জেনারেল নলেজ জিকে প্রশ্ন উত্তর: General Knowledge GK in Bengali

জেনারেল নলেজ জিকে প্রশ্ন উত্তর: General Knowledge GK in Bengali

জেনারেল নলেজ জিকে প্রশ্ন উত্তর: General Knowledge GK in Bengali


জেনারেল নলেজ জিকে প্রশ্ন উত্তর: General Knowledge GK in Bengali



❏ বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি ➨ সাহারা


❏ কোনটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম মরুভূমি ➨ থর


❏ গোবি মরুভূমিটি কোথায় অবস্থিত ➨ মঙ্গোলিয়ায়


❏ নবিয়ান মরুভূমিটি কোথায় অবস্থিত ➨ সুদানে


❏ কোন মরুভূমি যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে ➨ মোজভেভ


❏ কালাহারি মরুভূমি কোন দেশে অবস্থিত ➨ বতসোয়ানা


❏ পথিবীর ঠান্ডা মরুভূমি  পরিচিত ➨ তুন্দ্রা নামে


❏ পাথরের  মরুভূমি সাহারা অঞ্চলে ➨ হামদা নামে  পরিচিত


❏ কোনটি বিশ্বের বৃহত্তম শীতল মরুভূমি ➨ গোবি


❏ পথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি ➨ আতাকামা


❏ সাহারা মরুভূমি কোথায় ➨ উত্তর আফ্রিকাতে


❏ কালাহারি মরুভূমি ➨ দক্ষিণ-পশ্চিম আফ্রিকাতে


❏ আটাকামা মরুভূমি➨চিলিতে


❏ মরুদ্বীপ  সম্পর্কিত ➨ মরুভূমির সাথে


❏ কোনটি বিশ্বের মরুভূমি মহাদেশ ➨ ইউরোপ


❏ 'আল গাই জীরা' মরুভুমি ➨সুদানে


❏ পেটাগোনিয়া মরুভূমি কোন দেশে ➨ আর্জেন্টিনা


❏ সৌদি আরবের একটি মরুভূমি➨‘মরু-আল-খালি’


❏ আলজেরিয়া কোন মরুভূমিতে ➨ সাহারায় অবস্থিত


❏ সোনারান মরুভূমি ➨ মেক্সিকো


❏ বিশ্বের বৃহত্তম দ্বীপ ➨ গ্রিনল্যান্ড


❏ বিশ্বের বৃহত্তম দ্বীপের অবস্থান ➨ আর্কটিক সাগর


❏ বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপ ➨ মাদাগাস্কার


❏ মাদাগাস্কার কোন সাগরে অবস্থিত ➨ ভারত মহাসাগর


❏ কোন মহাসাগর এ সবচেয়ে বেশি  দ্বীপ আছে  ➨ প্রশান্ত মহাসাগর


❏ বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ ➨ ইন্দোনেশিয়া


❏ ডায়াগো গার্সিয়া দ্বীপটি কোন সমুদ্রে অবস্থিত ➨ ভারত মহাসাগর


❏ ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ ➨ বোর্নিও


❏ সেশেলস দ্বীপটি কোথায় ➨ ভারত মহাসাগর


❏ কোন দ্বীপটি অগ্নিদ্বীপ নামে পরিচিত ➨ আইসল্যান্ড


❏ কোন দ্বীপটিকে প্রশান্ত মহাসাগরের ছেদ বলা হয় ➨ হাওয়াই দ্বীপপুঞ্জ


❏ সযান্ডউইচ কোন দ্বীপের পুরাতন নাম ➨ হাওয়াইয়ান দ্বীপপুঞ্জ


❏ জাকার্তা কোন দ্বীপে অবস্থিত➨ জাভা


❏ জাপানের বৃহত্তম দ্বীপ ➨ হনশু দ্বীপ


❏ জাপানের ক্ষুদ্রতম দ্বীপ ➨ শিকোকু


❏ কোন দ্বীপটিকে ‘হার্ট অফ ইন্দোনেশিয়া’ বলা হয় ➨ জাভা


❏ কোনটি এশিয়ার বৃহত্তম দ্বীপ ➨ বোর্নিয়া


❏ কোন দ্বীপটি ভারত ও বাংলাদেশের মধ্যে বিরোধের মধ্যে রয়েছে ➨ কাচ্চা তিভু দ্বীপ


❏ জাঞ্জিবার এবং পেম্বাদ্বীপ কোন দেশের উপকূলে অবস্থিত ➨ তাঞ্জানিয়া


❏ মাল্টা দ্বীপটি কোন সমুদ্রের মধ্যে ➨ ভূমধ্যসাগরে অবস্থিত


❏ কোনটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ ➨ নিউ গিনি


❏ নিউগিনি দ্বীপটি কোথায় ➨ পশ্চিম প্রশান্ত মহাসাগরে


❏ মিন্ডানাও দ্বীপটি কার সাথে সম্পর্কিত  ➨ ফিলিপাইন


❏ জাভা এবং সুমাত্রা দ্বীপপুঞ্জ কোন দেশে ➨ ইন্দোনেশিয়া


❏ লজন দ্বীপটি কার সাথে সম্পর্কিত ➨ ফিলিপাইন


❏ ভারত ও বাংলাদেশের মধ্যে বিরোধ এর কারণে সৃষ্ট দ্বিতীয় দ্বীপ কোনটি  ➨ নয়মুর  দ্বীপ 


❏ কোনটি ভারতের বৃহত্তম দ্বীপ ➨ মধ্য আন্দামান



কপিরাইট: Sikkharpragati.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।


আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area