসা মুন্ডা

৬৪৬. মুন্ডা কথার অর্থ কী ?

উত্তর: মোড়ল বা গ্রামপ্রধান।

৬৪৭. মুন্ডা বিদ্রোহ শুরু হয়েছিল

উত্তর:1899 খ্রিস্টাব্দে

৬৪৮. মুন্ডা বিদ্রোহের আর এক নাম হল-

উত্তর:উলগুলান

৬৪৯. মুন্ডাদের বাসভূমি কোথায় ছিল ?

উত্তর: ছোটোনাগপুর মালভূমি অঞ্চলে।

৬৫০. মেকলে মিনিট কবে ঘোষিত হয়?

উত্তর: 1835 খ্রিষ্টাব্দে 2রা ফেব্রুয়ারি।

৬৫১. মেঘে ঢাকা তারা র পরিচালক কে ?

উত্তর: ঋত্বিক ঘটক

৬৫২. মেট্রোপলিটন ইনস্টিটিউশন এর বর্তমান নাম কি?

উত্তর:বিদ্যাসাগর কলেজ

৬৫৩. মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে কবে প্রতিষ্ঠাতা?

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 1849 খ্রিষ্টাব্দে

৬৫৪. মেদিনীপুরের জেলাশাসক ডগলাস কে কে হত্যা করেন?

উত্তর:প্রদ্যোৎ ভট্টাচার্য হত্যা

৬৫৫. মেদিনীপুরের জেলাশাসক পেডিকে কারা হত্যা করেন ?

উত্তর:বিমল দাশগুপ্ত ও জ্যোতিজীবন ঘোষ

৬৫৬. মেদিনীপুরের জেলাশাসক বার্জকে কারা হত্যা করেন?

উত্তর:অনাথ পাঁজা ও মৃগেন দত্ত।

৬৫৭. মেয়েকে লেখা পিতার পত্র গ্রন্থটি কার লেখা?

উত্তর: জওহরলাল নেহেরু

৬৫৮. মেয়েকে লেখা পিতার পত্রতে কতগুলি পত্র আছে?

উত্তর: 30 টি

৬৫৯. মোহম্মদ মহসিন যে নামে পরিচিত ছিলেন

উত্তর:দুদুমিঞা

৬৬০. মোহানবাগান কত সালে আই.এফ.এ শিল্ড জেতে?

উত্তর: 1911 খ্রিস্টাব্দে

৬৬১. যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন ?

উত্তর: লর্ড ডাফরিন

৬৬২. যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কবে স্থাপিত হয় ?

উত্তর: 1906 খ্রিষ্টাব্দে

৬৬৩. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ অধ্যাপক কে ছিলেন?

উত্তর: প্রমথনাথ বসু

৬৬৪. যার নামানুসারে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়েছিল

উত্তর:আব্দুল ওয়াহাব

৬৬৫. যুগান্তর গোষ্ঠী কবে গড়ে ওঠে ?

উত্তর: 1906 খ্রিস্টাব্দে

৬৬৬. যে অঞ্চলে সাঁওতালরা বসবাস করত

উত্তর: দামিন ই কোহ

৬৬৭. যে বছরটিকে সন্ন্যাসী বিদ্রোহের সূচনাপর্ব হিসেবে ধরা হয় সেটি হল

উত্তর:1763 খ্রিস্টাব্দ

৬৬৮. রংপুরের ইজারাদার ছিলেন-

উত্তর:দেবী সিংহ

৬৬৯. রংপুরের কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল

উত্তর:1783 খ্রিস্টাব্দে

৬৭০. রংপুরের কৃষক বিদ্রোহের সঙ্গে জড়িত একজন নেতা ছিলেন

উত্তর:নুরুলউদ্দিন

৬৭১. রউত্তর:কোন দেশের ইন্টেলিজেন্ট বিভাগ?

উত্তর: ভারতের

৬৭২. রবীন্দ্রনাথ ঠাকুর কবে শান্তিনিকেতন ব্ৰত্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন ?

উত্তর: 1901 খ্রিস্টাব্দে

৬৭৩. রবীন্দ্রনাথ ঠাকুর ধর্মশিক্ষা নামক গ্রন্থটি করে রচনা করেন ?

উত্তর: 1911

৬৭৪. রবীন্দ্রনাথের শিক্ষাদর্শনের কটি দিক ছিল?

উত্তর: 5 টি

৬৭৫. রসগোল্লার আবিষ্কারক কে ?

