ভারতের বৃহত্তম দীর্ঘতম উচ্চতম: The Biggest Longest Highest In India
ভারতের বৃহত্তম দীর্ঘতম উচ্চতম: The Biggest Longest Highest In India
1. ভারতের বৃহত্তম রাজ্য নাম কি ?
❒ ভারতের বৃহত্তম রাজ্য হল মধ্যপ্রদেশ। আয়তন ৪,৪২, ১৪১ বর্গ কিলােমিটার।
2. ভারতের দীর্ঘতম রেলপথের নাম কি ?
❒ ভারতের দীর্ঘতম রেলপথ হল জম্মুতাওয়াই থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত। এই রেলপথের হিমসাগর এক্সপ্রেসই দীর্ঘতম যাত্রার ট্রেন।
3. ভারতের দীর্ঘতম সড়ক কোনটি ?
❒ ভারতের দীর্ঘতম সড়ক গ্র্যান্ড ট্রাঙ্ক রােড।
4. ভারতের উচ্চতম মূৰ্ত্তির নাম কি ?
❒ ভারতের উচ্চতম মূৰ্ত্তি হল স্ট্যাচু অফ ইউনিটি। এটি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি।উচ্চতা 182 মিটার।
5. ভারতের সবচেয়ে বড় সম্মান বা উপাধি কি ?
❒ ভারতের সবচেয়ে বড় সম্মান বা উপাধি হল ‘ ভারতরত্ন '।
6. ভারতের সবচেয়ে ব্যস্ত রেলস্টেশন কোনটি ?
❒ ভারতের সবচেয়ে ব্যস্ত রেলস্টেশন পশ্চিমবাংলায় কলকাতার শিয়ালদহ স্টেশন।
7. ভারতে সবচেয়ে বেশি ফলনশীল উৎপন্ন ফসল কি ?
❒ ভারতের সবচেয়ে উৎপন্ন ফলনশীল ফসল হল ধান।
8. ভারতের একমাত্র আগ্নেয়গিরি কি ?
❒ ভারতের একমাত্র আগ্নেয়গিরি হল ব্যারেন দ্বীপে অবস্থিত আগ্নেয়গিরি। এটি আন্দামানের ১০০ কি.মি. উত্তর পূর্বদিকে অবস্থিত।
9. ভারতের বৃহত্তম মসজিদ এর কি ?
❒ ভারতের বৃহত্তম মসজিদ দিল্লীর জামা মসজিদ।
10. ভারতের বৃহত্তম স্থূপ কি ?
❒ ভারতের বৃহত্তম স্থূপ হল সাঁচী ভূপ। এটি মধ্যপ্রদেশে। এর উচ্চতা ৪২ ফিট।
11. ভারতের বৃহত্তম বন্দর কি ?
❒ ভারতের বৃহত্তম বন্দর মহারাষ্ট্রের বােম্বাই। বর্তমান নাম মুম্বাই।
12. ভারতের সবচেয়ে দীর্ঘ রেলওয়ে প্ল্যাটফর্ম কি ?
❒ সবচেয়ে দীর্ঘ রেলওয়ে প্ল্যাটফর্ম পশ্চিমবঙ্গের খড়গপুরের রেল প্ল্যাটফর্ম। এটি পৃথিবীর বৃহত্তম। দৈর্ঘ্য ২,৭৩৬ ফিট।
13. ভারতের উচ্চতম মন্দিরের নাম কি ?
❒ ভারতের উচ্চতম মন্দির মাদুরাই শহরের মীনাক্ষী দেবীর মন্দির। এর উচ্চতা ১৫২ ফিট।
14. ভারতের সবচেয়ে বড় জলপ্রপাত কোথায় অবিস্থিত ?
❒ ভারতের সবচেয়ে বড় জলপ্রপাত কর্ণাটকের মহীশূরে যােগ প্রপাত। দৈর্ঘ্য ৯৬০ ফিট।
15. ভারতের সবচেয়ে উঁচু রেলস্টেশন কি ?
❒ ভারতের সবচেয়ে উঁচু রেলস্টেশন হল পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের ঘুম।
16. ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত এলাকা কি ?
❒ ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত এলাকা হল। মেঘালয়ের মৌসিনরাম। এখানে বার্ষিক বৃষ্টিপাতের গড় প্রায় ৫০০ ইঞ্চির মত। এটি বিশ্বেরও এক রেকর্ড।
17. ভারতের সবচেয়ে বড় ব-দ্বীপ কি ?
