Indian Constitution Question and Answer in Bengali PDF - এক নজরে ভারতীয় সংবিধান
Indian Constitution Question and Answer in Bengali PDF - এক নজরে ভারতীয় সংবিধান
1. স্বাধীন ভারতে খসড়া সংবিধান প্রনয়নের জন্য কোন কমিটি গঠিত হয় ?
উত্তর: খসড়া কমিটি।
2. খসড়া কমিটির সভাপতি কে নিযুক্ত হন ?
উত্তর: ড. বি. আর আম্বেদকর।
3. কত সালে খসড়া সংবিধান রচনার কাজ শুরু হয় ?
উত্তর: 1947 সালের 4 ঠা নভেম্বর।
4. কত সালে খসড়া সংবিধান রচনার কাজ গণপরিষদের কাছে পেশ করা হয় -
উত্তর: 1948 সালের 21 ফেব্রুয়ারী।
5. গণ পরিষদে ভারতের সংবিধান গৃহীত হয় কবে ?
উত্তর: 1949 সালের 26 শে নভেম্বর।
6. সংবিধান রচনার কাজ শেষ করতে কত দিন সময় লাগে ?
উত্তর – 2 বছর 11 মাস 18 দিন
7. স্বাধীন ভারতে সংবিধান কার্যকর হয় কবে ?
উত্তর: 1950 সালের 26 শে জানুয়ারী।
8. গণ পরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ?
উত্তর: ড. রাজেন্দ্র প্রসাদ।
9. ভারতের সংবিধান রচনা করেছিল কে ?
উত্তর: গণ পরিষদ।
10. গণ পরিষদে উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব কে উত্থাপন করেছিলেন ?
উত্তর: পণ্ডিত জওহরলাল নেহেরু।
11. গণ পরিষদকে ' কংগ্রেস পরিষদ ’ – কে বলেছেন ?
উত্তর – জে. সি. জোহরি।
12. রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি ?
উত্তর: সংবিধান।
13. খসড়া কমিটির দুজন সদস্যের নাম লেখাে ?
উত্তর: আল্লাদী কৃষ্ণস্বামী আয়ার এবং এন. গােপাল স্বামী আয়েঙ্গার।
14. গণ পরিষদ বা ভারতের সংবিধানের লক্ষ্য কী ?
উত্তর: একটি খসড়া সংবিধান রচনা করা যা সামাজিক বিপ্লবের চরম উদ্দেশ্য পূরণ করতে পারবে।
15. ভারতীয় গণ পরিষদ সার্বভৌম পরিষদের মর্যাদা লাভ করে কত সালে ?
উত্তর: 1947 সালের 15 ই আগস্টের পর।
16. গণ পরিষদের প্রথম অধিবেশনে অস্থায়ী সভাপতি কে ছিলেন ?
উত্তর: সচ্চিদানন্দ সিংহ।
17. গণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোথায় ?
উত্তর: দিল্লির কনস্টিটিউশন হলে।
18. গণ পরিষদের দুটি কমিটির নাম লেখাে ?
উত্তর: খসড়া কমিটি ও উপদেষ্টা কমিটি
19. ভারতীয় গণ পরিষদ কবে গঠিত হয় ?
উত্তর: 1946 সালে।
20. গণ পরিষদের মােট আসন সংখ্যা কত ?
উত্তর: 389 টি |
21. গণ পরিষদে মুসলিম লিগের সংখ্যা কত ছিল ?
উত্তর: 73 জন।
22. কোন রাজনৈতিক দলের নিরঙ্কুশ প্রাধান্য ছিল গণ পরিষদে –
উত্তর: ভারতের জাতীয় কংগ্রেসের |
23. ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় ?
উত্তর: ড. বি. আর. আম্বেদকর।
24. ভারতীয় সংবিধানকে কে আধা-যুক্তরাষ্ট্রীয় বলেছেন ?
উত্তর: কে. সি. হােয়ার।
25. ভারতকে একটি ' সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ' বলে ঘােষণা করা হয় কোন আইনে ?
উত্তর: 42 তম সংবিধান শােধনী আইনে।
26. ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংশােধন করা হয়েছিল কত তম সংবিধান সংশােধনে –
উত্তর: 1976 সালের 42 তম সংবিধান সংশােধনে।
27. ভারত কি একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ?