উত্তর: হারাধন ময়রা

৬৭৬. রসিদ আলি কে ছিলেন ?

উত্তর: আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন।

৬৭৭. রাইটার্স বিল্ডিং অভিযানে বিনয়-বাদল-দীনেশ কাকে হত্যা করেন ?

উত্তর:কর্নেল সিম্পসনকে

৬৭৮. রাজকুমারী অমৃত কাউর কোন অঞ্চলে আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দেন?

উত্তর: পাঞ্জাবে ।

৬৭৯. রাজতরঙ্গিণী কী ধরনের গ্রন্থ?

উত্তর: স্থানীয় ইতিহাস বিষয়ক

৬৮০. রাজতরঙ্গিণী গ্রন্থ থেকে কোথাকার ইতিহাস জানা?

উত্তর: কাশ্মীরের

৬৮১. রাজা হরিশচন্দ্র সিনেমাটির পরিচালক কে?

উত্তর: দাদাসাহেব ফালকে

৬৮২. রাধানাথ শিকদার বিখ্যাত কেন?

উত্তর: হিমালয়ের উচ্চতা মেপেছিলেন

৬৮৩. রানি ঝসি রেজিমেন্ট কোথায় প্রকৃত যুদ্ধে অংশ নিয়েছিল?

উত্তর:ইম্ফল অভিযানে

৬৮৪. রানি ঝসি রেজিমেন্টের প্রধান দায়িত্ব কার ছিল?

উত্তর:ক্যাপটেন লক্ষ্মী স্বামীনাথনের উপর।

৬৮৫. রামপ্রসাদ বিসমিল ও রাজেন্দ্রনাথ লাহিড়ির কোন মামলায় ফাঁসি হয় ?

উত্তর: কাকোরি ষড়যন্ত্র মামলায়

৬৮৬. রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে?

উত্তর: দ্বিতীয় আকবর

৬৮৭. রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর বাড়িতে কে ব্রতকথা পাঠ করেছিলেন?

উত্তর:রামেন্দ্রকন্যা গিরিজাসুন্দরী দেবী

৬৮৮. রাষ্ট্রগুরু উপাধিতে কে ভূষিত হন?

উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

৬৮৯. রাসবিহারী বসু কোন্ ছদ্মনামে জাপান যান ?

উত্তর: পি এন ঠাকুর

৬৯০. রিপন কলেজের বর্তমান নাম কী ?

উত্তর: সুরেন্দ্রনাথ কলেজ

৬৯১. রিপন কলেজের বর্তমান নাম কী ?

উত্তর: সুরেন্দ্রনাথ কলেজ।

৬৯২. রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয়

উত্তর: 1931 খ্রিস্টাব্দে

৬৯৩. রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা কবে হয় ?

উত্তর: 1916 খ্রিস্টাব্দে

৬৯৪. র‍্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি কে গড়ে তোলেন ?

উত্তর: নরেন্দ্রনাথ ভট্টাচার্য

৬৯৫. র‍্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি গড়ে ওঠে-

উত্তর: 1940 খ্রীষ্টাব্দে

৬৯৬. লর্ড মেকলে কে ছিলেন?

উত্তর: কমিটি অব পাবলিক ইন্সট্রাকসনের সভাপতি

৬৯৭. লিয়ন সার্কুলার কবে ঘোষিত হয় ?

উত্তর: 16 অক্টোবর, 1905

৬৯৮. লীলা নাগ (রায়) কোন্ সংঘের সঙ্গে যুক্ত ছিলেন ?

উত্তর: দীপালি সং

৬৯৯. লোকহিতবাদী উপাধিতে কে ভূষিত হন?

উত্তর: গোপালহরি দেশমুখ

৭০০. শওকত আলির মা বাঈ আম্মান কোন্ আন্দোলনে যোগদান করেন ?

উত্তর: অহিংস অসহযোগ আন্দোলনে


৭০১. শান্তিনিকেতনে সংগীত ভবন ও কলাভবন কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় ?

উত্তর: 1918 খ্রিস্টাব্দে

৭০২. শালগাছের ডাল সাঁওতালদের কাছে কীসের প্রতীক ?

উত্তর: সাঁওতালদের কাছে সংঘবদ্ধতা ও সংগ্রামের প্রতীক।

৭০৩. শিংবোঙা কে ছিলেন

উত্তর: মুন্ডা জাতির উপাস্য দেবতা বা সূর্য দেবতা।

৭০৪. শিকাগো ধর্ম সভায় বক্তৃতা কে দিয়েছিলেন?

