ভুগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর: Geography Questions Answers in Bengali
ভুগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর: Geography Questions Answers in Bengali
1. পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি ?
উত্তর: আমাজন।
2. আমাজন নদীটি মধ্য পেরুর অন্তর্গত আন্দিজ পর্বতমালার পশ্চিম ঢালের কীসের থেকে উৎপন্ন হয়েছে ?
উত্তর: হিমবাহ থেকে।
3. আমাজন নদীটি পূর্ব দিকে অগ্রসর হয়ে কোন মহাসাগরে পতিত হয়েছে ?
উত্তর: আটলান্টিক মহাসাগরে।
4. উৎপত্তিস্থল থেকে আমাজন নদীটিকে কীসের মধ্য দিয়ে আসতে হয়েছে ?
উত্তর: গিরিখাতের মধ্য দিয়ে।
5. মারানন, জাপুরা, নিগ্রো, মাদেরার, পুরুস, জারুয়া, টাটাটোর, ঝিঙ্গু, টোটানটিনস প্রভৃতি কোন নদীর উপনদী ?
উত্তর: আমাজন।
6. আমাজন নদী অল্পবিস্তরভাবে কোন রেখার উপর দিয়ে প্রবাহিত হয়েছে ?
উত্তর: নিরক্ষরেখা।
7. আমাজনে সারা বছর জল থাকার কারণ কী ?
উত্তর: নিরক্ষীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত।
8. নীল অববাহিকার আকৃতি কীরূপ ?
উত্তর: মাছের মতাে।
9. নীল অববাহিকা কত বর্গ কিমি জুড়ে অবস্থান করছে ?
উত্তর: প্রায় ৩৫ লক্ষ বর্গ কিলােমিটার।
10. ব-দ্বীপ অঞ্চলে নীল অববাহিকার আকৃতি কীরূপ ?
উত্তর: মীন পুচ্ছের মতাে।
11. কায়রাে থেকে খাটুম পর্যন্ত নীল অববাহিকার আকৃতি কীরূপ ?
উত্তর: মাছের দেহের মতাে।
12. উৎপত্তিস্থল থেকে সুদানের খাটুম পর্যন্ত নীল অববাহিকার নাম কী ?
উত্তর: উচ্চ নীল অববাহিকা।
13. খার্টুম থেকে আসােয়ান পর্যন্ত নীল অববাহিকার নাম কী ?
উত্তর: মধ্য নীল অববাহিকা।
14. আসােয়ান থেকে কায়রাে পর্যন্ত নীল অববাহিকার নাম কী ?
উত্তর: নিম্ন নীল আববাহিকা।
15. অববাহিকার উঁচু জলময় অঞ্চলে যে ঘাস, লতা ও কচুরিপানায় পরিপূর্ণ জলাভূমি দেখা যায় তাকে কী বলে ?
উত্তর: সাড়।
16. পৃথিবীর অধিকাংশ মৎস্য ধরা হয় কোন মহাসাগর থেকে ?
উত্তর: প্রশান্ত মহাসাগর।
17. ডগার্স ব্যাঙ্ক মৎস্য সংগ্রহ ক্ষেত্রটি কোন মহাসাগরে অবস্থিত ?
উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরে।
18. ঝিনুক থেকে মুক্তা সংগ্রহের পদ্ধতিকে কী বলে ?
উত্তর: পার্ল কালচার।
19. লন্ডনের কোন বাজার মৎস্য ব্যবসায়ের জন্য খ্যাত ?
উত্তর: বিলিংসগেট বাজার।
20. ম্যাঙ্গানিজ কোন কোন আকরিক থেকে উত্তোলন করা হয় ?
উত্তর: পাইরােলুসাইট ও সিলােমিলেন।
21. ট্যাকোনাইট কী ?
উত্তর: খুব নিকৃষ্ট মানের লৌহ।
22. শ্বেত অভ্রকে কী বলে ?
