Best Geography Book For WBCS In Bengali: ভূগোলের প্রশ্নোত্তর
Best Geography Book For WBCS In Bengali: ভূগোলের প্রশ্নোত্তর
১. ভারতের দুটি অন্তর্বহিনী নদীর নাম?
উত্তর:- লুনী ও মাহি।
২. ভারতে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম?
উত্তর:- সিকিম।
৩. পৃথিবীর সবচেয়ে লবনাক্ত হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর:- ভানুগালু ( তুরষ্ক) ।
৪. টোডা উপজাতি ভারতে কোথায় দেখা যায়?
উত্তর:- নীলগিরি পার্বত্য অঞ্চলে।
৫. রামেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- তামিলনাডু।
৬. খাদার কী?
উত্তর:- নবীন পলিমাটি।
৭. ভাঙ্গার কী ?
উত্তর:- প্রাচীন পলিমাটি।
৮. তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়?
উত্তর:- জেমু হিমবাহ।
৯. ছোটনাগপুর মালভূমি কী জাতীয় মালভুমি?
উত্তর:- ব্যবচ্ছিন্ন।
১০. কোন মেঘে বৃষ্টি হয়?
উত্তর:- নিম্বাস।
১১. পশ্চিমবঙ্গের কোন জেলায় মহাকুমা নেই?
উত্তর:- কলকাতা।
১২. কোন বায়ু কে বাণিজ্য বায়ু বলা হয়?
উত্তর:- অয়ন বায়ু।
১৩. শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয়?
উত্তর:- স্ট্র্যাটোকিউমুলাস।
১৪. টাইফুন কোথায় দেখা যায়?
উত্তর:- চিন ও জাপান উপকুলে।
১৫. হ্যারিকেন কোথায় দেখা যায়?
উত্তর:- পশ্চিম ভারতে।
১৬. সিডার ঝড় কোথায় দেখা যায়?
উত্তর:- ভারত ও বাংলাদেশ।
১৭. টর্নেডো সবচেয়ে বেশি কোথায় হয়?
উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্রে।
১৮. ভারতে বৃহত্তম উপহ্রদ কোনটি?
উত্তর:- চিল্কা।
১৯. লোকটাক হ্রদ ভারতের কোথায় অবস্থিত?
উত্তর:- মনিপুরে।
২০. সম্বর হ্রদ ভারতের কোথায় অবস্থিত?
উত্তর:- রাজস্থান।
২১. ডালও উলার হ্রদ ভারতে কোথায় অবস্থিত?
উত্তর:- জম্বু ও কাশ্মীর।
২২. কোলেরু হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর:- তামিলনাডু।
২৩. ভারতে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি?
উত্তর:- ডাল।
২৪. পূর্ব রেল পথের সদর কোথায়?
উত্তর:- কলকাতা।
২৫. কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়?
উত্তর:- পাললিক শিলায়।
২৬. রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়াড়িগুলিকে কী বলে?
উত্তর:- ধ্রিয়ান।
২৭. ভারতে স্থলভাগের দক্ষিনতম প্রান্তের নাম?
উত্তর:- ইন্দিরা পয়েন্ট।
২৮. ভারতে কোন রাজ্য চাকমা জনগোষ্ঠীর মানুষ বসবাস করে?
উত্তর:- এিপুরা।
২৯. কোন নদীর গতিপথে হুড্রু জলে্রপাত সৃষ্টি হয়েছে?
উত্তর:- সুবর্ণরেখা।
৩০.ভারতে একমাত্র কোন অরন্যে সিংহ দেখা যায়?
উত্তর:- গির অরণ্যে।(Gujarat)
৩১. নাকো হ্রদ কোন রাজ্য অবস্থিত?
উত্তর:- হিমাচল প্রদেশ।
৩২. কঞ্চনজঙ্ঘা জলপ্রপাত কোন রাজ্যে আছে?
উত্তর:- সিকিম।
৩৩. কালিকটের পরিবর্তিত নাম?
উত্তর:- কোঝিকোড়।
৩৪. দক্ষিণাত্যর লাভা মালভূমি অঞ্চল কী নামে পরিচিত?
