ভারতের প্রথম ব্যক্তিত্ব: The First Person In India
ভারতের প্রথম ব্যক্তিত্ব: The First Person In India
❏ ভারতের প্রথম প্রধানমন্ত্রী-
উত্তর: জওহরলাল নেহেরু (১৯৪৭-১৯৬৪)
❏ ভারতের প্রথম রাষ্ট্রপতি-
উত্তর: ডঃ রাজেন্দ্র প্রসাদ (২৬.১.১৯৪৭-১৩.৫.১৯৬২)
❏ ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী-
উত্তর: সর্দার বল্লভভাই প্যাটেল (১৫.৮.১৯৪৭-১৫.১০.১৯৫০)
❏ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি -
উত্তর: ডঃ সর্বপল্লী রাধাকৃয়ন
❏ ভারতের প্রথম মহাকাশচারী -
উত্তর: রাকেশ শর্মা (১৯৮৪)
❏ ভারতের প্রথম ভারতরত্ন প্রাপক-
উত্তর: চক্রবর্তী রাজা গোপালাচারী
❏ ভারতের প্রথম টেস্ট ক্রিকেটের ক্যাপটেন -
উত্তর: সি.কে.নাইডু (১৯৩২)
❏ ভারতের প্রথম টেস্ট সেঞ্চুরী করেন-
উত্তর: লালা অমরনাথ (১৯৩৩-১৯৩৪)
❏ ভারতের প্রথম রাজ্যসভার চেয়ারম্যান-
উত্তর: ডঃ সর্বপল্লী রাধাকৃয়ন (১৯৫২-১৯৬২)
❏ ভারতের প্রথম মুখ্য নির্বাচন আধিকারিক-
উত্তর: সুকুমার সেন (১৯৫০-১৯৫৮)
❏ ভারতের প্রথম চীফ জাস্টিস-
উত্তর: হিরালাল জে . কানিয়া (১৯৫০-১৯৫১)
❏ ভারতের প্রথম বিমানবাহিনীর প্রধান-
উত্তর: স্যার থমাস আলমহারেস্ট (১৯৪৭-৫১৯০)
❏ ভারতের প্রথম নৌ সেনা প্রধান-
উত্তর: আর. ডি. কাটারী (১৯৫৮-১৯৬২)
❏ ভারতের প্রথম কমান্ডার ইন চীফ-
উত্তর: কে . এম . কারিয়াপ্পা (১৯৪৯-১৯৫৩)
❏ ভারতের প্রথম ক্রিকেটার যিনি 1 থেকে ১০ সব পজিশনে ব্যাট করেছেন -
উত্তর: ভিনু মানকড়
❏ ভারতের প্রথম যিনি বিদেশে নৃত্য প্রদর্শন করেন-
উত্তর: উদয় শংকর
❏ ভারতের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি-
উত্তর: রাজেন্দ্র প্রসাদ
❏ ভারতের প্রথম চিত্রাভিনেতা মুখ্যমন্ত্রী -
উত্তর: এম.জি. রামচন্দ্রন (তামিলনাড়ু ১৯৭৭)
❏ স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী -
উত্তর: আর কে, সম্মাগম চেট্টি (১৯৪৭)
❏ ভারতের প্রথম আই সি এস অফিসার -
উত্তর: সত্যেন্দ্রনাথ ঠাকুর
❏ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি-
উত্তর: সরোজিনী নাইডু (১৯২৫)
❏ ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী-
উত্তর: জি, শংকর কুরুপ (১৯৬৫)
❏ ভারতের প্রথম পর্বতারোহী যিনি অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেন -
উত্তর: ফু দোরজী (১৯৮৪)
❏ ভারতের প্রথম যিনি দক্ষিণ মেরু পৌঁছান -
উত্তর: জে কে বাজাজ
❏ প্রথম ভারতীয় ইংলিশ চ্যানেল অতিক্রমকারী
উত্তর: মিহির সেন (১৯৬৬)
❏ প্রথম ব্যক্তিগত অলিম্পিক মেডেল জয়ী ভারতীয়-
উত্তর: কে.ডি.যাদব (কুস্তীতে, হেলসিঙ্কিতে, (১৯৫২)
❏ প্রথম ভারতীয় ম্যানেজিং ডিরেক্টর, বিশ্বব্যাঙ্কের-
উত্তর: গৌতম কাজী (১৯৯৫)
❏ ভারতের প্রথম টেস্টে হ্যাট্রিককারী ক্রিকেটার -
উত্তর: চেতন শর্মা (১৯৮৭)
❏ প্রথম ভারতীয় যিনি ইউ.এন - এ হিন্দিতে ভাষন দেন-
উত্তর: অটলবিহারী বাজপেয়ী (১৯৭৭)
❏ প্রথম ভারতীয় নৌ - চালক (Naval Pilot)-
উত্তর: ওয়াই নে সি (১৯৪১)
❏ প্রথম বৈমানিক -
উত্তর: জে.আর.ডি.টাটা (টাটা এয়ারলাইন্স
❏ প্রথম নোবেলজয়ী ভারতীয় -
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩)
❏ প্রথম ভারতীয় অস্কার জয়ী-
উত্তর: ভানু আথাইয়া (১৯৮২)
❏ প্রথম ভারতীয় যিনি নিশান - ই পাকিস্তান পান-
উত্তর: মোরারজী দেশাই
❏ ব্রিটিস পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য-
উত্তর: দাদাভাই নৌরজী (১৮৬২)
❏ প্রথম বিলাত যাত্রী-
উত্তর: রাজা রামমোহন রায় ।
❏ প্রথম ম্যাগসাইসাই পুরস্কার জয়ী-
উত্তর: আচার্য বিনোবা ভাবে
❏ ভারতের প্রথম শিশু চলচ্চিত্র শিল্পী-
উত্তর: দাদা সাহেব ফালকের পুত্র ভালচন্দ্রা
❏ ভারতের প্রথম মহিলা শিশু চলচ্চিত্র শিল্পী-
উত্তর: দাদা সাহেব ফালকের কন্যা মন্দাকিনী
❏ ভারতের ডাকটিকিটে যাতে প্রথম কোন জাতীয় নেতার ছবি ছিল-
উত্তর: মহাত্মা গান্ধী
❏ ভারতের প্রথম নির্বাচিত উপরাষ্ট্রপতি-
উত্তর: ডঃ সর্বপল্লী রাধাকৃষণ
❏ ভারতের প্রথম জাতীয় কংগ্রেস সভাপতি-
উত্তর: উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
❏ প্রথম ভারতীয় চলচ্চিত্র পরিচালক-
উত্তর: দাদাসাহেব ফালকে
❏ প্রথম ভারতীয় হাইকোর্টের বিচারপতি-
উত্তর: রমাপ্রসাদ রায় প্রথম
❏ ভারতীয় হিসেবে বিদেশে অভিনয়ে খ্যাতিলাভ-
উত্তর: শিশির ভাদুড়ী
❏ প্রথম ভারতীয় টেস্ট ক্রিকেট খেলোয়াড়-
উত্তর: রণজিৎ সিংজী ।
❏ প্রথম ভারতীয় গভর্নর-
উত্তর: লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ
❏ প্রথম ভারতীয় বিমানবাহিনীর প্রধান-
উত্তর: এয়ারমার্শাল সুব্রত মুখার্জী
❏ প্রথম ভারতীয় ব্যারিস্টার-
উত্তর: জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর
কপিরাইট: Sikkharpragati.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box