Best General Knowledge (G.k) Book In Bengali 2021: GK বই PDF
Best General Knowledge (G.k) Book In Bengali 2021: GK বই PDF
1. একটি মিথােজীবী ব্যাকটিরিয়ার উদাহরণ ?
উত্তর: রাইজোবিয়াম।
2. মানবদেহে ভিটামিন সংশ্লেষকারী ব্যাকটিরিয়া নাম কি ?
উত্তর: এসেকিরিয়া কোলাই।
3. অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় উভয় প্রকার পরিপাক দেখা যায় ?
উত্তর: হাইড্রাতে।
4. ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হলো ?
উত্তর: RNA যুক্ত।
5. শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা হল ?
উত্তর: নােনা মাটি।
6. কোনটির উপস্থিতিতে মূত্রের রং হলুদ হয় ?
উত্তর: বিলিরুবিন।
7. রেসারপিন থাকে কোন উদ্ভিদে ?
উত্তর: সর্পগন্ধা গাছের মূলে।
8. মেরুদণ্ডী প্রাণীর সহায়ক রেচন অঙ্গর নাম কি ?
উত্তর: ফুসফুস।
9. জিহ্বার অগ্রভাগে অবস্থিত স্বাদ গ্রাহক হল ?
উত্তর: মিষ্টি।
10. অন্ধকারে দেখতে সাহায্য করে ?
উত্তর: রঙ কোষ।
11. একনেত্র দৃষ্টি দেখা যায় কোন প্রাণীতে ?
উত্তর: গরু / ব্যাঙ।
12. মস্তিষ্কের আবরণীর নাম কি ?
উত্তর: মেনিনজেস।
13. প্রাণীদের কোন্ কোষ বিভাজিত হয় না ?
উত্তর: স্নায়ুকোষ।
14. কত সালে মুসলিম লিগ গড়ে ওঠে ?
উত্তর: 1906 সালে।
15. শ্রীচৈতন্যদেব কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ?
উত্তর: 1485 খ্রি:
16. দ্বৈত শাসনের প্রবর্তক কে ছিলেন ?
উত্তর: লর্ড ক্লাইভ।
17. ‘মীরাট ষড়যন্ত্র মামলা’কত সালে শুরু হয়েছিল ?
উত্তর: 1929 সালে।
18. ' Origin of Species ' পুস্তকটি রচনা করেন কে ?
উত্তর: ডারউইন।
19. একটি বংশগত রােগের নাম হল ?
উত্তর: হিমােফিলিয়া। এই রােগে রক্ত তঞ্চিত হয় না।
20. হেনলির লুপের আকৃতি কীরূপ হয় ?
উত্তর: U আকৃতি।
21. তড়িৎ পরিমাপের একের নাম কি ?
উত্তর: কুলম্ব।
22. অক্সিজেন গ্যাস বাতাসের চেয়ে ________ ?
উত্তর: সামান্য ভারি।
23. ওজোন গ্যাসের রং কি রূপ ?
উত্তর: বেগুনী
24. সর্বপ্রথম হাইড্রোজেন গ্যাস আবিষ্কৃত হয় কত সালে ?
উত্তর: 1660 সালে।
25. সবচেয়ে হালকা মৌলের নাম কি ?
উত্তর: হাইড্রোজেন।
26. ক্ষারীয় পটাশিয়াম পাইরােগ্যালেট দ্রবণে অক্সিজেন শােষিত হয় এবং দ্রবণের বর্ণ কি রূপ হয় ?
উত্তর: বাদামী।
27. প্রাণীদেহে রাসায়নিক সমন্বায়ক কে ?
উত্তর: হরমােন।
28. ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয় কারণ কী ?
উত্তর: বাষ্পমােচন রােধ করার জন্য।
29. প্রধান মূল থাকে না কোন উদ্ভিদের ?
উত্তর: পদ্মার।
30. পায়রার মূত্রে কোনটি বেশি থাকে ?