উত্তর: স্বামী বিবেকানন্দ

৭০৫. শিক্ষার হেরফের গ্রন্থটি রচনা কে করেন?

উত্তর: রবীন্দ্র ঠাকুর

৭০৬. শিল্প বিরোধ নিবারণ বিল পাস হয় কবে?

উত্তর: 1929 খ্রিস্টাব্দে

৭০৭. শের-ই-বঙ্গাল নামে পরিচিত ছিলেন কে?

উত্তর: ফজলুল হক

৭০৮. শ্রী রামকৃষ্ণদেবের ক্যান্সার রোগের চিকিৎসা কে করেছিলেন?

উত্তর:মহেন্দ্রলাল সরকার

৭০৯. শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন?

উত্তর: উইলিয়াম কেরি

৭১০. শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় কবে?

উত্তর:1818 খ্রিষ্টাব্দে

৭১১. শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন স্থাপিত হয় কবে?

উত্তর:1800 খ্রিষ্টাব্দে

৭১২. শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় কবে ?

উত্তর: 1800 খ্রিস্টাব্দে

৭১৩. সংবাদ কৌমুদি প্রকাশ করেন?

উত্তর: রামমোহন রায়

৭১৪. সংবাদ প্রভাকর প্রকাশ করেন?

উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত

৭১৫. সংবাদ প্রভাকর প্রথম কবে প্রকাশিত হয় ?

উত্তর: 1831 খ্রিস্টাব্দে

৭১৬. সংবাদ প্রভাকর-এর প্রথম সম্পাদক কে ছিলেন ?

উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত

৭১৭. সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কবে পাস হয়?

উত্তর:1878 খ্রিষ্টাব্দে

৭১৮. সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কে বলবৎ করেন?

উত্তর: লর্ড লিটন

৭১৯. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: কৃষ্ণকুমার মিত্র

৭২০. সতীদাহ প্রথার অবসান ঘটে?

উত্তর: 1829 খ্রিষ্টাব্দে

৭২১. সত্যজিৎ রায় কবে অস্কার প্রাপ্ত হন ?

উত্তর: 1992 খ্রিস্টাব্দে

৭২২. সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: জ্যোতিবা ফুলে

৭২৩. সত্যশোধক সমাসজ -এর মুখপত্রের নাম কী ?

উত্তর: দীন মিত্র।

৭২৪. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কতদিন স্থায়ী হয়েছিল ?

উত্তর: 1763-1800 খ্রিস্টাব্দ পর্যন্ত।

৭২৫. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের একজন নেতার নাম হল-

উত্তর:ভবানী পাঠক ও মজনু শাহ।

৭২৬. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নামকরণ করেন কে ?

উত্তর: লর্ড ওয়ারেন হেস্টিংস।

৭২৭. সমাচার দর্পণ কি ধরনের পত্রিকা ছিল?

উত্তর:সাপ্তাহিক

৭২৮. সরকার অরণ্য সংরক্ষণের অজুহাতে তৈরি করে-

উত্তর: অরণ্য আইন

৭২৯. সরকার ফরেস্ট-চার্টার প্রবর্তন করে-

উত্তর:1855 খ্রিস্টাব্দে

৭৩০. সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়?

উত্তর: জাতীয় মহাফেজখানায়

৭৩১. সরকারিভাবে বঙ্গভঙ্গের প্রস্তাব কবে ঘোষিত হয় ?

উত্তর: 20 জুলাই, 1905 খ্রিস্টাব্দে

৭৩২. সরকারের অরণ্য আইনের ফলে আঘাতপ্রাপ্ত হয়-

উত্তর:আদিবাসীদের জীবন ও জীবিকা

৭৩৩. সরোজিনী নাইডু কত খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের বাৎসরিক অধিবেশনে সভাপতি হন ?

উত্তর: 1925 খ্রিস্টাব্দে

৭৩৪. সর্বভারতীয় তফশিলি ফেডারেশন গঠিত হয় কবে?

উত্তর: 1942 খিস্টাব্দে

৭৩৫. সর্বভারতীয় নিপীড়িত শ্রেণির সমিতি কবে তৈরি হয়?

উত্তর: 1926 খ্রিস্টাকে

৭৩৬. সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে বেশি ওজনের বাটখারা পরিচিত ছিল-

উত্তর:কেনারাম নামে

৭৩৭. সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল

উত্তর:1855 খ্রিস্টাব্দের 30 জুন।

৭৩৮. সাঁওতাল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন-

উত্তর:সিধু, কানু

৭৩৯. সাঁওতাল বিদ্রোহের নেতা কারা ছিলেন ?

