কে কোন খেলার সাথে যুক্ত: Players Associated With Different Games
কে কোন খেলার সাথে যুক্ত: Players Associated With Different Games
❏ ক্রিকেট ➨ শচীন তেণ্ডুলকর, সৌরভ গাঙ্গুলী, সেলিম দুরানি, এরাপল্লী প্রসন্ন, বিজয় মঞ্জরেকর, অজিত ওয়াদেকর, বিষাণ সিং বেদী, শ্রীনিবাসরাঘবন, ভেঙ্কটরাঘবন, গুণ্ডাপ্পা বিশ্বনাথ, সুনীল গাভাস্কার, কপিল দেব, রবি শাস্ত্রী, কৃয়মাচারী শ্রীকান্ত, এস.ডি. কুলকার্নি, সৈয়দ কিরমানী, মিতালী রাজ, চেতন প্রতাপসিং চৌহান, এস. রঙ্গস্বামী, ডব্লউ.জি. গ্রেস, ব্রাড ম্যান, গ্যারি সােবার্স, ব্রায়ান লারা, বুসান কোট, জিম লেকার, ভিভিয়ান রিচার্ডস, ইমরান খান, অরবিন্দ ডি সিলভা, জেফ ক্রো, ইয়ান চ্যাপেল, গ্রেগ চ্যাপেল, ট্রেভার চ্যাপেল, জোয়েল গার্নার, ওয়াসিম আক্ৰাম, আব্দুল কাদির, হাবিবুল বাসার, আসরাফুল হক, মরিস ওদুম্বে, ডেভিড হাউটন।
❏ ফুটবল ➨ তুলসীদাস বলরাম, ইয়ুসুফ খান, সৈয়দ নৈমুদ্দিন, অমল দত্ত, সুব্রত ভট্টাচার্য, মহঃ হাবিব, শিবদাস ভাদুড়ী, শৈলেন মান্না, চুনী গােস্বামী, বিজয়ন, সত্যেন, মজিদ বক্সার, চিমা ওকেরি, কৃষাণু দে, ভাইচুং ভুটিয়া, নেভেল ডিসুজা, নরম্যান পিচার্ড, বেকহ্যাম, অঁরি, রুনি, রােনাল্ডাে, রােনাল্ডিনহাে, ক্রিশ্চিয়ান রােনাল্ডিনহাে, কাকা, দ্রোগবা, ফেরেল পুসকাস, লেভ ইয়াসিন, গর্ডন ব্যাঙ্কস, স্ট্যানলি ম্যাথিউস, মিসেল প্লাতিনি, পেলে, মারাদোনা, বুর্চাগা, ডিকো, সক্রেটিস, বাস্তেন, গুলিট, রাইকার্ড, অলিভার কান, রােসি, মালদিনি, স্কিলাচি।
❏ অ্যাথলেটিক্স ➨ এস. ডিসুজা, মাখন সিং, বি.এস. বড়ুয়া, ক্যাপ্টেন যােগীন্দর সিং, ভি. সিং চৌহান, টি.সি. যােহানান, এম.এম. যোশেফ, চাঁদ রাম, বলবিন্দর সিং, কে.সি. রােজাকুট্টি, অজিত ভাদুরিয়া, পরমজিৎ সিং, গুরমিত কাউর, পরদুমন, সুনীতা রানী, যােগীন্দর সিং বেদী, অঞ্জু ববি জর্জ, সরস্বতী সাহা, সােমা বিশ্বাস, মাধুরী সাক্সেনা, জ্যোতির্ময়ী শিকদার, কে.এম. বিনামল, জে.জে. শােভা।
❏ মুষ্টিযুদ্ধ ➨ জয়পাল সিং, এন.জি. ডিঙ্গো সিং, গােপাল দেওয়াং, মহঃ আলি কামার, মনােজ পিঙ্গলে, গুরচরণ সিং, মহঃ আলি, মাইক টাইসন, হােলিফিল্ড।
❏ ভারােত্তলন ➨ কর্ণম মালেশ্বরী, এন. কুঞ্জরানী, ভারতী সিং।
❏ বাস্কেটবল ➨ হনুমান সিং, সজ্জন সিং চিমা, টি. বিজয়রাঘবন, অপর্ণা ঘােষ।
❏ লন টেনিস ➨ বিজয় অমৃতরাজ, আনন্দ অমৃতরাজ, লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি, সানিয়া মির্জা।
❏ হকি ➨ রাজেন্দর সিং, দীপক ঠাকুর, ধনরাজ পিল্লাই, গুরুবক্স সিং, পারগত সিং, মুকেশ কুমার, পি. কৃয়মূর্তি, হরদয়াল সিং, গগণ অজিত সিং, চরণজিৎ সিং।
❏ বিলিয়ার্ডস ➨ গীতা শেঠি, মনােজ কুমার কোঠারি।
❏ জুডো ➨ পুনম চোপড়া।
❏ দাবা ➨ বিশ্বনাথন আনন্দ।
❏ টেবিল টেনিস ➨ ভি. চন্দ্রশেখর, মান্তু ঘােষ।
❏ তীরন্দাজি ➨ শ্যামলাল, সঞ্জীব কুমার সিং।
❏ অশ্বারােহন ➨ রঘুবীর সিং, ক্যাপ্টেন রাজেশ পাট্টু।
❏ সাঁতার ➨ স্মিতা দেশাই, নিশা মিলেট, বুলা চৌধুরী।
❏ ভলিবল ➨ কুট্টি কৃষ্ণণ, সুখপাল সিং, রবীকান্ত রেড্ডি।
❏ শুটিং ➨ সােমা দত্ত, যশপাল রণা, অভিনব বিন্দ্রা, রাজ্যবর্ধন সিং রাঠোর।
❏ ব্যাডমিন্টন ➨ এন. এম. নাটেকর, এস. মূর্তি, প্রকাশ পাডুকন, পুলেল্লা গােপীচাদ।
কপিরাইট: Sikkharpragati.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box