উদ্ভিদ অঙ্গের সম্পূর্ণ তথ্য: Complete Information Of Plant Organs
উদ্ভিদ অঙ্গের সম্পূর্ণ তথ্য: Complete Information Of Plant Organs
1. সবচেয়ে উচ্চতম গুপ্তবীজী - Eucalyptus regnans
2. সবচেয়ে ক্ষুদ্রতম মূলবিহীন জলজ গুপ্তবীজি - Wolffia
3. মূলত্র ক্যালিপট্রোজেন থেকে উৎপন্ন হয়।
4. সবচেয়ে বৃহৎ গুপ্তবীজী – Ficus Benghalensis.
5. কেয়াগাছে (Pandanus sp) বহুকোশী মূলত্র দেখা যায়।
6. Pistia, Lemn প্রভৃতি জলজ কুচরীপানাতে মূলত্রের পরিবর্তে বুড়াে আঙুলের ন্যায় গঠন দেখা যায় এদের মূলজেব (root pocket) বলে।
7. বর্ধনশীল অঞ্চলের সাহায্যে খনিজ লবণ শােষিত হয়।
8. গাছের মূলরােম দ্বারা কৈশিক জল শােষিত হয়।
9. পাথরকুচী (Bryophyllum) এর পত্ৰজ মূল দেখা যায়।
10. ম্যানগ্রোভ উদ্ভিদে (Rhizophora) স্বাসমূল দেখা যায়।
11. উন্নত উদ্ভিদের মূল এবং রােগসৃষ্টি করে না এইরূপ ছত্রাকের মিথােজীবি সংগঠনকে মাইকোরাইজা বলে।
12. একবীজপত্রী উদ্ভিদের মূলে 6 এর বেশী নালিকা বান্ডিল পাওয়া যায়।
13. দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে 2-6 টি নালিকা বাণ্ডিল পাওয়া যায়।
14. কিছু কিছু উদ্ভিদে পত্রমূল ফোলা হয় একে পালভিনাস বলে।
15. Acacia বা আকাশমণি উদ্ভিদে পত্রবৃন্ত চ্যাপ্টা হয়ে পাতার ন্যায় গঠন সৃষ্টি করে একে ফাইলােড বলে।
16. ফনিমনসার (Opuntia) ক্ষেত্রে কাণ্ড পাতার ন্যায় চ্যাপ্টা সবুজ বর্ণের হয় একে ফাইলােক্র্যাড বলে।
17. Asparagus এর ক্ষেত্রে একটি বা দুটি পর্বযুক্ত কাণ্ড সূক্ষ্ম, নলাকার পাতার ন্যায় গঠনে রূপান্তরিত হয়। একে ক্ল্যাডােড বলে।
18. বিজ্ঞানের যে শাখায় ফল নিয়ে পাঠ করা হয় তাকে Pomology বলে।
19. সস্যের ক্ষেত্রে ফলত্বক এবং বীজত্বক একত্রে মিশে যায়। তাই এদের ফল এবং বীজ একই। এইরূপ ফলকে ক্যারিওসিস বলে।
20. বিজ্ঞানী Noll (1902) সর্বপ্রথম পার্থেনোকাপি শব্দটি প্রচলন করেন।
21. নিষেক ব্যাতিরেকে বীজ বিহীন ফল উৎপাদনকে পার্থেনােকাপি বলে।
22. পাতাবিহীন পুষ্পবিন্যাস ধারণকারী উদ্ভিদ – Balanophora diocia
23. অক্সিন হরমােন প্রয়ােগ করে কৃত্রিম উপায়ে পার্থেনােকাপিক ফল উৎপাদন করা যায়।
24. সর্বপ্রথম পার্থেনােকাৰ্পি করা হয় টমেটো গাছে।
25. ইথিলিন হরমােন প্রয়ােগ করে ফল পাকানাে হয়।
26. বীজপত্রবিহীন দ্বিবীজপত্রী হল - Cuscuta reflexa
27. সর্ববৃহৎ পুষ্পবিন্যাস পাওয়া যায় - Puya raimondii
28. মাইকোরাইজা যুক্ত সম্পূর্ণ মৃতজীবি হল - Monotropa এবং Sarcodes
29. সবচেয়ে ক্ষুদ্রতম পরজীবি গুপ্তজীবি হলো - Archeuthobium minutissimum.
30. সবচেয়ে বড় ফুল ধারণকারী উদ্ভিদ - Rufflesia arnoldi
31. সবচেয়ে ক্ষুদ্রতম ফুলধারণকারী উদ্ভিদ - Wolffia
32. গাছের প্রথম উৎপন্ন পাতাকে Prophylls বলে।
33. সর্ববৃহৎ পাতা যুক্ত উদ্ভিদ - Victoria rigia
34. Smilax, Discorea, Alocasia একবীজপত্রী জালকাকার শিরাবিন্যাস ধারণকারী উদ্ভিদ।
35. স্থলজ সবচেয়ে লম্বা পাতা যুক্ত উদ্ভিদ হল - Rabia leadiger Victoria regia.
Please do not share any spam link in the comment box