উত্তর:- ডেকানট্র্যাপ।
৩৫. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম?
উত্তর:- নকরেক।
৩৬. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
উত্তর:- মহেন্দ্রগিরি।
৩৭. লে শহর থেকে সরাসরি চিনে যাওয়া যায় কোন গিরিপথের মাধ্যমে?
উত্তর:- সাসার।
৩৮. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তর:- কলসুবাই।
৩৯. পশ্চিম ভারতের তাপ্তী নদীর উপনদী?
উত্তর:- পূর্না।
৪০. ভারতে সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কোন রাজ্য আছে?
উত্তর:- মহারাষ্ট্রে।
৪১. কোন কোন তারিখে পৃথিবীর দুই গোলার্ধের দিন- রাত্রি সমান হয়?
উত্তর:- ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
৪২. ভারতের প্রাচীনতম পর্বতের নাম?
উত্তর:- আরাবল্লী।
৪৩. ভারতের বৃহত্তম লৌহ- ইস্পাত কেন্দ্র?
উত্তর:- ছত্তিশগড়ের ভিলাই।
৪৪. কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম?
উত্তর:- গুজরাট।
৪৫. ভারতের দীর্ঘতম বাঁধের নাম?
উত্তর:- হিরাকুঁদ।
৪৬. বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ?
উত্তর:- মাজুলি দ্বীপ।
৪৭. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ?
উত্তর:- সান্দাকফু।
৪৮. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম?
উত্তর:- ময়ুরাক্ষী।
৪৯.ভারতের সর্ববৃহৎ তৈল শোধানাগার?
উত্তর:- জামনগর।
৫০.ক্ষুদ্রতম কেন্দ্রশাষিত অঞ্চল?
উত্তর:- লাক্ষাদ্বীপ।
৫১. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত?
উত্তর:- Kunchikol
৫২. ভারতের প্রথম সূর্যোদয় হয়?
উত্তর:- অরুণাচল প্রদেশ।
৫৩. লাক্ষ্মদ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ ?
উত্তর:- মিনিকয়।
৫৪. ভারতে সবচেয়ে উঁচুতে অবস্থিত সড়ক পথ ?
উত্তর:- খারদুংলা সড়ক।
৫৫. ভারতের গভীরতম বন্দর ?
উত্তর:- বিশাখাপত্তনম।
৫৬. বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ঝড়ের নাম?
উত্তর:- টর্নেডো।
৫৭.নাসিকের কুম্ভমেলা কোন নদীর তীরে হয়?
উত্তর:- গোদাবরী।
৫৮. মানচিত্রে অস্তিত্ব নেই এমন একটি দেশের নাম?
উত্তর:- বেলেডোনিয়া।
৫৯.ভারতে সবচেয়ে বড় প্রবাল দ্বীপ?
উত্তর:- লাক্ষাদ্বীপ।
৬০. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র ?
উত্তর:- সিদ্রাপং।
৬১. বিশ্বের জনবহুল শহর কোনটি?
উত্তর:- টৌকিও।
৬২. যে মহাকাশ যানে মানুষ প্রথম চাঁদে পর্দাপন করে তার নাম?
উত্তর:- অ্যাপেলো।
৬৩. মাদুমালাই অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- তামিলনাডু।
৬৪. প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ ?
উত্তর:- মাদাগাস্কার।
৬৫. নাথিলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- সিকিম।
৬৬. আঙ্কোরভাট মন্দির কোন দেশে অবস্থিত?
উত্তর:- কম্বোডিয়া।
৬৭. মধুবনী শিল্প কোন রাজ্যে?
উত্তর:- বিহার।
৬৮.কোন নদীতে গ্র্যান্ড ক্যানিয়ান গিরিখাত সৃষ্টি হয়েছে?
উত্তর:- কলোরাডো।
৬৯.পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি?
উত্তর:- গ্রেট ব্যারিয়ার রিফ।
৭০. বিশ্বের বৃহত্তম নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য কোথায়?
উত্তর:- আমাজন অববাহিকায়।
কপিরাইট: Sikkharpragati.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box