উত্তর: হ্যাঁ।
28. সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত দুটি নীতি উল্লেখ কর কি কি ?
উত্তর: গণ সার্বভৌমিকতা এবং ধর্ম নিরপেক্ষতা।
29. ভারতের সংবিধান কোন ধরনের সংবিধান ?
উত্তর: লিখিত সংবিধান।
30. সংবিধানের প্রস্তাবনায় কোন ধরনের সমাজতন্ত্রের কথা বলা হয়েছে ?
উত্তর: গণতান্ত্রিক সমাজতন্ত্র।
31. ভারতীয় সংবিধানে কি এক নাগরিকত্ব স্বীকৃতি পেয়েছে ?
উত্তর: হ্যাঁ।
32. ‘ প্রস্তাবনা সংবিধানের আদর্শ ও আকাঙ্খকে ব্যক্ত করেছে ’ কোন মামলার রায়ে বলা হয়েছিল ?
উত্তর: গােলকনাথ মামলার রায়ে।
33. ভারতীয় সংবিধান কোন ধরনের ?
উত্তর: আংশিক ভাবে সুপরিবর্তনীয় ও আংশিকভাবে দুম্পরিবর্তনীয়।
34. প্রস্তাবনা কি ভারতীয় সংবিধানের কার্যকর অংশ ?
উত্তর: না |
35. কে সর্বপ্রথম সংবিধান সভার দাবি জানান ?
উত্তর: মহাত্মা গান্ধি।
36. সংবিধান সভার শেষ অধিবেশন বসে কবে ?
উত্তর: 1950 সালের 24 শে জানুয়ারী।
37. 'সংবিধানের সব থেকে মূল্যবান অংশ’ হল প্রস্তাবনা - কে বলেছিলেন ?
উত্তর: ঠাকুরদাস ভার্গব।
38. সংবিধান সভার স্পিকার কে ছিলেন ?
উত্তর: ডি. ভি. মঙ্গলকর।
39. সংবিধান সভার কোন অধিবেশনে সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব পেশ হয় -
উত্তর: প্রথম অধিবেশন।
40. কোন আইনকে ভারতীয় সংবিধানের উৎস বলা হয় ?
উত্তর: ভারত শাসন আইনকে ( 1935 )।
41. ভারত শাসন আইন ( 1955 ) কোথা থেকে প্রনীত ?
উত্তর: ব্রিটিশ পার্লামেন্টের।
42. কবে সংবিধান সভা গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় ?
উত্তর: 1946 সালে।
43. সংবিধানসভার নির্বাচনে কংগ্রেস কত আসন লাভ করেছিল ?
উত্তর: 69 %।
44. ভারতীয় সংবিধানে কোন ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে ?
উত্তর: সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা |
45. সাংবিধান সভা গঠিত হয় কি পরােক্ষ নির্বাচনের মাধ্যমে -
উত্তর: হ্যাঁ |
46. সংবিধান সভার সহসভাপতি কে ছিলেন ?
উত্তর: হরেন্দ্র কুমার মুখােপাধ্যায়।
47. 26 শে জানুয়ারী গুরুত্ব কী ?
উত্তর: 1950 সালের 26 শে জানুয়ারী নতুন সংবিধান কার্যকরী হয় এবং ভারতরাষ্ট্রপূর্ণ আইনগত সার্বভৌমত্ব অর্জন করে ?
48. পৃথিবীর লিখিত সংবিধান গুলির মধ্যে সর্ববৃহৎ সংবিধান কোনটি ?
উত্তর: ভারতীয় সংবিধান।
49. ভারত ভাগের পর সংবিধান সভার সদস্য সংখ্যা কত হয় ?
উত্তর: 299।
50. ভারতে কটি অঙ্গরাজ্য আছে ?
উত্তর: 24 টি।
51. ভারতে কটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে
উত্তর: 7 টি।
52. সংবিধান সভার প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ?
উত্তর: 9 ই ডিসেম্বর 19461
53. স্বাধীন ভারতের প্রথম গর্ভনর জেনারেল কে ?
উত্তর: লর্ড মাউন্টব্যাটেন।
কপিরাইট: Sikkharpragati.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box