উত্তর: মাসকোভাইট।
23. পৃথিবীর বৃহত্তম বক্সাইটের সঞ্চয় কোথায় রয়েছে ?
উত্তর: উত্তরে ইয়র্ক অন্তরীপের উপদ্বীপ অঞ্চলে উইপারের কাছে।
24. চালকোপাইরাইট কোন খনিজের আকরিক ?
উত্তর: তামার আকরিক।
25. ভারতের কোন রাজ্যে সর্বাধিক বক্সাইট উত্তোলিত হয় ?
উত্তর: ওড়িশা।
26. সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক কী ?
উত্তর: ম্যাগনেটাইট।
27. অ্যালুমিনিয়ামের খনিজের নাম কী ?
উত্তর: বক্সাইট।
28. Fe2O3 কী ?
উত্তর: লৌহের আকরিক Fe2O3।
29. আমাজন নদীর দৈর্ঘ্য কত ?
উত্তর: ৬,৪৪৭ কিমি।
30. পৃথিবীর শ্রেষ্ঠ তামা উত্তোলক ও রপ্তানিকারক দেশের নাম কী ?
উত্তর: চিলি।
31. তামা, দস্তা ও নিকেল মিশিয়ে কী সংকর ধাতু তৈরি করা হয় ?
উত্তর: জার্মান সিলভার।
32. মােনেল মেটাল কীভাবে তৈরি করা হয় ?
উত্তর: তামা, নিকেল ও ম্যাঙ্গানিজ মিশিয়ে (28 % + 67 % + 5 % অনুপাতে)।
33. পাইরােলুসাইট কী ?
উত্তর: ম্যাঙ্গানিজের আকরিক।
34. পাললিক শিলাস্তরে ভাঁজের উপরিভাগে খনিজ তেলের অবস্থানকে কী বলে ?
উত্তর: পুল।
35. কারােজেন নামক তৈলাক্ত পদার্থ সমৃদ্ধ পত্রায়িত পাললিক শিলাকে কী বলে ?
উত্তর: ওয়েল শেল (Oil Shel)
37. সাধারণত ৩০০ ফুট উচ্চতায় কত তাপমাত্রা কমে যায় ?
উত্তর: ১ ড্রিগ্রী ফারেনহাইট।
38. ১,০০০ মিটার উচ্চতায় কত তাপমাত্রা কমে যায় ?
উত্তর: ৬.৪ ড্রিগ্রী সেন্টিগ্রেড।
39. নিরক্ষীয় অঞ্চল থেকে যত উত্তরে ও দক্ষিণে যাওয়া যায়, সেখানে সূর্যরশ্মি কীভাবে কিরণ দেয় ?
উত্তর: তির্যকভাবে।
40. সাধারণত উষ্ণতা মাপার জন্য কোন থার্মোমিটার ব্যবহৃত হয় ?
উত্তর: সেলসিয়াস থার্মোমিটার।
41. সেলসিয়াস থার্মোমিটারের নিস্থিরাঙ্ক কত ?
উত্তর: 0° সেন্ট্রিগ্রেড।
42. সেলসিয়াস থার্মোমিটারের উধর্বস্থিরাঙ্ক কত ?
উত্তর: ১০০ ° সেন্ট্রিগ্রেড।
43. ফারেনহাইট থার্মোমিটারের নিম্নস্থিরাঙ্ক কত ?
উত্তর: ৩২ ° ফারেনহাইট।
44. ফারেনহাইট থার্মোমিটারের ঊধর্বস্থিরাঙ্ক কত ?
উত্তর: ২১২ ° ফারেনহাইট।
45. সর্বনিম্ন উষ্ণতা মাপা হয় কখন ?
উত্তর: সূর্য ওঠার ঠিক আগে।
46. বায়ুর চাপ পার্থক্য কীসের ওপর নির্ভর করে ?
উত্তর: উষ্ণতা তারতম্যের উপর।
47. বায়ুপ্রবাহের অন্যতম কারণ কী ?
