জীববিদ্যার ক্ষুদ্রতম ও বৃহত্তম: The Smallest And Largest Of Biology
জীববিদ্যার ক্ষুদ্রতম ও বৃহত্তম: The Smallest And Largest Of Biology
❏ সর্ববৃহৎ স্তন্যপায়ী➟ নীলতিমি (জলজ), হাতি (স্থলজ)
❏ দীর্ঘতম স্তন্যপায়ী➟ জিরাফ
❏ সর্ববৃহৎ পাখী➟ উটপাখি
❏ সর্ববৃহৎ মাছ➟ Rhainodom typus
❏ সর্ববৃহৎ কোশ➟ উটপাখির ডিম (Egg of Ostrich)
❏ দীর্ঘতম কোশ➟ স্নায়ুকোশ (Nerve Cell)
❏ সর্ববৃহৎ গ্রন্থি➟ যকৃৎ (exocrine)
❏ সর্ববৃহৎ mollusc➟ জায়ান্ট স্কুইড
❏ সর্ববৃহৎ চোখ➟ ঘােড়া (মেরুদন্ডী) স্কুইড
❏ সবচেয়ে বেশি বিষধর সাপ (ভারতের)➟ King kobra (মেরুদন্ডী)
❏ সর্ববৃহৎ অন্তক্ষরা গ্রন্থি➟ থাইরয়েড (Thyroid)
❏ সর্ববৃহৎ হাড়➟ ফিমার (Femur)
❏ সর্ববৃহৎ পেশী➟ সাইটোরিয়াস (Sartorius)
❏ সর্ববৃহৎ ধমনী➟ উদর মহাধমনী (Abdominal aorta)
❏ সর্ববৃহৎ In Vertibrate➟ জায়ান্ট স্কুইড
❏ সর্ববৃহৎ শিরা➟ নিম্নমহাশির (Inferior Vena Cava)
❏ দীর্ঘতম নার্ভ বা স্নায়ু➟ সায়াটিক নার্ভ (Sciatic nerve)
❏ সর্ববৃহৎ স্থলজ স্তন্যপায়ী➟ হাতি
❏ সর্ববৃহৎ এপ (প্রাইমেট)➟ গােরিলা
❏ সর্ববৃহৎ জীবাশ্ম➟ Gigan Thasaurus
❏ সর্ববৃহৎ সাপ➟ ময়াল (Python)
❏ সর্ববৃহৎ ব্যাঙ➟ আফ্রিকার সােনা ব্যাঙ
❏ বৃহত্তম ভাইরাস➟ পক্স ভাইরাস
❏ বৃহত্তম RBC ➟ হাতির RBC
❏ বৃহত্তম পর্ব➟ সন্ধিপদ
❏ বৃহত্তম মাংসাশী প্রাণি➟ অস্ট্রেলিয়ার ভাল্লুক
❏ বৃহত্তম বাদুড়➟ টেরােপাস
❏ বৃহত্তম প্রাইমেট➟ গেরিলা
❏ বৃহত্তম জীবন্ত সরীসৃপ➟ কচ্ছপ
❏ বৃহত্তম ডিম➟ উটপাখীর ডিম
❏ বৃহত্তম গিরগিটি➟ ভ্যারনাস
❏ ক্ষুদ্রতম গ্রন্থি➟ পিনিয়াল বডি
❏ ক্ষুদ্রতম অস্থি➟ স্টেপিস
❏ ক্ষুদ্রতম স্তন্যপায়ী➟ শ্রিউ
❏ ক্ষুদ্রতম পেশী➟ স্টেপিডিয়াস
❏ ক্ষুদ্রতম প্রাইমেট➟ লেমুর
❏ ক্ষুদ্রতম পাখী➟ কিউবার হামিংবার্ড
❏ ক্ষুদ্রতম পতঙ্গ➟ মাইমার
❏ ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া➟ ডায়ালিস্টার
❏ ক্ষুদ্রতম ফাইলাম➟ পরিফেরা
❏ ক্ষুদ্রতম মাছ➟ পান্ডাকা
❏ ক্ষুদ্রতম সাপ➟ লেপটোটাইফ্লোপস
❏ ক্ষুদ্রতম কোশ➟ মাইকোপ্লাজমা
❏ ক্ষুদ্রতম RBC➟ মাস্ক হরিণের RBC
❏ ক্ষুদ্রতম ভাইরাস➟ গাে - মহিষের ফুট - মাউথ
❏ ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া➟ ডায়ালিস্টার
❏ ক্ষুদ্রতম বানর➟ গিবন
❏ ক্ষুদ্রতম শ্রেণি➟ উভচর
কপিরাইট: Sikkharpragati.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box