❒ ভারতের সবচেয়ে বড় ব-দ্বীপ হল পশ্চিমবঙ্গের সুন্দরবন।
18. ভারতের সবচেয়ে বড় রেলওয়ে ব্রিজ কি ?
❒ ভারতের সবচেয়ে বড় রেলওয়ে ব্রিজ বিহারের শােন নদীর উপর অবস্থিত ব্রিজ। এটি ১০,০৫২ ফিট দীর্ঘ।
19. ভারতের সবচেয়ে উঁচু বাঁধের নাম কি ?
❒ ভারতের সবচেয়ে উঁচু বাঁধ হল পাঞ্জাব রাজ্যের ভাকরা-নাঙ্গাল বাঁধ। এর উচ্চতা ৭৪০ ফিট।
20. ভারতের সবচেয়ে বড় খাল কোনটি ?
❒ ভারতের সবচেয়ে বড় খাল হল বিকানীর খাল। এটি রাজস্থানে। এই খালের দৈর্ঘ্য ৮০ মাইল।
21. ভারতের সবচেয়ে বড় সুরঙ্গপথ বা টানেল কি ?
❒ ভারতের সবচেয়ে বড় সুরঙ্গপথ বা টানেল জম্মুর জওহর টানেল।
22. ভারতের মধ্যে সবচেয়ে বড় গ্রন্থাগার কি ?
❒ ভারতের সবচেয়ে বড় গ্রন্থাগার হল জাতীয় গ্রন্থাগার বা ন্যাশনাল লাইব্রেরী। এটি কলকাতায় আলিপুরে অবস্থিত।
23. ভারতের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার কি ?
❒ ভারতের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার হল জ্ঞানপীঠ পুরস্কার। এর আর্থিক মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।
24. ভারতের সর্বোচ্চ সামরিক বীরত্বের পুরস্কারের নাম কি ?
❒ ভারতের সর্বোচ্চ সামরিক বীরত্বের পুরস্কার হল পরমবীর চক্র পুরস্কার।
25. ভারতের সবচেয়ে উঁচু টাওয়ার কি ?
❒ ভারতের সবচেয়ে উঁচু টাওয়ার হল দিল্লীর কুতুব মিনার। এর উচ্চতা ২৮৮ ফিট।
26. ভারত তথা বিশ্বের সবচেয়ে ব্যস্ত সেতু কি ?
❒ কলকাতা ও হাওড়া সংযােগকারী হাওড়া ব্রিজ সবচেয়ে ব্যস্ত সেতু। এখান দিয়ে প্রত্যহ ৫৭,০০০ গাড়ি ও লক্ষ লক্ষ মানুষ পারাপার করে। এর দৈর্ঘ্য ৪৫৭ মিটার , প্রস্থ ২২ মিটার।
27. ভারতের ব্যস্ততম বিমানবন্দর কোনটি ?
❒ ভারতের ব্যস্ততম বিমান বন্দর হল মুম্বাইয়ের বিমানবন্দর। প্রত্যহ প্রায় ১৭০ টি বিমান ওড়ে ও প্রায় ২২ হাজার যাত্রী যাতায়াত করে।
28. ভারতের বৃহত্তম ব্যাঙ্ক কি ?
❒ ভারতের বৃহত্তম ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। মােট শাখার সংখ্যা প্রায় সাড়ে বারাে হাজার।
29. ভারতের বৃহত্তম ডাকঘরের নাম কি ?
❒ ভারতের বৃহত্তম ডাকঘর হল বােম্বাই বা মুম্বাইয়ের জেনারেল পােষ্ট অফিস।
30. ভারতের সবচেয়ে বড় গির্জা কি ?
❒ ভারতের সবচেয়ে বড় গির্জা হল কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল।
31. ভারতের সবচেয়ে বড় হ্রদ কি ?
❒ ভারতের সবচেয়ে বড় হ্রদ হল কশ্মীরের উলার হ্রদ।
32. ভারতের সবচেয়ে বড় গম্বুজ কি ?
❒ ভারতের সবচেয়ে বড় গম্বুজ হল নিজামপুরের গােল গম্বুজ। এর বাইরের ব্যাসার্ধ ১৪৪ ফিট।
33. ভারতের চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ পুরস্কার কি ?
❒ ভারতের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার হল দাদাসাহেব ফালকে পুরস্কার।
কপিরাইট: Sikkharpragati.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box