উত্তর: বায়ুর চাপের পার্থক্য।
48. আলকাতরা বা বিটুমেন সমৃদ্ধ বালি বা বেলেপাথর ও চুনাপাথরের কণাকে কী বলে ?
উত্তর: টার স্যান্ড (Tar Sand)।
49. অপরিশােধিত খনিজ তেলকে কী বলে ?
উত্তর: ক্রুড তেল (Crude Oil)।
50. খনিজ তেল রপ্তানিকারক দেশগুলির বাণিজ্যিক স্বার্থ সুরক্ষা ও রপ্তানি নীতি নির্ধারণের উদ্দেশ্যে যে সংস্থা গঠন করা হয়েছে, তার নাম কী ?
উত্তর: ওপেক (OPEC)।
51. তেল রপ্তানিকারক আরব দেশগুলি তেল সংক্রান্ত বােঝাপড়া ও অর্থনৈতিক যােগাযােগ বৃদ্ধির উদ্দেশ্যে কী সংস্থা গঠন করা হয় ?
উত্তর: ওপেক (OPEC)।
52. অববাহিকার অসমতল মধ্য অঞ্চলে কী জাতীয় তৃণভূমি দেখা যায় ?
উত্তর: সাভানা তৃণভূমি।
53. সাভানা তৃণভূমিতে কী পালন করা হয় ?
উত্তর: গরু |
54. সাভানা তৃণভূমিতে কীসের চাষ করা হয় ?
উত্তর: তুলাে ও কলার।
55. মিশরের রাজধানীর নাম কী ?
উত্তর: কায়রাে।
56. মিশরের রাজধানী কায়রাে থেকে উত্তরদিকে ভূমধ্যসাগরে নীলনদের মােহনা বিস্তৃত অংশকে কী বলা হয় ?
উত্তর: নীলনদের ব-দ্বীপ অঞ্চ ল।
57. নীলনদ কোথায় ব-দ্বীপ সৃষ্টি করে ভূমধ্যসাগরে পতিত হয়েছে ?
উত্তর: আলেকজান্দ্রিয়ার কাছে।
58. নীলনদের সমগ্র অঞ্চলের আয়তন মিশরের আয়তনের কত শতাংশ ?
উত্তর: ৫ শতাংশ |
59. নিরক্ষীয় জলবায়ুর প্রভাবে নীলনদের উৎপত্তিস্থলে কী ধরনের বৃষ্টিপাত হয় ?
উত্তর: প্রবল পরিচলন বৃষ্টিপাত।
60. ১৯০২ সালে নীলনদের গতিপথে যে বাঁধ দেওয়া হয় তা মিশরের কোন অঞ্চলে ?
উত্তর: আসােয়ান অঞ্চলে।
61. কত সালে নীলনদের গতিপথে বাঁধ দেওয়া হয় ?
উত্তর: ১৯০২ সালে।
62. পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কী ?
উত্তর: উচ্চ আসােয়ান বাঁধ।
63. উচ্চ আসােয়ান বাঁধ কত সালে তৈরি করা হয় ?
উত্তর: ১৯৬৭ সালে।
64. পুরানাে আসােয়ান বাঁধের কত কিমি উপরে এই উচ্চ আসােয়ান বাঁধ তৈরি করা হয় ?
উত্তর: ৬.৪ কিমি উপরে।
65. পৃথিবীর বৃহত্তম সৌরশক্তি উৎপাদন কেন্দ্রটির নাম কী ?
উত্তর: LUZ।
66. যুক্তরাষ্ট্রের কোথায় সিলিকন তােলার সেল তৈরি করা হয় ?
উত্তর: Bell Laboratory তে।
67. ভারতের বৃহত্তম খনিজ তেল শােধনাগারটি কোথায় অবস্থিত ?
উত্তর: গুজরাটের কয়ালিতে।
68. ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎকেন্দ্রটির নাম কী ?
