General Knowledge Questions 2021 In Bengali: সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর

General Knowledge Questions 2021 In Bengali: সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর 

General Knowledge Questions 2021 In Bengali: সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর


General Knowledge Questions 2021 In Bengali: সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর



1. হায়দ্রাবাদের প্রাচীন নাম কী ছিল কী ?


উত্তর: ভাগ্যনগর। 


2. কোন ব্রিটিশ স্থপতি ভারতের সংসদ ভবনের নকসা করেছিলেন ?


উত্তর: হারভার্ট বেকার।


3. মানুষের দেহে সবচেয়ে শক্ত জয়েন্ট কোনটি ?


উত্তর: নিতম্বের জয়েন্ট।


4. প্রথম জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত গ্রন্থ কী, লেখক কে ?


উত্তর: ওডাকুঝল (মালয়ালম), লেখক – জি. শঙ্কর কুরুপ।


5. ‘ক্রাইম অ্যাণ্ড পানিসমেন্ট' কার লেখা -


উত্তর: ফিয়ােডাের মিখাইলােভিচ দস্তয়েভস্কি (রাশিয়া)।


6. প্রথম কোন বাংলা বই ‘জ্ঞানপীঠ ’ সাহিত্য পুরস্কার পায়, লেখক কে ?


উত্তর: গণদেবতা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।


7. সবচেয়ে হালকা ধাতু কোনটি ?


উত্তর: লিথিয়াম।


8. ভারি হাইড্রোজেনের পারমাণবিক ভর কত ?


উত্তর: দুই।


9. টাংস্টেনের প্রতীক কী ?


উত্তর: W.


10. অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কী ?


উত্তর: Al2O3


11. সীসার আকরিক কোনটি ?


উত্তর: গ্যালেনা।


12. আলাের প্রতিফলন করতে পারে এমন অধাতু হল –


উত্তর: সিলিকন।


13. NTP- তে 32 gm, অক্সিজেনের আয়তন কত ?


উত্তর: 22.4 লিটার।



কপিরাইট: Sikkharpragati.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।


আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area