উত্তর: সিধু, কানু, চাঁদ, ভৈরব।

৭৪০. সাঁওতাল বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন-

উত্তর:লর্ড ক্যানিং

৭৪১. সাঁওতালদের জন্য সরকার যে বাসভূমি নির্দিষ্ট করে দিয়েছিল তা পরিচিত ছিল-

উত্তর:সাঁওতাল পরগনা

৭৪২. সাধারণ ব্রাহ্ম সমাজ কারা গড়ে তোলেন?

উত্তর: শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বসু(1878 খ্রীষ্টাব্দে)

৭৪৩. সাপুরনি সাকলাৎওয়ালা কে ছিলেন ?

উত্তর: ব্রিটিশ সাম্যবাদী দলের একজন নেতা।

৭৪৪. সাম্প্রদায়িক বাঁটোয়ারা ঘোষণাকে কেন্দ্র করে গান্ধিজি কোথায় অনশন শুরু করেন ?

উত্তর: যারভেদা জেলে

৭৪৫. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কবে ঘোষিত হয় ? উত্তর:1932 খ্রিস্টাব্দের 16 আগস্ট

৭৪৬. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি যখন স্বাক্ষরিত হয় তখন গান্ধিজি কোথায় ছিলেন ?

উত্তর:যারবেদা জেলে ছিলেন।

৭৪৭. সারা ভারত কিষাণ কংগ্রেস গঠিত হয় কবে?

উত্তর: 1936 খ্রিস্টাব্দে

৭৪৮. সারাভারত কিষাণ কংগ্রেসের সম্পাদক কে ছিলেন?

উত্তর: এন জি রঙ্গ

৭৪৯. সারাভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?

উত্তর:1937 খ্রিস্টাব্দে

৭৫০. সিপাহি বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলে ঘোষণা করেন কে ?

উত্তর: ব্রিটিশ সাংসদ ডিজরেলী

৭৫১. সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন বলেছেন কে ?

উত্তর: রমেশচন্দ্র মজুমদার

৭৫২. সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে ?

উত্তর: দামোদর বিনায়ক সাভারকর

৭৫৩. সিপাহি বিদ্রোহের একটি কেন্দ্রের নাম করো।

উত্তর: ব্যারাকপুর/দিল্লি।

৭৫৪. সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ?

উত্তর: এনফিল্ড রাইফেলের ঘটনা।

৭৫৫. সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে ?

উত্তর: মঙ্গল পান্ডে।

৭৫৬. সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড়োলাট কে ছিলেন ?

উত্তর: লর্ড ক্যানিং।

৭৫৭. সিপাহি বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন ?

উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ।

৭৫৮. সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন

উত্তর:কোল বিদ্রোহে

৭৫৯. সুভাষচন্দ্র বসু কবে আজাদ হিন্দ বাহিনী গঠন করেন?

উত্তর:1943 খ্রিস্টাব্দে

৭৬০. সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের আত্নজীবনীর নাম কি?

উত্তর: এ নেশন ইন মেকিং

৭৬১. সূর্য সেনের ফাঁসি হয় কবে ?

উত্তর: 1934 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি

৭৬২. সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: দ্বারকানাথ বিদ্যাভুষণ

৭৬৩. স্কটিশ চার্চ কলেজ এর পূর্ব নাম কি?

উত্তর: জেনারেল অ্যাসেম্বিলিজ ইনিস্টিটিউট

৭৬৪. স্কুলবুক সোসাইটি স্থাপিত হয়েছিল কত খ্রিস্টাব্দে ?

উত্তর:1817 খ্রিষ্টাব্দে

৭৬৫. স্ট্যানলি জ্যাকসনকে কে গুলি করেন ?

উত্তর: বীণা দাস

৭৬৬. স্ত্রীশিক্ষা না হলে আমাদের পশুজন্ম ঘুচবে না কার উক্তি?

উত্তর: স্বামী বিবেকানন্দ

৭৬৭. স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত কোন গ্রন্থটি ?

উত্তর: আনন্দমঠ উপন্যাসটি

৭৬৮. স্বদেশি আন্দোলনের যুগে কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে কী বলা হত ?

উত্তর:গোলদিঘির গোলামখানা।

৭৬৯. স্বদেশি আন্দোলনের সময়কার একটি বাংলা পত্রিকার নাম লেখো?

