Indian History MCQ In Bengali Pdf: ইতিহাসের MCQ প্রশ্নোত্তর
Indian History MCQ In Bengali Pdf: ইতিহাসের MCQ প্রশ্নোত্তর
1) ইকতা প্রথা কে প্রবর্তন করেন ?
উত্তর: ইলতুৎমিস
2) বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন ?
উত্তর: সিকান্দার শাহ
3) বাংলা ভাষায় প্রথম সংবাদ পত্রের দাম কি ?
উত্তর: সমাচার দর্পণ
4) স্বরাজ দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তর: 1923 সালে
5) কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: 1906 সালে
6) হুমায়ূন নামা কার রচনা ?
উত্তর: গুলবদন বেগম
7) তিতুমীর কে ছিলেন?
উত্তর: ওয়াহাবী আন্দোলনের নেতা
8) কবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন ?
উত্তর: শেরশাহ
9) স্বরাজ দলের একজন নেতার নাম বলো ?
উত্তর: চিত্তরঞ্জন দাশ
10) স্বামী বিবেকানন্দ রচিত একটি গ্রন্থের নাম কি ?
উত্তর: বর্তমান ভারত
11) মুঘল ভারতে কে জিন্দাপীর নামে পরিচিত ছিলেন ?
উত্তর: ঔরঙ্গজেব
12) ডান্ডি অভিযান কবে হয় ?
উত্তর: 1930 সালে 12ই মার্চ
13) কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন ?
উত্তর: আলাউদ্দিন খলজি
14) সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর: খান আব্দুল গফফর খান
15) হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: নবগোপাল মিত্র
16) সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন কে ?
উত্তর: রাখাল দাস বন্দোপাধ্যায়
17) ভারত সভার প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: সুরেন্দ্রনাথ ব্যানার্জি
18) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেন ?
উত্তর: ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড
19) সিন্ধুসভ্যতা বাসীদের কোন ধাতুর ব্যবহার অজানা ছিল
উত্তর: লোহার
20) কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: 1876 খ্রিস্টাব্দে
21) বৈদিক সাহিত্যে কোন সময় রচিত হয় ?
উত্তর: 1500 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টপূর্বের মধ্যে
22) ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল ?
উত্তর: 8 আগস্ট 1942 সালে
23) আর্য শব্দের অর্থ কী?
উত্তর: চাষ করা
24) ত্রিপিটক কোন ভাষায় লিখিত হয় ?
উত্তর: পালি ভাষায়
25) কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় ?
উত্তর: 1 লা সেপ্টেম্বর 1942 সালে
26) প্রাচীন ভারতে কত জন তীর্থঙ্কর ছিলেন ?
উত্তর: 24 জন
27) হোমরুল আন্দোলনের একজন নেতার নাম বলো ?
উত্তর: অ্যানি বেসান্ত
28) সর্বশেষ তীর্থঙ্করের নাম কী ?
উত্তর: মহাবীর
29) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল ?
উত্তর: 13 ই এপ্রিল 1919 সালে
30) নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: মহাপদ্মানন্দ
31) কেশরী পত্রিকার সম্পাদক কে ?
উত্তর: বাল গঙ্গাধর তিলক
32) প্রাচীন ভারতে কে অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন
উত্তর: বিন্দুসার
33) গদর পার্টি কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: 1913 সালে আমেরিকায়
34) শকাব্দ কে প্রচলন করেন ?
উত্তর: কণিষ্ক 78 খ্রিস্টাব্দে
35) বুদ্ধচরিত কে রচনা করেন ?
উত্তর: অশ্বঘোষ
কপিরাইট: Sikkharpragati.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box