উত্তর: সিদ্ৰাপঙ।
69. সমুদ্রপৃষ্ঠের ও সমুদ্র জলের গভীরের তাপমাত্রার পার্থক্যের সাহায্যে যে অচিরাচরিত তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়, তাকে কী বলে ?
উত্তর: OTEG (Ocean Thermal Electricity Generation) |
70. বিশ্বের প্রথম জোয়ার-ভাঁটা বিদ্যুৎ কেন্দ্রটির নাম কী ?
উত্তর: ইউজাইন মেরিমােট্রাস ডে লা রান্স (Usine Maremotice da la Rance)
71. দেশের প্রথম জোয়ার-ভাঁটা কেন্দ্রটি কোথায় স্থাপনের পরিকল্পনা হয়েছে ?
উত্তর: সুন্দরবনে দুর্গাদুয়ানি খাঁড়িতে |
72. হরিদ্বার থেকে মীরাট পর্যন্ত 7 টি বিদ্যুৎকেন্দ্র পরস্পরের সঙ্গে যুক্ত বলে, একে কী বলা হয় ?
উত্তর: গঙ্গাখাল গ্রিড।
73. ব্রিটেনের প্রথম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রটির নাম কী ?
উত্তর: ক্যাডার হল (স্থাপিত 1956 খ্রীষ্টাব্দে)।
74. দশম পরিকল্পনায় খনিজ তেল অনুসন্ধান জোরদার করা ও উত্তোলন সর্বাধিক করার লক্ষ্যে সরকার কোনপ্রকল্প গ্রহণ করেছেন ?
উত্তর: ভিসন 2025।
75. আলবাট্রস নামক নিমজ্জিত মালভূমিটি কোন মহাসাগরে রয়েছে ?
উত্তর: প্রশান্ত মহাসাগরে।
76. পারস্য উপসাগর কোন উপদ্বীপ দ্বারা ভারত মহাসাগর থেকে বিচ্ছিন্ন হয়েছে ?
উত্তর: ওমান উপদ্বীপ।
77. মেলানেশিয়া কথাটির অর্থ কী ?
উত্তর: কৃষ্ণদ্বীপ (The Black Island)।
78. আটলান্টিক মহাসাগরের ‘S’ আকৃতির শৈলশিরাটি কী নামে খ্যাত ?
উত্তর: মধ্য আটলান্টিক মহাসাগরীয় শৈলশিরা।
79. উচ্চ আসােয়ান বাঁধের সাহায্যে কী রােধ করা হয় ?
উত্তর: নীলনদের জলের গতিরােধ।
80. পুরানাে আসােয়ান বাঁধের থেকে এই উচ্চ আসােয়ান বাঁধ কত বড় ?
উত্তর: ২৫ গুণ বড়।
81. উচ্চ আসােয়ান বাঁধের জল কোন জলাধারে সারা বছর সঞ্চিত করে রাখা হয় ?
উত্তর: লেক নাসের জলাধারে।
82. কোন বাঁধের সাহায্যে নীলনদের জল ইচ্ছামতাে নিয়ন্ত্রণ করে সারা বছর ধরেই সেচের কাজ করা হয় ?
উত্তর: উচ্চ আসােয়ানা বাঁধের সাহায্যে।
83. ব্লু-নীলের উপরে দেওয়া সেনার বাঁধ কোথায় অবস্থিত ?
উত্তর: সুদানে।
84. আটবারাে নদীর উপর কোন বাঁধ অবস্থিত ?
উত্তর: আটবারাে বাঁধ।
85. খাশ-এল-গিরবা বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
উত্তর: আটবারাে নদীর উপর।
86. মিশরের উল্লেখযােগ্য বাঁধগুলির সাহায্যে মিশরের কোন অঞ্চলের জমিকে কৃষিযােগ্য করা হয়েছে ?
উত্তর: মরুভূমি অঞ্চলের জমিকে।
87. বিশ্বে শ্রেষ্ঠ আঁশযুক্ত তুলাে কীসের সাহায্যে চাষ করা হয় ?
