ভারতের জাতীয় সংগীত সম্পর্কে প্রশ্ন ও উত্তর: Questions Answers About The National Anthem Of India

ভারতের জাতীয় সংগীত সম্পর্কে প্রশ্ন ও উত্তর: Questions Answers About The National Anthem Of India

ভারতের জাতীয় সংগীত সম্পর্কে প্রশ্ন ও উত্তর: Questions Answers About The National Anthem Of India


ভারতের জাতীয় সংগীত সম্পর্কে প্রশ্ন ও উত্তর: Questions Answers About The National Anthem Of India



1. ভারতের জাতীয় সঙ্গীত বা স্তোত্রের " জনগণমন অধিনায়ক " রচয়িতা কে ? 


উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।


2. এই গানটিকে ভারতের 'জাতীয় স্তোত্র’ বা জাতীয় সঙ্গীত হিসাবে কবে গ্রহণ করা হয় ?


উত্তর: 24 জানুয়ারী, 1950 সালে।


3. এই গানটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ?


উত্তর: রবীন্দ্রনাথ সম্পাদিত তত্ত্ববােধিনী পত্রিকায় 1912 সালে প্রথম প্রকাশিত হয়।


4. প্রথম প্রকাশের সময় এই কবিতার নাম কি ছিল ?


উত্তর: 'ভারত বিধাতা '।


5. এই গানটিকে কে ইংরাজীতে অনুবাদ করেন ?


উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।


6. ইংরাজীতে এই কবিতার নাম কি ?


উত্তর: The Morning song of India


7. এই গানটি প্রথম কবে গাওয়া হয়েছিল ?


উত্তর: 27 ডিসেম্বর, 1911 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে।


8. কারা এই গানটিকে জাতীয় সঙ্গীত বা স্তোত্ররূপে গ্রহণ করেন ?


উত্তর: ভারতের সংবিধান সভা।


9. কত সালে আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয় 


উত্তর: 1848 সালে।


10. জাতীয় পতাকা কী? 


উত্তর: যে কোনো দেশের ঐতিহ্য়, গৌরব এবং মর্যাদার প্রতীক হলো জাতীয় পতাকা।



কপিরাইট: Sikkharpragati.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।


আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area