উত্তর: সন্ধ্যা।

৭৭০. হরিজন কথাটি কে সর্বপ্রথম ব্যবহার করেন ?

উত্তর:গান্ধিজি

৭৭১. হরিজনদের জন্য গান্ধিজির তৈরি করা সংগঠনটির নাম কী ছিল?

উত্তর:হরিজন সেবক সংঘ

৭৭২. হাজি শরিয়তউল্লাহের পর বাংলায় ফরাজি আন্দোলনের হাল ধরেছিলেন

উত্তর: দুদুমিঞা

৭৭৩. হান্টার কমিশন কবে ঘোষিত হয়?

উত্তর:1882 খ্রিষ্টাব্দে

৭৭৪. হাফটোন ফটোগ্রাফি গবেষণায় কোন বাঙালি কৃতিত্ব অর্জন করেন ?

উত্তর: উপেন্দ্রকিশোর রায়চৌধুরি

৭৭৫. হিন্দিভাষায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি ?

উত্তর: আলম আরা

৭৭৬. হিন্দু কলেজ কে, কবে প্রতিষ্ঠা করেন?

উত্তর:ডেভিড হেয়ার,1817 খ্রিষ্টাব্দে

৭৭৭. হিন্দু কলেজের বর্তমান নাম কি?

উত্তর:প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

৭৭৮. হিন্দু থিয়েটার-এর প্রতিষ্ঠাতা কে?

উত্তর: প্রসন্নকুমার ঠাকুর

৭৭৯. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়?

উত্তর: 1863 খ্রিস্টাব্দে

৭৮০. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মালিক কে ছিলেন?

উত্তর: মধুসুদন রায়

৭৮১. হিন্দু প্যাট্রিয়ট-এর প্রথম সম্পাদক কে ছিলেন ?

উত্তর: গিরিশচন্দ্র ঘোষ ও হরিশচন্দ্র মুখোপাধ্যায়

৭৮২. হিন্দু বালিকা বিদ্যালয় বর্তমানে কি নামে পরিচিত?

উত্তর:বেথুন স্কুল

৭৮৩. হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর:1870 খ্রিষ্টাব্দে

৭৮৪. হিন্দুমেলার পূর্ব নাম কী ছিল?

উত্তর: চৈত্র মেলা।

৭৮৫. হিন্দুমেলার প্রতিষ্ঠাতা কে?

উত্তর: নবগোপাল মিত্র ও রাজনারায়ণ বসু।

৭৮৬. হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে গঠন করেন?

উত্তর:চন্দ্রশেখর আজাদ।

৭৮৭. হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে?

উত্তর: জেমস মিল

৭৮৮. হিস্ট্রি অব হিন্দু কেমিষ্ট্রি গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর: প্রফুল্লচন্দ্র রায়

৭৮৯. হিস্ট্রি ফ্রম বিলো গ্রন্থের লেখক কে?

উত্তর: ই. পি থমসন

৭৯০. হিস্ট্রি ফ্রম বিলো-  গ্রন্থের লেখক কে?

উত্তর: ই.পি থমসন

৭৯১. হুতুম পেঁচা কার ছদ্মনাম?

উত্তর:কালীপ্রসন্ন সিংহের

৭৯২. হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটির লেখক?

উত্তর: কালীপ্রসন্ন সিংহ

৭৯৩. হুতোম প্যাঁচার নকশা প্রথম প্রকাশিত হয়?

উত্তর:1861 খ্রিস্টাব্দে.

৭৯৪. হেদায়তি নামে পরিচিত ছিল-

উত্তর:তিতুমিরের অনুগামীরা

৭৯৫. হেদায়তিনা মে কারা পরিচিত ছিল ?

উত্তর: তিতুমিরের অনুগামীরা।

৭৯৬. হেয়ার সাহেব প্রতিষ্ঠিত পটলডাঙার বিদ্যালয়টির নাম?

উত্তর: হেয়ার স্কুল

৭৯৭. হোমরুল কথার অর্থ কী?

উত্তর:স্বায়ত্তশাসন।

৭৯৮. হোয়াট ইজ প্যাট্রিয়ার্কি গ্রন্থের লেখক কে?

উত্তর: কমলা ভাসিন

৭৯৯. ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতি ছিলেন ?

উত্তর: দাদাভাই নৌরজি

৮০০. ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিল ?

উত্তর: সুরাট


Download WBCS History Question And Answer PDF


File Details:-

File Name:- WBCS History Question And Answer [www.sikkharpragati.com]
File Format:- PDF
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area