উত্তর: জলসেচের সাহায্যে।
88. সুপ্রাচীন সভ্যতার ইতিহাস পৃথিবীর একমাত্র কোথায় অবস্থিত ?
উত্তর: মিশরে।
89. পৃথিবীর গভীরতম সমুদ্রখাত কোটি ?
উত্তর: মারিয়ানা খাত।
90. প্রশান্ত মহাসাগরে ছােট-বড় মিলিয়ে মােট কতগুলি দ্বীপ রয়েছে ?
উত্তর: 30,000 -এর বেশি।
91. পর্বতের উভয় পার্শ্বের পেডিমেন্ট পর্বত ভেদ করে যে পথে মিলিত হয়, তাকে কী বলে ?
উত্তর: পেডিমেন্ট গিরিপথ বা পেডিমেন্ট ফাঁক।
92. পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কী ?
উত্তর: এল ক্যানন দ্য কলকা (EI Canon de Colca)
93. উদ্ভিদের উপস্থিতি ভূ-অভ্যন্তরে অধিকতর জলপ্রবেশ ঘটিয়ে ভৌমজলের সঞ্চয় বৃদ্ধি ঘটায়, এই প্রক্রিয়াকে কী বলে ?
উত্তর: ইন্টারসেপশন স্টোরেজ।
94. জলস্তবের উপস্থিতিতে শিলাস্তরের মধ্যে যে জল প্রবাহিত হয়, তাকে কী বলে ?
উত্তর: ভাডােস জল।
95. ভূ-কম্পন চিহ্নিত হলে সেই লেখচিত্রকে কী বলে ?
উত্তর: সিসমােগ্রাফ।
96. আগ্নেয়গিরির বিস্ফোরণের পরিমাপ কীসের দ্বারা করা হয় ?
উত্তর: আগ্নেয় বিস্ফোরণ সূচক VEI (Volcanic Explosivity Index)
97. অভিকর্ষজ প্রভাবযুক্ত অবস্থায় মাটির সূক্ষ্ম রন্ধ্রে যে জল সঞ্চিত থাকে, তাকে কী বলে ?
উত্তর: মাটির ক্ষেত্ৰক্ষমতা (Field Capacity)।
98. উদ্ভিদ গ্রহণের উপযােগী জল মাটিতে দীর্ঘসময় ব্যাপী স্থিতিশীলভাবে অবস্থান করলে তাকে কী বলে ?
উত্তর: জলের স্থিতিপুঞ্জ (Water Stable Aggregate)।
99. নিয়ােসিন ও কোয়াটার্নারী যুগের ভূ-সংযােগকে কী বলে ?
উত্তর: নব্য ভূ-সংস্থান (Neo-Tectonic)।
100. সম্প্রতি কোন সংস্থা ভূ-পৃষ্ঠ থেকে 15 কিমি উচ্চতা পর্যন্ত ব্যাকটেরিয়ার অস্তিত্ব আবিষ্কার করেছে ?
উত্তর: NASA
101. জলীয় আর্দ্র বায়ু থেকে প্রচুর বৃষ্টিপাত হয় কার জন্য ?
উত্তর: বায়ুপ্রবাহের জন্য।
102. জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে কী বলে ?
উত্তর: আর্দ্র বায়ু।
103. উষ্ণ বায়ু উপরে উঠে গিয়ে ঠাণ্ডা হয়ে যে বৃষ্টিপাতের সৃষ্টি করে, তাকে বলে ?
উত্তর: পরিচলন বৃষ্টিপাত।
104. নিরক্ষীয় অঞ্চলের কোথায় পরিচলন বৃষ্টিপাত বৃষ্টিপাত দেখা যায় ?
উত্তর: কঙ্গো |
105. কঙ্গো অববাহিকা ছাড়া আর কোথায় পরিচলন বৃষ্টিপাত জাতীয় বৃষ্টিপাত দেখা যায় ?