উত্তর: ইউরিক অ্যাসিড।
31. একটি স্তন্যপায়ী খেচর প্রাণীর উদাহরণ হলো ?
উত্তর: বাদুড়।
32. জিহ্বার কোন অংশে কষাটে স্বাদ অনুভূত হয় ?
উত্তর: মধ্য অংশ।
33. বাস্তুতন্ত্রের উদ্ভিদকূলকে কী বলে ?
উত্তর: ফ্লোরা।
34. একটি যৌগিক পত্রের উদাহরণ হল ?
উত্তর: গােলাপ।
35. একটি পেল্যাজিকের নাম হল ?
উত্তর: মশার লার্ভা।
36. একটি অ-শস্যল বীজের নাম কী ?
উত্তর: ছােলা।
37. সর্বাপেক্ষা বড় পৌষ্টিক গ্রন্থির নাম কী ?
উত্তর: যকৃৎ
38. ক্ষুদ্রান্ত্রের অন্তর্গাত্রের অসংখ্য ছােট ছােট প্রবর্ধকগুলিকে কি বলা হয় ?
উত্তর: ভিলাই।
39. কাণ্ডের ত্বককে কী বলে ?
উত্তর: এপিডারমিস।
40. বংশগতির জনক কে ?
উত্তর: মেন্ডেল।
41. একটি পটকা বিহীন মাছের নাম হল ?
উত্তর: হাঙ্গর।
42. কোন পেশি মাছের গমনে সাহায্য করে ?
উত্তর: মায়ােটোম।
43. একটি শিশুর দেহে কয়টি অস্থি থাকে ?
উত্তর: 350 টি।
44. কোন বিভাগের রক্তের কোনাে অ্যান্টিজেন থাকে না ?
উত্তর: O বিভাগ।
45. রক্তে কোন ধাতু থাকে ?
উত্তর: আয়রন।
46. ক্ষত দ্রুত নিরাময়ে কোন ভিটামিন সাহায্য করে কোন ভিটামিন ?
উত্তর: ভিটামিন সি।
47. রক্তচাপ মাপবার যন্ত্রের নাম কী ?
উত্তর: স্ফিগমােম্যানােমিটার।
48. কোন প্রাণী জল পান করে না ?
উত্তর: আফ্রিকার কৃষ্ণমৃগ।
49. কাদের চোখের তিনটি পাতা থাকে ?
উত্তর: সরীসৃপ ও উভচরের।
50. ওষুধ নিয়ে গবেষণার বৈজ্ঞানিক নাম কী ?
উত্তর: ফারমাকোলজি।
51. মধুমেহ রােগ হয় কিসের অভাবে ?
উত্তর: ইনসুলিনের অভাবে।
52. গ্রীবাদেশে কোন অনাল গ্রন্থি অবস্থিত থাকে ?
উত্তর: থাইরয়েড।
53. কর্ণের ভারসাম্য রক্ষাকারী অঙ্গটির নাম কী ?
উত্তর: অটোলিথ।
54. ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ ?
উত্তর: থ্যালামাস অংশ।
56. একটি অসম্পূর্ণ ফুলের নাম হলো ?
উত্তর: কুমড়াে।
57. যৌন জননের এককে কি বলে ?
উত্তর: গ্যামেট।
58. মানুষের প্রতিটি ক্রোমােজোমে ক্রোমােটিডের সংখ্যা কয়টি ?
উত্তর: 2 টি।
59. কোন প্রকার কোষ বিভাজনকে ‘সদৃশ্য বিভাজন’ বলে ?
উত্তর: মাইটোসিস।
60. কোন কোষ বিভাজনে একটি মাতৃকোষ চারটি অপত্য কোষের সৃষ্টি করে ?
উত্তর: মায়ােসিস।
61. জিন কোথায় অবস্থিত থাকে ?
উত্তর: ক্রোমােজোমে।
কপিরাইট: Sikkharpragati.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box