Indian History In Bengali PDF Download: History Notes For WBCS In Bengali

Indian History In Bengali PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Indian History Notes For WBCS In Bengali PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Indian History In Bengali PDF. নিচে Indian History Notes For WBCS In Bengali PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Indian History In Bengali PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

Indian History In Bengali PDF Download: History Notes For WBCS In Bengali



Indian History In Bengali PDF Download: History Notes For WBCS In Bengali



১. তুঘলক-নামাগ্রন্থটি রচনা করেন

আমির খসরু

২. কোন গ্রন্থে গিয়াসুদ্দিন-তুঘলকের সিংহাসন লাভের বর্ণনা আছে?

তুঘলক-নামা

৩. কোন সুলতানকে সুলতানি যুগের আকবরবলা হয় ?

ফিরোজ শাহ তুঘলক

৪. কোন শাসকের আমলে ইবন বতুতা ভারতে এসেছিলেন ?

মহম্মদ বিন তুঘলক

৫. কোন তুঘলক সুলতান তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যান ?

মহম্মদ বিন তুঘলক

৬. দিল্লির কোন সুলতান তার প্রজাদের ২৪ রকমের করের হাত থেকে মুক্তি দিয়েছিলেন ?

ফিরোজ শাহ তুঘলক

৭. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ?

গিয়াসুদ্দিন তুঘলক

৮. গিয়াসুদ্দিন তুঘলকের প্রকৃত নাম হলো

গাজী মালিক

৯. জুনা খাঁ বা জোন খাঁ কার প্রকৃত নাম ?

মহম্মদ বিন তুঘলক

১০. দেবগিরির নাম পরিবর্তন করে দৌলতাবাদ রাখেন -

মহম্মদ বিন তুঘলক

১১. কারাজল অভিযানে বিন তুঘলকের বাহিনীর সেনাপতি কে ছিলেন ?

খসরু মালিক

১২. কোন সুলতানের শেষ সামরিক অভিযান ছিল গুজরাটে বিদ্রোহী নেতা তঘির বিরুদ্ধে ?

মহম্মদ বিন তুঘলক

১৩. মহম্মদ বিন তুঘলক মারা যান

১৩৫১ খ্রিস্টাব্দে

১৪. সুলতান ফিরোজ শাহ তুঘলকের পিতা ছিলেন

রজ্জব

১৫. কোন সুলতানের মৃত্যুর পর দিল্লির মসনদ ২ দিনের জন্য সুলতানহীন ছিল ?

মহম্মদ বিন তুঘলক

১৬. সুলতানি যুগের আকবর কোন সুলতানকে বলা হয় ?

ফিরোজ শাহ তুঘলক

১৭. কোন ঐতিহাসিক ফিরোজ শাহ তুঘলককে সুলতানি যুগের আকবর বলেছেন ?

এলফিনস্টোন

১৮. কোন করটি মহম্মদ বিন তুঘলক অনুমোদিত চারপ্রকার করের অন্তর্ভুক্ত ছিল না ?

চুঙ্গি কর

১৯. কাকে সেচ পরিকল্পনার জনকবলা হয় ?

ফিরোজ শাহ তুঘলক

২০. কোন সুলতান মৃত্যুদণ্ড বা সিয়াসত প্রথা তুলে দেন ?

ফিরোজ শাহ তুঘলক

২১. তুঘলক বংশের শেষ সুলতান ছিলেন -

নাসিরুদ্দিন মাহমুদ

২২. গিয়াসুদ্দিন তুঘলকের পুত্র মহম্মদ-বিন-তুঘলকের আসল নাম কি ?

জুনা খাঁ

২৩. কাকে পাগলা রাজা বলা হয় ?

মহম্মদ বিন তুঘলক কে

২৪. পতিত জমিকে আবাদি জমিতে রূপান্তরিত করার জন্য মহম্মদ-বিন-তুঘলক চালু করেন-

আমীর-ই-কোহি

২৫. কার অনুকরণে মহম্মদ-বিন-তুঘলক টোকেন মুদ্রা চালু করেন?

চীনের কুবলাই খাঁ ও পারস্যের গাইখাতু

২৬. মহম্মদ-বিন-তুঘলকের পরে কে দিল্লির সিংহাসনে বসেন ?

ফিরোজ-শাহ-তুঘলক

২৭. কিতাব উল রহেলা” – গ্রন্থটি কার লেখা ?

ইবন বতুতা

২৮. খামোস কোন ধরণের কর ?

লুন্ঠিত দ্রব্যের ওপরে কর

২৯. তক্কাভি কি ?

সুলতানি যুগের এক প্রকার খাজনা

৩০. কোন সুলতান কর্ম বিনিয়োগ কেন্দ্র” (Employment Exchange) স্থাপন করেন ?

ফিরোজ-শাহ-তুঘলক

৩১. ফিরোজাবাদ, ফতেহাবাদ শহরগুলি কে পত্তন করেন ?

ফিরোজ-শাহ-তুঘলক

৩২. তারিখ-ই-ফিরোজ শাহীগ্রন্থটি কার লেখা ?

জিয়াউদ্দিন বরণী

৩৩. ১৩৯৮ সালে তৈমুর লং কার আমলে ভারত আক্রমণ করেন?

নাসিরুদ্দিন মাহমুদ


Download Indian History In Bengali PDF


File Details:-

File Name:- Indian History In Bengali [www.sikkharpragati.com]
File Format:- PDF
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area