Dear Students,
Sikkharpragati.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন প্রকার বায়ু প্রবাহ. প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Various Types Of Air Flow. নিচে বিভিন্ন প্রকার বায়ু প্রবাহ টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই বিভিন্ন প্রকার বায়ু প্রবাহ Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
বিভিন্ন প্রকার বায়ু প্রবাহ-Various Types Of Air Flow
1.ল্যাপিলি :- অগ্ন্যুৎপাতের সময়
নির্গত অতি সছিদ্র ও ছোটছোট শিলা খন্ড l
2.ঘিবলি :-লিবিয়ার উষ্ণ ও
শুষ্ক বায়ুপ্রবাহ l
3.সিরোক্ক :-ভূমধ্যসাগরীয় উষ্ণ
ও শুষ্ক বায়ুপ্রবাহ l
4.হার্মাট্টান :-পশ্চিম আফ্রিকার
উষ্ণ ও শুষ্ক ধূলিপূর্ণ বায়ুপ্রবাহ l
5.উইলিউইলি :- অস্ট্রেলিয়ার
উত্তর-পশ্চিম দিকে দঃ ভারত মহাসাগরের ঘূর্ণিঝড় l
6.লু :- ভারতের মরু অঞ্চলের
বায়ু প্রবাহ l
7.আঁধি :- বিহার,উত্তরপ্রদেশে গ্রীষ্মকালে প্রবাহিত ঘূর্ণিঝড় l
8.আশ্বিনের ঝড় :- দঃপশ্চিম মৌসুমী
বায়ুর প্রত্যাবর্তন কালে বঙ্গোপসাগরের উষ্ণ ও আর্দ্র বায়ুর মিলনের ফলে পশ্চিমবঙ্গে
সৃষ্ট ঘূর্ণাবর্ত l
9.বরদই ছিলা :- অসমে প্রবাহিত
গ্রীষ্মকালীন স্থানীয় ঘূর্ণিঝড় l
10.আম্ব্র বৃষ্টি :- দক্ষিণ ভারতে
গ্রীষ্মকালে প্রবাহিত ধূলিঝড়ের দ্বারা আমের ফলন নষ্টকারী বৃষ্টি l
11.পম্পেরো :- বসন্তকালে দঃ
আমেরিকার আন্দিজ পর্বতের পাদদেশ থেকে আর্জেন্টিনার পম্পাস তৃণভূমির দিকে প্রবাহিত
একপ্রকার উষ্ণ বায়ুপ্রবাহ l
12.সাইমুম :- উত্তর আফ্রিকার উপর
দিয়ে প্রবাহিত বসন্তকালের বালুকাপূর্ণ শ্বাসরোধ কারী শুষ্ক বায়ু l
13.বার্গ :- দঃ আফ্রিকার
কালাহারী মরুভূমির উষ্ণ বায়ু l
14.টাকু :- উঃ আমেরিকা
মহাদেশের উঃ-পশ্চিমে অবস্থিত আলাস্কা উপদ্বীপের ওপর দিয়ে প্রবাহিত শীতল বায়ু l
15.সান্তাআনা :- ক্যালিফোর্নিয়া তে
প্রবাহিত বায়ু l
16.কারাবুরান :-মধ্য এশিয়ার তুরান
অববাহিকার স্থানীয় বায়ু l
17.ব্লিজার্ড :- আন্টার্কটিকার
তুষারঝড় l
18.শ্লিট :-ভূপৃষ্ঠ সংলগ্ন
বায়ুমণ্ডলে উষ্ণ ও শীতল মেঘ উপর নীচে অবস্থান করলে উষ্ণ মেঘে সংঘটিত বৃষ্টিপাত
শীতল মেঘের মধ্যদিয়ে ভূপৃষ্ঠে আসার সময় জমাট বেঁধে নকুল দানার মতো সৃষ্ট বরফ খণ্ড l
19.হেল :- শীতল বায়ু
প্রাচীরের সঞ্চারের সময় স্তূপনীরদ মেঘ থেকে উত্পন্ন বরফ খণ্ডের সম্ভার l
20.ঘূর্ণবাতের চক্ষু :- শক্তিশালী ঘূর্ণ
বাৎ কেন্দ্রের গতিহীন ,শুষ্ক -প্রায় মেঘ
শূন্য অবস্থায় বিরাজমান অংশ l
21.বায়ু প্রাচীর সংঘটন (Frontogenesis):- যে
প্রকৃয়ায় দুই ভিন্ন ধর্মী দুটি বায়ু পুঞ্জ একে অপরের দিকে অগ্রসর হতে হতে একটি
নির্দিষ্ট সীমান্তের সৃষ্টি করে l
22.বায়ু প্রাচীর বিলীন (Frontolysis):- যে প্রকৃয়ায় বায়ু প্রাচীর
দ্বারা পৃথকীকৃত সমধর্মী দুই বায়ু পুঞ্জ তাদের মধ্যবর্তী তাপ-আর্দ্রতায় সমতা
প্রাপ্ত হয়ে বায়ু প্রাচীরের বিলুপ্তি ঘটায় l
23.বায়ুপুঞ্জের উৎস অঞ্চল
:- যেসকল
অঞ্চল থেকে বায়ুপুঞ্জে একইরকম তাপমাত্রা ও সম আর্দ্রতা সঞ্চারিত হয় l
24.বিপদ রেখা (Squal Line):- মধ্য
অক্ষাংশে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রবাহ পথের ডানদিকে যে রেখা বরাবর ক্ষনস্থায়ী
মকা ঝড় সৃষ্টি কারী বজ্র ঝঞ্ঝা কক্ষের সৃষ্টি হয় l
25.জলবায়ু গত বিপর্যয় :- যে সমস্ত প্রাকৃতিক
ঘটনা পরিবেশ ও মানুষ তথা জীবজগৎ কে আকস্মিক ভাবে প্রভাবিত করে l
26.এল –নিনো :- প্রশান্ত মহাসাগরের পূর্বাংশে শীতল কুমেরু স্রোতের শাখা ও
মেরু স্রোতের প্রভাবে সৃষ্ট দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের অনিয়মিত ,অস্থির ও অনির্দিষ্ট প্রকৃতির ব্যতিক্রমী
উষ্ণ স্রোত l
27.টর্নেডো :- স্বল্প পরিসরে
অত্যাধিক বায়ু চাপের পার্থক্যের জন্য ভূপৃষ্ঠে সৃষ্ট অতি ক্ষুদ্র আবর্তনশীল
বিধ্বংসী বায়ুপ্রবাহ l
28.মেরু বায়ু :- সুমেরু ও কুমেরু
উচ্চ চাপ অঞ্চল থেকে মেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ অঞ্চল অভিমুখে প্রবাহিত নিয়ত
বায়ু l
29.পশ্চিমা বায়ু :- দুই ক্রান্তীয়
উচ্চচাপ বলয় থেকে দুই মেরু বৃত্ত প্রদেশিয় নিম্নচাপ বলয় অভিমুখে সারাবছর ধরে
নিয়মিতভাবে প্রবাহিত নিয়ত বায়ু l
Download বিভিন্ন প্রকার বায়ু প্রবাহ Pdf-Various Types Of Air Flow
File Details:-
File Name:- বিভিন্ন প্রকার বায়ু প্রবাহ [www.sikkharpragati.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
Conclusion: বিভিন্ন চাকরির পরীক্ষার Study Material Pdf বিনামূল্যে ডাউনলোড করতে প্রতিদিন আমাদের Website "শিক্ষার প্রগতি" ভিজিট করুন। এই পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Please do not share any spam link in the comment box