উত্তর: আমাজন অববাহিকায়।
106. সমুদ্র থেকে আসা আর্দ্র বায়ু যখন পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠে গিয়ে ঠাণ্ডা হয়ে বৃষ্টিপাতের সৃষ্টি করে, তখন সেই বৃষ্টিপাতকে কী বলে ?
উত্তর: শৈলােৎক্ষেপ বৃষ্টিপাত।
107. শৈলােৎক্ষেপ বৃষ্টিপাত কোথায় দেখা যায় ?
উত্তর: পূর্ব হিমালয়ের পার্বত্য অঞ্চলে।
108. পর্বতের যে ঢালে বেশি বৃষ্টিপাত হয় তাকে কী বলে ?
উত্তর: প্রতিপাত ঢাল |
109. প্রতিপাত ঢালের বিপরীত দিকে যেখানে কম বৃষ্টিপাত হয় তাকে কী বলে ?
উত্তর: বৃষ্টিচ্ছায়া অঞ্চল |
110. স্থির জলাশয়ের বাস্তুতন্ত্র কী নামে পরিচিত ?
উত্তর: লেনটিক।
111. নদনদীর বাস্তুতন্ত্রকে কী বলা হয় ?
উত্তর: লােটিক।
112. যেসব ছােট ছােট প্রাণী অর্ধ-বিয়ােজক পদার্থকে খাদ্যরূপে গ্রহণ করে, তাদের কী বলে ?
উত্তর: ডেট্রিটাস।
113. ইকোলজি কথার অর্থ কী ?
উত্তর: জীবজগতের বাসস্থান সম্বন্ধে জ্ঞান অর্জন।
114. ইকোসিস্টেম যত পরিণতি পায় ততই এটি জটিল অবস্থা থেকে বেশি জটিল অবস্থার দিকে এগােয় এই দিক পরিবর্তনকে কী বলে ?
উত্তর: সাসেশন।
115. মৃতজীবী খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ স্তরে কারা থাকে ?
উত্তর: ব্যাকটেরিয়া।
116. সম্পদ আহরণ করতে গিয়ে বাস্তুতন্ত্রের যে ক্ষতি সাধিত হয়, তার পুনরুদ্ধারকে কী বলে ?
উত্তর: ইকোলজিক্যাল রেস্টোরেশন।
117. কোন সংস্থা বিলুপ্ত হবার আশঙ্কা রয়েছে এরূপ জীবকূলের তালিকা লিপিবদ্ধ করে ?
উত্তর: The World Conservation Union (IUCN পূর্বনাম)
118. মিশর দেশের আয়তন কত ?
উত্তর: প্রায় ১০ লক্ষ ৯ হাজার ৪৫০ বর্গকিলােমিটার।
119. মিশরের বেশিরভাগ অঞ্চলই কীসে পরিপূর্ণ ?
উত্তর: মরুভূমিতে।
120. নীলনদের উপত্যকাকে কী বলা হয় ?
উত্তর: পৃথিবীর প্রাচীনতম সভ্যতার তৃনভূমি।
121. মিশরের পিরামিড় কত হাজার বছরের পুরাতন সাক্ষী ?
উত্তর: প্রায় ৫০০০ বছরের।
122. সাহারা মরুভূমির কবল থেকে কোন নদী মিশরকে রক্ষা করেছে ?
উত্তর: নীলনদ।
123. সমস্ত মিশর কোন অঞ্চলের অন্তর্গত ?
উত্তর: ক্রান্তীয় মরু অঞ্চলের।
124. ক্রান্তীয় মরু অঞ্চলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি উত্তাপ কত থাকে ?
উত্তর: ৪০° থেকে ৪৫ ° সেলসিয়াস।
125. সাহারা মরু অঞ্চলের সর্বোচ্চ উত্তাপ কত ?
উত্তর: ৫৪ ° সেলসিয়াস।
কপিরাইট: Sikkharpragati.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box