ঐতিহাসিক সমাজ সমিতি ও তাদের প্রতিষ্ঠাতা: Historical Society Associations And Founders
ঐতিহাসিক সমাজ সমিতি ও তাদের প্রতিষ্ঠাতা: Historical Society Associations And Founders
1. ভারতসভা (১৮৭৬) ➨ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
2. সত্যবােধক সমাজ ➨ জোতিরা ফুলে।
3. আদি ব্ৰত্মসমাজ ➨ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
4. দ্য ভয়েস অব ইন্ডিয়া ➨ (সম্পাদক) দাদাভাই নৌরজী
5. বােম্বাই অ্যাসােসিয়েশন (১৮৫২) ➨ দাদাভাই নৌরজী
6. ইষ্ট ইন্ডিয়া এ্যাসােসিয়েশন ➨ দাদাভাই নৌরজী
7. হােমরুল লীগ (১৯১৬) ➨ গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত
8. সমাজসেবা লীগ (১৯১১) ➨ নারায়ণ যােশী
9. ভারতসেবক সমিতি (১৯০৫) ➨ মহাত্মা গােখেল।
10. রাধাস্বামী সৎসঙ্গ (১৮৬১) ➨ তুলসীরাম (আগ্রা)
11. ধর্মসভা (১৮২৯) ➨ রাধাকান্ত দেব (কলকাতা)
12. জমিদারী সমাজ (১৮৩৮) ➨ দ্বারকানাথ ঠাকুর
13. ভারতীয় জাতীয়তাবাদী সমাজ (১৮৮৩) ➨ শিশিরচন্দ্র বসু
14. ভারতীয় সমাজ (১৮৭২) ➨ আনন্দমােহন কুন্ডু
15. ভারতীয় কর্মচারী সমাজ (১৯০৫) ➨ জি কে গােখলে
16. কর্মচারী সমাজ (১৯২০) ➨ লালা লাজপৎ রায়।
17. ব্রিটিশ ভারত সমাজ (১৮৩৯) ➨ উইলিয়াম অ্যাডাম
18. ব্রিটিশ ভারত সমাজ (১৮৫১) ➨ দেবেন্দ্রনাথ ঠাকুর
19. বােম্বাই সমিতি (১৮৫২) ➨ জগন্নাথ সরকার
20. লন্ডন ভারত কমিটি (১৮৬২) ➨ সিপি মুদালিয়ার
21. পূর্ব ভারত কমিটি (১৮৬৬) ➨ দাদাভাই নৌরজী
22. পূর্ব ভারত সমিতি (১৮৬৬) ➨ দাদাভাই নৌরজী
23. জমিদার সমিতি (১৮৩৭) ➨ রাধাকান্ত দেব , প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
24. জ্ঞানার্জন সভা (১৮৩৭) ➨ রামগােপাল ঘােষ ও তারাচাঁদ চক্রবর্ত্তী।
25. সেবা সমিতি বয় স্কাউটস ➨ রাম বাজপেয়ী (মুম্বাই)
26. সেবাসমিতি (১৯১৪) ➨ এইচ . এন . কুঞ্জুর
27. সােশাল সার্ভিস লিগ (১৯১১) ➨ এম . এম . যােশী
28. পুনা সেবা সদন ➨ রামবাঈ রাণাডে , জি.কে. দেবর (পুনা)
29. যুগান্তর দল (১৯০৬) ➨ বারীন্দ্র কুমার ঘােষ
30. হিন্দুস্থান সােশালিস্ট রিপাবলিকান অ্যাসােসিয়েশন ➨ ভগৎ সিং
31. রামকৃয় মিশন (১৮৯৭) ➨ স্বামী বিবেকানন্দ (বেলুড়)
32. সার্ভেন্টস অব ইন্ডিয়া সােসাইটি (১৯০৫) ➨ গােপালকৃয় গােখলে
33. পরমহংসমন্ডলী সভা (১৮৪৯) ➨ গােপালহরি দেশমুখ , মুম্বাই
34. দেবসমাজ (১৮৮৭) ➨ শিবনারায়ণ অগ্নিহত্ৰী , লাহাের
35. ব্রাহ্মসমাজ (১৮২৮) ➨ রাজা রামমােহন রায়
36. আত্মীয় সভা (১৮১৫) ➨ রামমোহন রায় / উইলিয়াম কেরী
37. প্রার্থনা সমাজ (১৮৬৭) ➨ মহাদেব গােবিন্দ রাণাডে / আত্মারাম পান্ডুরঙ্গ
38. সাধারণ ব্রাহ্মসমাজ (১৮৭৮) ➨ শিবনাথ শাস্ত্রী
39. অভিনব ভারত সমাজ (১৯০৪) ➨ বিনায়ক দামােদর সাভারকর
40. নববিধান ব্রাহ্মসমাজ (১৮৮০) ➨ কেশবচন্দ্র সেন
41. সংগত সভা ➨ কেশবচন্দ্র সেন
42. প্রার্থনা সভা ➨ কেশবচন্দ্র সেন
43. ভারতীয় ব্রাহ্মসমাজ (১৮৬৫) ➨ কেশবচন্দ্র সেন
44. ব্রাহ্মসমাজ ➨ কেশবচন্দ্র সেন
45. প্রার্থনা সভা (মহারাষ্ট্র) ➨ ডাঃ আত্মারাম পাণ্ডুরঙ্গা
46. আত্মোন্নতি সভা ➨ বিপিন বিহারী গঙ্গোপাধ্যায়
47. একাডেমিক অ্যাশােসিয়েশন (১৮১৮) ➨ ডিরােজিও
48. আর্যসমাজ (১৮৭৫) ➨ স্বামী দয়ানন্দ সরস্বতী
49. এশিয়াটিক সােসাইটি (১৭৮৪) ➨ লর্ড উইলিয়াম জোনস্
50. স্কুল বুক সােসাইটি (১৮১৭) ➨ কৃষ্ণমােহন বন্দ্যোপাধ্যায়
51. ডন সােসাইটি (১৯০২) ➨ সতীশচন্দ্র মুখােপাধ্যায়
52. সায়েন্টিফিক সােসাইটি (১৮৪8) ➨ স্যার সৈয়দ আহমেদ খান
53. জাতীয় শিক্ষা পরিষদ (১৯০৬) ➨ সতীশচন্দ্র মুখােপাধ্যায়
54. অনুশীলন সমিতি (১৯০২) ➨ প্রমথ নাথ মিত্র
55. অনুশীলন সমিতি (বাংলার) ➨ সতীশচন্দ্র বসু
56. তত্ত্ববােধিনী সভা (১৮৩৯) ➨ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
57. কলিকাতা মাদ্রাসা (১৭৮১) ➨ ওয়ারেন হেস্টিংস
কপিরাইট: Sikkharpragati.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box