কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রের কার্যকারিতা: Instrument And Functionality Of Instrument

কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রের কার্যকারিতা: Instrument And Functionality Of Instrument

কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রের কার্যকারিতা: Instrument And Functionality Of Instrument


কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রের কার্যকারিতা: Instrument And Functionality Of Instrument



1. Altimeter (অল্টিমিটার) ➟  উচ্চতা মাপা হয়।


2. Ammeter (অ্যামমিটার) ➟  বৈদ্যুতিক প্রবাহমাত্রা মাপা হয়।


3. Amplifier (এমপ্লিফায়ার) ➟  ধ্বনি বিবর্ধক যন্ত্র।


4. Anemometer (অ্যানিমােমিটার) ➟  বাতাসের গতিবেগ মাপার যন্ত্র।


5. Barometer (ব্যারােমিটার) ➟  বায়ুর চাপমাপক যন্ত্র।


6. Calorimeter (ক্যালােরিমিটার) ➟  উচ্চ উষ্ণতা পরিমাপক যন্ত্র।


7. Chronometer (ক্রোনােমিটার) ➟  গ্রীনিচের সময় মাপক যন্ত্র।


8. Colorimeter (কোলােরিমিটার) ➟ আলােকের তীব্রতা মাপক যন্ত্র।


9. Commutator (কম্যিউটেটর) ➟  বিদ্যুতের দিক পরিবর্তনকারী যন্ত্র।


10. Crescograph (ক্রেসকোগ্রাফ) ➟ উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র।


11. Dictaphone (ডিকটাফোন) ➟  প্রথমে কথা শুনে রেকর্ড করে, পরে টাইপ করে।


12. Dynamometer (ডায়নামােমিটার) ➟ বৈদ্যুতিক শক্তিমাপক যন্ত্র।


13. Electrocardiograph (ইলেকট্রোকার্ডিওগ্রাফ / ইসিজি) ➟  হৃদ্যন্ত্রের কম্পনের গ্রাফ অংকনকারী যন্ত্র।


14. Electroscope (ইলেকট্রোস্কোপ) ➟  বৈদ্যুতিক কাজের উপস্থিতি নির্ণায়ক যন্ত্র।


15. Galvanometer (গ্যালভানােমিটার) ➟  বৈদ্যুতিক কারেন্ট পরিমাপক যন্ত্র।


16. Hydrometer (হাইড্রোমিটার) ➟  তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্র।


17. Hydrophone (হাইড্রোফোন) ➟ জলের তলার শব্দ পরিমাপক যন্ত্র।


18. Hygrometer (হাইগ্রোমিটার) ➟ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র।


19. Hygroscope (হাইগ্রোস্কোপ) ➟ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিবর্তন নির্ণায়ক যন্ত্র।


20. Hypsometer (হিপসােমিটার) ➟  সমুদ্রতল থেকে উচ্চতা নির্ণায়ক যন্ত্র।


21. Inclinometer (ইনক্লাইনােমিটার) ➟ আকাশযান অনুভূমিক অবস্থা থেকে কতটা হেলে আছে তা মাপার যন্ত্র।


22. Incubator (ইনকিউবেটার) ➟ কৃত্রিম ডিম ফোটানাের যন্ত্র।


23. Lactometer (ল্যাকটোমিটার) ➟  দুধের আপেক্ষিক ঘনত্ব মাপার যন্ত্র।


24. Micrometer (মাইক্রোমিটার) ➟  ক্ষুদ্র দূরত্ব বা কোণ নিখুঁতভাবে মাপার যন্ত্র।


25. Manometer (ম্যানােমিটার) ➟  গ্যাসের চাপ মাপার যন্ত্র।


26. Megaphone (মেগাফোন) ➟  শব্দ বেশী দূরত্বে বহন করার যন্ত্র।


27. Microscope (মাইক্রোস্কোপ) ➟ ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকে বড় করে দেখার যন্ত্র।


28. Microphone (মাইক্রোফোন) ➟ শব্দতরঙ্গকে বিদ্যুৎশক্তিতে পরিণত করে তারের সাহায্যে পরিবহণ করে এবং পরে শব্দকে বেশী তীব্রতায় পরিবর্তন করে।


29. Periscope (পেরিস্কোপ) ➟ চোখের উচ্চতার থেকে উচ্চ আড়ালের বাধার মধ্য দিয়ে দেখার যন্ত্র।


30. Planimeter (প্ল্যানিমিটার) ➟  সমতলভূমিতে আয়তন মাপার যন্ত্র।


31. Pyrheliometer (পাইরােলিওমিটার) ➟ সূর্যের বিকিরণ মাপার যন্ত্র।


32. Pyrometer (পাইরােমিটার) ➟  উচ্চ তাপমাত্রা মাপক যন্ত্র।


31. Radar (রাডার) ➟ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ দ্বারা দিক নির্ণয়কারী যন্ত্র।


32. Rain gauge (রেইন গজ) ➟  বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র।


33. Rectifier (রেকটিফায়ার) ➟ তড়িৎপ্রবাহকে একমুখ প্রবাহী করার যন্ত্র।


34. Resistance Thermometer  (রেজিস্ট্যান্স থার্মোমিটার) ➟ কনডাক্টরের ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স মাপক যন্ত্র।


35. Salinometer (স্যালিনােমিটার) ➟  লবণতার ঘনত্বমাপক যন্ত্র।


36. Seismograph (সিসমোগ্রাফ) ➟  ভূমিকম্পের তীব্রতা মাপা ও লেখচিত্র মাপক যন্ত্র।


37. Sextant (সেক্সট্যান্ট) ➟  দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব মাপার যন্ত্র।


38. Spherometer (স্পেরােমিটার) ➟  কোনাে গােলাকার বস্তুর curveture মাপক যন্ত্র।


39. Sphygmomanometer (স্ফিগমােম্যানােমিটার) ➟  রক্তচাপ মাপক যন্ত্র।


40. Stereoscope (স্টিরিওস্কোপ) ➟  দ্বিমাত্রিক ছবি যার depth ও solidity দেখার optical device 


41. Stethoscope (স্টেথােস্কোপ) ➟  হার্ট ও ফুসফুসের শব্দ শােনার চিকিৎসাবিদ্যার যন্ত্র।


42. Tagent galvameter  (ট্যাঞ্জেন্ট গ্যালভানােমিটার) ➟  Direct current- এর শক্তি মাপক যন্ত্র।


43. Telepeter (টেলিপিটার) ➟  একটি নির্দিষ্ট দূরত্বে ঘটা প্রাকৃতিক ঘটনামাপক যন্ত্র।


44. Telephone (টেলিফোন) ➟  শব্দ Transmission- এর যন্ত্র।


45. Telstar (টেলস্টার) ➟ মহাকাশ মাধ্যমে Wireless এবং দূরদর্শন সম্প্রচার করার যন্ত্র।


46. Thermostat (থামেস্ট্যিাট) ➟ স্বয়ংক্রিয় এক যন্ত্র যা সর্বদা তাপমাত্রা বজায় রাখে।


47. Voltameter (ভােল্টামিটার) ➟  দুটি বিন্দুর মধ্যে Potential difference মাপার যন্ত্র।


48. Winometer (উইনােমিটার) ➟ মদের মধ্যে কত অ্যালকোহল আছে তা জানার যন্ত্র।



কপিরাইট: Sikkharpragati.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।


আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area