বাংলা জিকে প্রশ্ন ও উত্তর - Important Bangla Gk Pdf
বাংলা জিকে প্রশ্ন ও উত্তর - Important Bangla Gk Pdf
1। মানব শরীরের কোন পাচকরসে উৎসেচক থাকে না ?
উত্তর: পিত্তরস।
2। ফ্যাট পরিপাকে সহায়তাকারী একটি উৎসেচকের নাম কী ?
উত্তর: লাইপেজ।
3। ফুসফুসীয় শিরায় কী ধরণের রক্ত প্রবাহিত হয় ?
উত্তর: বিশুদ্ধ রক্ত।
4। ধুতরা গাছের পাতায় কী উপক্ষার পাওয়া যায় ?
উত্তর: ডাটুরিন।
5। কোন প্রাণী ক্ষণপদের সাহায্যে খাদ্যগ্রহণ করে ?
উত্তর: অ্যামিবা।
6। এস.আই পদ্ধতিতে দ্রুতির একক কী ?
উত্তর: মিটার/সেকেন্ড।
7। জ্বরণ কী রাশি ?
উত্তর: ভেক্টর রাশি।
8। ‘এক্স রশ্মি ’ উৎপাদনের যন্ত্রের নাম কী ?
উত্তর: কুলিজ নল।
9। কোন হীরেকে ' কার্বোনেডো ’ বলে ?
উত্তর: কালাে হীরে।
10। টেলিফোনের গ্রাহক যন্ত্রে কোন শক্তি কোনশক্তিতে রূপান্তরিত হয় ?
উত্তর: তড়িৎশক্তি শব্দশক্তিতে।
11। কে সর্বপ্রথম অ্যামােনিয়া গ্যাস তৈরি করেন ?
উত্তর: জোসেফ প্রিস্টলে (১৭৭৪ খ্রিস্টাব্দে)।
12। 'লাইকার অ্যামােনিয়া' কাকে বলে ?
উত্তর: অ্যামােনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে।
13। ' নাইট্রাইট ' কী ধরণের যৌগ ?
উত্তর: সমযােজী যৌগ।
14। কোন যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরত্ব মাপা হয় ?
উত্তর: হাইড্রোমিটার।
15। কোন অ্যাসিড লােহাকে নিষ্ক্রিয় করে দেয় ?
উত্তর: ধূমায়মান নাইট্রিক অ্যাসিড।
16। বীরবল কে ছিলেন ?
উত্তর: সম্রাট আকবরের মন্ত্রী।
17। ভারত্রে কোন বিদেশি শাসনকর্তারা ‘ ক্ষত্রপ ’ উপাধি ধারণ করেন ?
উত্তর: উত্তর পশ্চিম ভারতের শক শাসনকর্তারা।
18 ৷ প্ৰয়াগের মেলা কীনামে পরিচিত ছিল ?
উত্তর: মহামােক্ষ ক্ষেত্র।
19। কোনশব্দ থেকে ' মােঙ্গল ' শব্দটির উৎপত্তি হয়েছে ?
উত্তর: মােঙ্গ ( এর অর্থ ' নির্ভীক ' )।
20। সুফিদের ২ টি সম্প্রদায়ের নাম ?
উত্তর: চিশতি ও সুরাবর্দী
21। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সেক্রেটারি কে ছিলেন ?
উত্তর: অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম।
22। 'ভারত ছাড়াে আন্দোলন' এর সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
উত্তর: লর্ড লিনলিথগাে।
23। কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী গােষ্ঠীর সৃষ্টি হয় ?
উত্তর: সুরাত।
24। কে অরবিন্দ ঘােষকে ' স্বাদেশিকতার ধর্মগুরু ' আখ্যা দেন ?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
25। তৈরি হয়ে গেল বিশ্বের উচ্চতম রেল সেতু ' দ্য আর্কঅফ চেনাব ' চেনাব নদী থেকে কত মিটার উঁচুতে এই সেতুটি তৈরি করা হয়েছে ?
উত্তর: ৩৫৯ মিটার।
26। ভারতে সবথেকে বেশি কাপড়ের কল আছে কোন রাজ্যে ?
উত্তর: গুজরাত।
27। কোন শহরকে ' ভারতের বিজ্ঞান নগরী ' বলে ?
উত্তর: বেঙ্গালউরু।
28। ' বরােদা ' শহরের নাম এখন কী ?
উত্তর: ভাদোদরা।
29। ' পিছবনী ' ও ' রসুলপুর ' নদী পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে ?
উত্তর: পূর্ব মেদিনীপুর জেলা।
31। জামাইকা কোন বস্তু উৎপাদনে পৃথিবী বিখ্যাত ?
উত্তর: বক্সাইট।
32। কোন দেশকে পৃথিবীর ' সুগার ব্যোল বলে ?
উত্তর: কিউবা।
32। ইউরােপের রূঢ় উপত্যকায় প্রধান খনিজ সম্পদ কী ?
উত্তর: কয়লা।
33। বিশ্ববিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্ট ?
উত্তর: সেন্ট লরেন্স।
34। কোন দেশ টিউলিপ ফুলের জন্য বিখ্যাত ?
উত্তর: হল্যান্ড।
35। 'সমষ্টি উন্নয়ন প্রকল্প' এর প্রবক্তা কে ?
উত্তর: বলবন্ত রাই মেহেতা।
36। ভারতের কোন রাজ্যের আলাদা সংবিধান আছে ?
উত্তর: জম্মু ও কাশ্মীর।
37। ভারত সরকারের প্রধান আইনি পরামর্শদাতা কে ?
উত্তর: অ্যাটর্নি জেনারেল।
38। কম্পট্রোলার ও অডিটর জেনারেলকে কে নিয়ােগ করেন ?
উত্তর: রাষ্ট্রপতি।
39। সুপ্রিম কোর্ট এর বিচারপতি তাঁর মেয়াদকাল পূর্ণ হওয়ার আগে দায়িত্ব থেকে অব্যাহতি চাইলে, কার কাছেতার পদত্যাগপত্র জমা দেন ?
উত্তর: রাষ্ট্রপতি।
40। কোন সংস্থা সম্প্রতি প্রথম ডিজিটাল পেমেন্ট পরিষেবা সংস্থা হিসাবে ‘ UPI ' এর মাধ্যমে লেনদেনে 1 বিলিয়ন অতিক্রম অতিক্রম করল ?
উত্তর: PhonePe
41। নারীদের সশক্তিকরণ ও লিঙ্গ বৈষম্য রােধে, কোন দেশ সম্প্রতি ইউএন উওমেন’কে ৩ লাখ মার্কিন ডলার অর্থমূল্য দিল ?
উত্তর: ভারত।
42। কে সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক’এর ডেপুটি গভর্নরের পদ থেকে ইস্তফা দিলেন ?
উত্তর: বিভু প্রসাদ কানুনগাে।
43। নল ভিত্তিক পানীয় জল প্রকল্পের জন্য ভারতের কোন রাজ্যকে সম্প্রতি ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ( প্রায় ২,১৯০ কোটি টাকা ) ঋণ অনুমােদন কবুল বিশ্বব্যাঙ্ক ’ ও ‘ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক ’ ?
উত্তর:পাঞ্জাব।
44। পরিচালন ক্ষমতা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে, ভারতের কোন রাজ্যকে সম্প্রতি ৩২ মিলিয়ন মার্কিন ডলারের প্রকল্পে অনুমােদন দিল ‘ বিশ্বব্যাঙ্ক’ এর নির্বাহী পরিচালক পর্ষদ ?
উত্তর: মিজোরাম
কপিরাইট: Sikkharpragati.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box